ফাহমিদা নবী

বাংলাদেশী সংগীতশিল্পী

ফাহমিদা নবী (জন্ম: ৪ঠা জানুয়ারি ১৯৬৪) বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী।[২][৩] তিনি সাধারণত ক্ল্যাসিক্যাল এবং আধুনিক ধাঁচের গান করেন। এছাড়াও তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। তিনি ২০০৫ সাল থেকে ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো'র বিচারক হিসাবে কাজ করছেন। তার গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শক প্রিয়তা। ২০০৭ সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।[৪] এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৮) লাভ করেন। তার পিতা পরলোকগত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী এবং তার ছোট বোন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী

ফাহমিদা নবী
নুমা[১]
Fahmida Nabi.jpg
জন্ম (1964-01-04) জানুয়ারি ৪, ১৯৬৪ (বয়স ৫৯)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশী
পেশাসংগীতশিল্পী
পরিচিতির কারণআধুনিক এবং ক্ল্যাসিক্যাল সংগীতশিল্পী
আদি নিবাসদিনাজপুর
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৭),
মেরিল-প্রথম আলো পুরস্কার(২০০৮),
চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮)
ওয়েবসাইটhttps://www.fahmidanabi.com
স্বাক্ষর
Signature of Fahmida nabi.jpg

প্রাথমিক জীবনসম্পাদনা

ফাহমিদা নবীর বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্ম ৪ জানুয়ারি ১৯৬৪ সালে। তার ডাকনাম নুমা।

শিল্পীজীবনসম্পাদনা

ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন। এছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। ১৫ জানুয়ারি, ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম বের করেনঃ আকাশ ও সমুদ্র অপার[৫]বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবামঃ এক মুঠো গান-১। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তার দ্বিতীয় অ্যালবামঃ এক মুঠো গান-২।

ডিস্কোগ্রাফিসম্পাদনা

মিশ্র এবং একক অ্যালবামসম্পাদনা

  • এক মুঠো গান-১
  • এক মুঠো গান-২ [৬]
  • দুপুরে একলা পাখি (একক)
  • তুমি কি সেই তুমি (একক)
  • মনে কি পড়ে না (একক)
  • কর্তা দেয়াল হঠাৎ খেয়াল (একক)
  • স্বপ্ন গল্প
  • আকাশ ও সমুদ্র
  • আমার বেলা যে যায়
  • সেলিব্রেটিং লাইফ ১, ২, ৩
  • আমি আকাশ হবো
  • তবু বৃষ্টি চাই (একক)
  • আয় ভালবাসা (মিশ্র)
  • ইচ্ছে হয় (সোলো)
  • আমারে ছুঁয়েছিলে (নজরুলগীতি)
  • তুমি অভিমানে (একক)
  • এক নির্ঝরের ১০১ গান (মিশ্র)
  • আমি ছুঁয়ে দিলেই (মিশ্র) গাংচিল পরিবেশিত

টেলিভিশনে কাজসম্পাদনা

২০০৫ সাল থেকে তিনি ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো'র বিচারক।[৭][৮] ২০০৭ সাল থেকে তিনি কারিগরী নামক একটি প্রতিষ্ঠান চালান।

পুরস্কার এবং সম্মাননাসম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসম্পাদনা

বাংলা চলচ্চিত্র আহা!তে লুকোচুরি লুকোচুরি গল্প গানটি গাওয়ার ফলে ২০০৭ সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।[৪]

চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮)সম্পাদনা

তিনি ২০০৮ সালে চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন। [৯]

মেরিল-প্রথম আলো পুরস্কারসম্পাদনা

২০০৭ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৮ সালে আয়োজিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে "লুকোচুরি লুকোচুরি গল্প" গানের জন্য এই পুরস্কার লাভ করেন। [১০]

গ্যালারীসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "বাবা মাহমুদন্নবীর আদর্শকে সামনে রেখে সঙ্গীতে ক্যারিয়ার গড়েছেন ফাহমিদা নবী"বিবিসি বাংলা। বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৪ 
  2. "Akash O Shomudro Opar, a tribute to Selim Al Deen"। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৩  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. "Fahmida Nabi and Tomal o n "Gaanalap""The Daily Star। ৩ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১১ 
  4. "National Film Awards for the last fours years announced"The Daily Star। ২০০৮-০৯-০১। সংগ্রহের তারিখ অক্টোবর ৪, ২০১৫ 
  5. "Fahmida Nabi Breathes Life into Al Deen's Lyrics"The Daiily Star। ১৬ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১১ 
  6. "Bappa and Fahmida's musical offering for Valentine's Day"The Daily Star। ১৩ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১১ 
  7. "Fahmida Nabi teams up with Close Up-1 stars"The Daily Star। ১৫ মে ২০১০। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১১ 
  8. Shamin Mortada, Syeda (২৩ জানুয়ারি ২০০৯)। "The other side of the story:Judging a talent show"The daily Star। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১১ 
  9. "ফাহমিদা নবী'র জন্মদিন"জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৭"দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮