সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি

সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি বাংলাদেশ এর নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থাননরসিংদী সদর উপজেলা
ঠিকানাসাটিরপাড়া
শহরনরসিংদী সদর উপজেলা, নরসিংদী জেলা
দেশবাংলাদেশ
স্বত্বাধিকারীকৃষ্ণকুমার পাল
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস সম্পাদনা

জমিদার কৃষ্ণকুমার পাল বাংলার দেওয়ান মুর্শিদকুলি খানের শাসনামলে উক্ত জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বংশেই জন্মগ্রহণ করেন ব্রিটিশ শাসনামলে ভারতখ্যাত বিপ্লবী, আইনজীবী, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক এবং নরসিংদীর রূপকার ললিত মোহন রায় বি.এ.বি.এল। মূলত এই জমিদার বংশধররা "পাল বংশ" ছিল। পরবর্তীতে ললিত মোহন রায়ের জমিদারীর আমলেই "পাল বংশ" থেকে "রায় বংশ" নাম ধারণ করে।

অবকাঠামো সম্পাদনা

বর্তমান অবস্থা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নরসিংদীর জমিদার ও জমিদার বাড়ি!"। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৯