ইমন চৌধুরী

বাংলাদেশী সুরকার

ইমন চৌধুরী একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক। তিনি চিরকুট সঙ্গীতদলের গিটারবাদক, ম্যান্ডোলিন বাদক ও সঙ্গীত পরিচালক। তিনি মায়া: দ্য লস্ট মাদার চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]

ইমন চৌধুরী
২০১৪ সালে ইমন চৌধুরী
জন্ম
মোস্তাফিজুর রহমান ইমন চৌধুরী
জাতীয়তাবাংলাদেশী
পেশাসঙ্গীতজ্ঞ, গিটারবাদক
দাম্পত্য সঙ্গীফারজানা নীপা জেরী (বি. ২০১৫)
পিতা-মাতা
  • মতিউর রহমান চৌধুরী (পিতা)
পুরস্কারশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২০)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইমন নরসিংদী জেলায় বেড়ে ওঠেন। তার বাবা মতিউর রহমান চৌধুরী নরসিংদী নজরুল একাডেমির অধ্যক্ষ এবং মা হেলেনা একজন সঙ্গীতজ্ঞ। তার সঙ্গীত ও গিটারের তালিম নেওয়া শুরু হয় তার বাবার কাছ থেকে। পরবর্তীকালে তিনি নরসিংদীর সঞ্চয়ের কাছেও গিটার শিখেন।[২]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

ইমন ২০১৫ সালের ১২ই নভেম্বর ফারজানা নীপা জেরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জেরী তার মামাতো বোন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। [৩]

ডিস্কতালিকা সম্পাদনা

বছর চলচ্চিত্রের শিরোনাম গান সঙ্গীতশিল্পী(গণ) গীতিকার সুরকার টীকা
২০১৯ কাঠবিড়ালী "পতি" কনা, ইমন চৌধুরী নয়নচাঁদ ঘোষ ইউসুফ হাসান অর্ক
"জীবন যায়" ইমন চৌধুরী আল-আমিন হাসান নির্ঝর ইমন চৌধুরী
২০২০ মায়া: দ্য লস্ট মাদার "মায়ারে" ঐশী মাসুদ পথিক
"দুই কোলে" বাঁধন সরকার পূজা মাসুদ পথিক
২০২১ রাত জাগা ফুল "রঙে রঙে দুনিয়া" এস আই টুটুল, শফি মণ্ডল মীর সাব্বির
২০২২ গুণিন "ঘোমটা খুলে বদন তুলে" কাজল দেওয়ান, আলেয়া বেগম ধামাইল কীর্তন থেকে সংগৃহীত
"বাবা তোমায় ভালোবাসি" কানিজ খন্দকার মিতু, বাউল মুকুল সরকার সংগৃহীত
পরাণ "ধীরে ধীরে" ইমন চৌধুরী, লুইপা রবিউল ইসলাম জীবন
দুই দিনের দুনিয়া "টেকা পাখি" মাশা ইসলাম অনম বিশ্বাস
২০২৩ মারকিউলিস "তোমার কথার মালায়" মাশা ইসলাম, ইমন চৌধুরী আবু শাহেদ ইমন
"তোমার জন্য" ইমন চৌধুরী আবু শাহেদ ইমন
সুড়ঙ্গ "ধুকুর পুকুর" ইমন চৌধুরী, অবন্তী সিঁথি রাসেল মাহমুদ
অন্তর্জাল "বলে দিলেই তো হয়" ইমন চৌধুরী, অবন্তী সিঁথি রাসেল মাহমুদ
দেয়ালের দেশ
পায়ের তলায় মাটি নাই

পুরস্কার সম্পাদনা

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০২০ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মায়া: দ্য লস্ট মাদার বিজয়ী
২০২২ ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার শ্রেষ্ঠ সুরকার দুই দিনের দুনিয়া বিজয়ী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সেরা অভিনেতা তারিক আনাম অভিনেত্রী সুনেরাহ"দৈনিক যুগান্তর। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 
  2. সুমী, শারমীন সুলতানা (২৮ এপ্রিল ২০১৮)। "আমাদের গিটার জাদুকর"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 
  3. "আজ গিটারিস্ট ইমনের বিয়ে"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১২ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা