আঁখি আলমগীর
আঁখি আলমগীর (জন্ম ৭ জানুয়ারি ১৯৭৫)[১] তিনি ১৯৮৪ সালে ভাত দে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[২] ২০১৭ সাল পর্যন্ত তার ১৯টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।[১] তিনি অভিনেতা আলমগীর এবং গীতিকার খোশনূর আলমগীরের কন্যা। আঁখি আলমগীরের আদি শহর: নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
আঁখি আলমগীর | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | মাশহুরা জাহান |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ৭ জানুয়ারি ১৯৭৫
ধরন | চলচ্চিত্রের গান |
পেশা | গায়িকা, অভিনেত্রী, উপস্থাপিকা |
বাদ্যযন্ত্র | ভোকাল |
কার্যকাল | ১৯৮৪-বর্তমান |
সন্তান | আরিয়া আলতাফ, সাহিরা আলতাফ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাআঁখি ১৯৭৫ সালের ৭ই জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আলমগীর একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা এবং মাতা খোশনূর আলমগীর একজন গীতিকার। খোশনূরের সাথে বিবাহবিচ্ছেদের পর তার পিতা ১৯৯৯ সালে সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন। ফলে রুনা লায়লা তার সৎ মা।
কর্মজীবন
সম্পাদনাআঁখি ১৯৮৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে কিশোরী জরি চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আঁখি প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন বিদ্রোহী বধূ (১৯৯৪) চলচ্চিত্রে। তখন তিনি দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করতেন। ১৯৯৬ সালে আঁখি আলাউদ্দিন আলীর সুরে সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।[১] ১৯৯৭ সালে তার প্রথম গানের অ্যালবাম প্রথম কলি প্রকাশিত হয়। পরের বছর তার সাড়া জাগানো বিষের কাঁটা অ্যালবামটিও প্রকাশিত হয়।[৩] এই অ্যালবামের "বন্ধু আমার রসিয়া" ও "পিরীতি বিষের কাঁটা" গান দুটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
২০ বছর পর তিনি বাংলা ঢোলের ব্যানারে আলাউদ্দিন আলীর সুরে "বৈশাখী মেলা" গানে কণ্ঠ দেন। গানটির গীতিকার তাকে এই গানের ভিডিওতেও দেখা যায়। তার সাথে এই গানে আরো ৩২ জন নৃত্যশিল্পী অংশ নেয়। ভিডিওটি পরিচালনা করেন আশিকুর রহমান।[৪] এছাড়া তিনি কবির বকুল রচিত এবং শওকত আলী ইমন সুরকৃত "ফাল্গুনে কৃষ্ণচূড়া" গানে কণ্ঠ দেন।[৫] তিনি তার বাবা আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্য গাজী মাজহারুল আনোয়ার রচিত একটি গানে কণ্ঠ দিয়েছেন।[৬] গানটি সুর করেছেন রুনা লায়লা। এটি রুনার প্রথম সুরারোপিত গান।[৭]
চলচ্চিত্র
সম্পাদনানেপথ্য
সম্পাদনা- বিদ্রোহী বধূ
- শুধু তুমি (১৯৯৪)
- কন্যাদান (১৯৯৫)
- নির্মম (১৯৯৬)
- সত্যের মৃত্যু নেই (১৯৯৬)
- টাইগার (১৯৯৭)
- মরণ কামড় (১৯৯৯)
- মা বাবা সন্তান (২০১৫)
- একটি সিনেমার গল্প (২০১৮)
অভিনয়
সম্পাদনাপুরস্কার
সম্পাদনা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ শিশু শিল্পী - ভাত দে (১৯৮৪)[৮]
- অনন্যা পুরস্কার, ২০১৮[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Akhi Alamgir spends birthday with family today"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Shah Alam Shazu (১ নভেম্বর ২০১৩)। "Akhi"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ Akbar, Zahid (৯ জানুয়ারি ২০১৪)। "A Chat With Akhi Alamgir"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "Akhi Alamgir's upcomingmusic video for Pohela Boishakh"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ মঈনুদ্দীন, অভি (৭ জানুয়ারি ২০১৭)। "বাবার সঙ্গে অভিনয়ে আগ্রহী আঁখি আলমগীর"। দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "জন্মদিনে আঁখি আলমগীর"। দৈনিক সমকাল। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রুনা লায়লার প্রথম সুর কণ্ঠে নিলেন আঁখি আলমগীর"। দ্য ডেইলি স্টার। ২ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "বিবিসির সাথে গানগল্পঃ শিল্পী আঁখি আলমগীর"। বিবিসি বাংলা। ১৮ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
- ↑ "কলকাতায় অনন্যা পুরস্কার পেলেন আঁখি আলমগীর"। চ্যানেল আই অনলাইন। ৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে আঁখি আলমগীর
- ইন্টারনেট মুভি ডেটাবেজে আঁখি আলমগীর (ইংরেজি)