মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় (এমপিএইচএস ) বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অবস্থিত একটি সরকারি স্কুল ।এটি নরসিংদী জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী একটি বিদ্যালয় ।এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন স্বনামধন্য শিক্ষকগণ।এই বিদ্যালয় তার সুনাম যুগ যুগ ধরে ধরে রেখেছে। প্রতিবছরই এই বিদ্যালয় উপজেলায় এস.এস.সি পরীক্ষায় গুণগত মান বজায় রাখছে এবং মেধা তালিকায় ১ম স্থান অর্জন করছে।
মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয় মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
স্থানাঙ্ক | ২৪°০৮′৪২″ উত্তর ৯০°৪১′৪৪″ পূর্ব / ২৪.১৪৫১১৩৮° উত্তর ৯০.৬৯৫৪৮০৭° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি |
নীতিবাক্য | ★ জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৮ |
প্রধান শিক্ষক | মোস্তবা জুয়েল |
শ্রেণি | ৬ষষ্ঠ–১০ম |
বয়সসীমা | ১১–১৬ |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | http://www.monohardimphs.edu.bd/ |
এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয় তার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার আচরণের উন্নতি ঘটিয়ে থাকে।
Edition by :Abdullah Al Akhir, Class X (2024)
. এই বিদ্যালয়টি বর্তমান বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান)১৯৪৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং বিদ্যালয়টি বাংলা মাধ্যমের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এর পাঠ্যক্রম অনুসরণ করে । [১]
কাঠামো
সম্পাদনাবিদ্যালয়টি থেকে ৬ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করে। বিদ্যালয়টি এক শিফটে পরিচালিত হয়। প্রতি বছর এসএসসি ও জেএসসি পরীক্ষায় প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে, এদের মধ্যে বিজ্ঞান বিভাগে প্রায় দুই-চতুর্থাংশ এবং বাণিজ্য বিভাগে এক-চতুর্থাংশ এবং বাকিরা চারুকলা বিভাগের শিক্ষার্থী ।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |