কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ (জন্মঃ ১ জুন ১৯৬৩)[১] একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশের সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। [২] তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অধীন চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
কুমার বিশ্বজিৎ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | তুলতুল |
নাগরিকত্ব | ![]() |
পেশা | সঙ্গীত শিল্পী |
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
পরিচিতির কারণ | সঙ্গীত শিল্পী |
দাম্পত্য সঙ্গী | নাঈমা সুলতানা |
সন্তান | এক ছেলে |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
শৈশব
সম্পাদনাকুমার বিশ্বজিৎ চট্টগ্রাম জেলায় তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি সেখানে জন্মগ্রহণ করেন এবং সেখানে থেকেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।
কর্মজীবন ও সঙ্গীত জীবন
সম্পাদনাবিশ্বজিৎ যদিও চট্টগ্রামে বেড়ে উঠেছেন, কর্মজীবনের জন্য তিনি বিভিন্ন সময় ঢাকা আসা যাওয়া করতেন। গানের প্রতি তার আলাদা টান ছিল। ‘তোরে পুতুলের মত করে সাজিয়ে’—এই গানটি দিয়ে সঙ্গীত ভুবনে আলোড়ন ফেলে দেন। তখন থেকেই তিনি বিখ্যাত হয়ে উঠেন। সঙ্গীত জীবনে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। বাংলাদেশের নামকরা প্রায় সব সঙ্গীত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘ভিটা নাই রে’, ‘আমি সাম্পানে বাঁধিব ঘর’, ‘মানুষ বুড়ো হয় মন বুড়ো হয় না’, ‘মাতাল হাওয়া কেন বুকের মাঝে মিশে’, ’সেই কথা সেই স্মৃতি ছিলাম খেলার সাথি’ প্রভৃতি।
পারিবারিক জীবন
সম্পাদনাকুমার বিশ্বজিৎ নাঈমা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন; তাদের একমাত্র পুত্র নিবিড় কুমার।[৩]
চলচ্চিত্রের সুর
সম্পাদনা- সুতপার ঠিকানা (২০১৫)
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাকুমার বিশ্বজিৎ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নেপথ্য পুরুষ শিল্পী পুরস্কারে ভূষিত হয়েছেন।[৪] এছাড়াও তিনি বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার, জিয়া স্মৃতি পুরস্কার, যায় যায় দিন, চ্যানেল আই চলচ্চিত্র পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, বিনোদন বিচিত্রা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।[৫]।
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল |
---|---|---|---|---|
১৯৯৯ | ১ম মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা গায়ক | - | মনোনীত |
২০০৪ | ১ম বিনোদন বিচিত্রা পুরস্কার[৬] | সেরা নেপথ্য গায়ক | "প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড" (চলচ্চিত্র - দুই বধূ এক স্বামী) | বিজয়ী |
২০০৭ | ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা সঙ্গীতশিল্পী (সমালোচক) | অ্যালবাম - দৃষ্টি ভরা বৃষ্টি | বিজয়ী |
২০১১ | ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৭] | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | "একটা চাঁদ ছাড়া রাত" (চলচ্চিত্র - স্বামী স্ত্রীর ওয়াদা) | বিজয়ী |
২০১৩ | ৩৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৮] | শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী | চলচ্চিত্র: মা আমার চোখের মনি | বিজয়ী |
২০১৭ | ১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস[৯] | আধুনিক গান | "কখনো তো বলিনি" (অ্যালবাম - স্বপ্ন সমুদ্দুর) | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kumar Biswajit"। www.follo.com.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বিশেষ সাক্ষাৎকার: কুমার বিশ্বজিতের স্বপ্ন পূরণ"। বিবিসি বাংলা। ২০২২-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৭।
- ↑ "কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৫।
- ↑ "Nibir and Kumar Bishwajit"। MAINUL HOSEIN। The New Nation। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৬, ২০১৪।
- ↑ "Biography"। kumarbishwajit.com। ১৭ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Uro Binodon Bichitra Award 2003"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "জমকালো আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "সেরা ছবিসহ ছয়টি বিভাগে 'গেরিলা' পুরস্কৃত"। প্রথম আলো। ১৫ জানুয়ারি ২০১৩। ২০১৮-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড' পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে কুমার বিশ্বজিৎ