মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় (এমপিএইচএস ) বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অবস্থিত একটি সরকারি স্কুল ।
মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
![]() | |
স্থানাঙ্ক | ২৪°০৮′৪২″ উত্তর ৯০°৪১′৪৪″ পূর্ব / ২৪.১৪৫১১৩৮° উত্তর ৯০.৬৯৫৪৮০৭° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি |
নীতিবাক্য | ★ জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৮ |
প্রধান শিক্ষক | মোস্তবা জুয়েল |
শ্রেণি | ৬ষষ্ঠ–১০ম |
বয়সসীমা | ১১–১৬ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | http://www.monohardimphs.edu.bd/ |
ইতিহাস
সম্পাদনাতৎকালীন পূর্বপাকিস্তান বর্তমান বাংলাদেশে ১৯৪৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং বিদ্যালয়টি বাংলা মাধ্যমের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর পাঠ্যক্রম অনুসরণ করে । [১]
কাঠামো
সম্পাদনাবিদ্যালয়টি থেকে ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করে। বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত হয়। প্রতি বছর এসএসসি ও জেএসসি পরীক্ষায় প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে, এদের মধ্যে বিজ্ঞান বিভাগে প্রায় দুই-চতুর্থাংশ এবং বাণিজ্য বিভাগে এক-চতুর্থাংশ এবং বাকিরা চারুকলা বিভাগের শিক্ষার্থী ।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |