গীতিকার

যিনি গানের কথা লেখেন

গীতিকার (ইংরেজি: Lyricist) হলেন যিনি নির্দিষ্ট ভাবে গানের কথা লেখেন। গীতিকাররা গীতিকবি হিসেবেও পরিচিত। গানের ক্ষেত্রে গীতিকাররা মুখ্য ভূমিকা পালন করেন। কারণ তাদের রচিত গীত থেকে সুরকার ও সঙ্গীত পরিচালকরা সঙ্গীতশিল্পীদের দিয়ে গানে সুর বাঁধেন।[১]

"আমার সোনার বাংলা" গানটি তথা আমাদের জাতীয় সঙ্গীতের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর।

গীতিকার-সুরকারসম্পাদনা

একজন গীতিকার যখন গীত রচনা ও সুর করার কাজটি করেন তখন তাকে গীতিকার-সুরকার বলে। এক্ষেত্রে গীতিকার গান লিখে প্রয়জনীয় যন্ত্র, যেমন - বেহালা, তবলা, কীবোর্ড, গীটার ব্যবহার করে সুর তৈরি করেন।

গীতিকার-শিল্পীসম্পাদনা

একজন গীতিকার যখন গান লেখা এবং গান গাওয়ার কাজটি করেন তখন তাকে গীতিকার-শিল্পী বলা হয়। গীতিকার-শিল্পী অন্য কোন সুরকার বা সঙ্গীত পরিচালক কর্তৃক তার লিখিত গানে কণ্ঠ দিয়ে থাকেন।

সহযোগী গীতিকারসম্পাদনা

যখন একই গানের কথা দুই বা ততোধিক গীতিকার রচনা করেন তখন তাদেরকে সহযোগী গীতিকার বলে।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "গীতিকার"দৈনিক ইত্তেফাক। ৫ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৬ 

বহি:সংযোগসম্পাদনা

উইকিপ্রকল্প সঙ্গীত
গীতিকার এই নিবন্ধটি উইকিপ্রকল্প সঙ্গীতের অংশ, নিবন্ধটিকে আরো উন্নত করে তুলতে আমাদেরকে সাহায্য করুন। যদি আপনি অংশগ্রহণ করতে চান তবে প্রকল্প পাতায় যান।

সঙ্গীত উইকিপ্রকল্প - আজ ও আগামীর বাঙালি পাঠকের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত বিষয়ক তথ্যসূত্র গড়ে তোলার লক্ষ্যে

??? এই নিবন্ধটির গুরুত্ব এখনও মূল্যায়িত হয়নি।
??? এই নিবন্ধটির গুণমান এখনও মূল্যায়িত হয়নি।