রবিউল ইসলাম জীবন
রবিউল ইসলাম জীবন একজন বাংলাদেশী গীতিকার ও সাংবাদিক।[১][২][৩][৪] তিনি ৭০০ এরও বেশি গান প্রকাশ করেছেন।[৫] সেরা গীতিকার হিসাবে তিনি তিনবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন।[৬][৭][৮][৯] এছাড়াও তিনি ২০২২-এ শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১০][১১]
রবিউল ইসলাম জীবন | |
---|---|
জন্ম | রবিউল ইসলাম জীবন |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | জীবন |
পেশা | গীতিকার সাংবাদিক |
কর্মজীবন | ২০০৬ |
পরিচিতির কারণ | সাংবাদিক |
দাম্পত্য সঙ্গী | তাসলিমা আক্তার |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ (১ম বার) |
প্রাথমিক জীবন এবং শিক্ষা
সম্পাদনারবিউল ইসলাম জীবনের জন্ম ১১ নভেম্বর, বাংলাদেশের নোয়াখালিতে।[১২] তার পিতা হলেন মরহুম তাজুল ইসলাম; তার মা আমেনা খাতুন।
পেশা
সম্পাদনাচট্টগ্রাম কলেজ কমার্স কলেজের ছাত্র থাকাকালীন তিনি কলেজ জীবন থেকেই গান রচনা শুরু করেছিলেন। [১৩] তারপরে সরকারী তিতুমীর কলেজে ভর্তি হন তিনি। ২০০৭ সালে তার লিখিত দুটি গান আসিফের জনপ্রিয় অ্যালবাম হৃদয়ের রক্তখরন-এ প্রকাশিত হয়েছিল। এইভাবে তিনি সুরকার-সংগীত পরিচালকদের নজরে আসেন। [১৪][১৫] দেশের বিভিন্ন প্রজন্মের বহু জনপ্রিয় ও শিল্পী তার রচিত গানে কণ্ঠ দিয়েছিলেন। যেমন: রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, ফেরদৌস ওয়াহিদ, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, মাহমুদুজ্জামান বাবু, পার্থ বড়ুয়া, বেবী নাজনিন, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ডলি শায়ানানি, আলম আরা মিনু, এসআই টুটুল, আসিফ, বালাম, ঈবরার টিপু, শফিক তুহিন, আঁখি আলমগীর, তপু, মিলন মাহমুদ, মিলা ইসলাম, ন্যান্সি, কনা, দিনাত জাহান মুন্নী, কানিজ সুবর্ণা, জুলি, ইলিটা ,মিলন মাহমুদ, আরফিন রুমি, হৃদয় খান, ইমরান মাহমুদুল, বেলাল খান, পূজা, কানাল, নওমী, রিজভী ওয়াহিদ, শহীদ, রমা, জুয়েল মোর্শেদ, অপু, লিজা, ইলিয়াস, মোহাম্মদ মিলন এবং পড়শী। ২০ জন বলিউড প্লেব্যাক শিল্পী তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। তারা হলেন: মোহাম্মদ ইরফান, যুবিন নটিয়াল, সুবহিতা ব্যানার্জি প্রমুখ। [১৬][১৭][১৮]
অ্যালবাম
সম্পাদনাচলচ্চিত্রে জনপ্রিয় গান
সম্পাদনা- রাতভোর (ইমরান মাহমুদুল)
- আমার মতন কে আছে বলো (আকাশ সেন)
- মন তোকে ছাড়া বোঝেনা রে (আকাশ সেন)
- কোন মানে নেই তো (ইমরান মাহমুদুল এবং নাজমুন মুনিরা ন্যান্সি)
- বলে দাও (ইমরান এবং সাবরিনা পড়শী)
- কেন আজকাল (আকাশ)
- তোমাকে আপন করে (আকাশ)
- তোমার মত এমন মানুষ (বেলাল খান এবং ঐশী)
- পাষান (ঐশী)
- অনেক তো কথা ছিল (জুবিন গাৰ্গ)
- জানে এই মন জানে (ইমরান)
পুরস্কার
সম্পাদনাসেরা গীতিকার হিসাবে তিনি পুরস্কার পেয়েছিলেন: -
- সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার -২০১০
- সিটিসেল-চ্যানেল আই সংগীত পুরস্কার -২০১১
- সিম্ফনি-চ্যানেল আই সংগীত পুরস্কার -২০১৬
- শাকো টেলিফিল্ম পুরস্কার -২০১২
- বাংলাদেশ ক্রীড়া পুরস্কার -২০১১
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) -২০২২[১৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাশরাফিকে নিয়ে গান"। prothom alo। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "জীবনের কথায় তানজীবের অ্যালবাম"। ntvbd। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জীবন শাওনের কেউ একজন"। porinorton। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "জীবনের কথায় তানজীব সারোয়ার"। ajkerpatrika। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "আমার গান আমাকে ভাল রাখে"। ittefaq। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "১০ বছরে সব মিলিয়ে প্রায় ৫০০ গান লিখেছি: রবিউল ইসলাম জীবন"। priyo। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "কোটির ঘরে রবিউল ইসলাম জীবন"। ittefaq। ১২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "১৯ এর শুভেচ্ছা"। channelionline। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "জীবনের কথায় মাহতিম সাকিব"। rtvonline। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "সকলের প্রতি কৃতজ্ঞ: রবিউল ইসলাম জীবন"। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ ডেস্ক, বিনোদন (১ জানুয়ারি ১৯৭০)। "সকলের প্রতি কৃতজ্ঞ জীবন"। dhakapost.com। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ "রবিউল ইসলাম জীবন: এক স্বপ্নজয়ী গীতিকবির গল্প"। bd-journal। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "জীবনের দ্বিতীয় স্বীকৃতি"। banglanews24। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "bd-journal"। bd-journal। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "মাহতিমের কণ্ঠে জীবনের গান"। channelionline। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "Robiul Islam Jibon: A lyricist with panache"। observerbd। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রথমবার কোটিপতি তারা"। channelionline। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "গানটি কাউকে দিতে চাননি ইমরান"। prothom alo। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৯।
- ↑ "বিশ্বাস ছিল একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব: রবিউল ইসলাম জীবন"। deshrupantor। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রবিউল ইসলাম জীবন (ইংরেজি)