বেহালা
এটি একধরনের বাদ্যযন্ত্র
বেহালা (ইংরেজি: Violin) একধরনের বাদ্যযন্ত্র যা ধনুক তন্তুর সম্মিলনে সুর সৃষ্টি করে। সাধারণত এগুলো চার পঙ্ক্তি এবং নিখুঁত টিউনের জন্য পাঁচ পঙ্ক্তির হয়ে থাকে। এটা ক্ষুদ্রতম, পঙ্ক্তি যন্ত্রের বেহালা পরিবার, যা বেহালাজাতীয় বীণাবিশেষ, বাদ্যযন্ত্রবিশেষ, এবং দ্বৈত খাদ অন্তর্ভুক্ত সর্বোচ্চ ত্ত তীক্ষ্ন স্বরবিশিষ্ট সদস্য। বেহালা সঙ্গীতের সহযোগী হিসাবে বা যন্ত্রসঙ্গীত পরিবেশনার জন্য ব্যবহৃত হতে পারে।
বেহালা | |
---|---|
![]() একটি আদর্শ আধুনিক বেহালা সামনে থেকে দেখানো এবং পার্শ্ব | |
তথ্যসমূহ | |
অন্য নাম | Fiddle, de: Violine or Geige, tr: Keman, fr: Violon, it: Violino |
হর্নবোস্টেল-শ্যাস শ্রেণিবিন্যাস | ৩২১.৩২২-৭১ (একটি যৌগিক কর্ডফোন দ্বারা মাপা (নম সঙ্গীত)) |
বিকশিত | প্রারম্ভিক ১৬শ শতাব্দী |
পাল্লা | |
সম্পর্কিত যন্ত্র | |
|
ইতিহাসসম্পাদনা
বেহালা উৎপত্তি সম্পর্কে বিভিন্ন অভিমত দেখা যায়। সংক্ষেপে কয়েকটি অভিমত উল্লেখ করা হল।
- ভারতীয় (হিন্দু) মতে, লঙ্কাপতি রাবণ কর্তৃক এক তার বিশিষ্ট "রাবণ স্ত্রম" নামে একটি বাদ্যযন্ত্র সৃষ্টি হয়। পরে একাদশ শতাব্দীর শেষদিকে পারস্য, আরব ও স্পেন হয়ে ইউরোপ গিয়ে বর্তমান প্রচলিত নাম "বেহালা" হয়েছে।
- পাশ্চাত্য পণ্ডিতদের মতে, ৪০০ বছর পূর্বে ইউরোপে ভাইল (Voil) নামে একপ্রকার বাদ্যযন্ত্র আবিষ্কার করা হয়। পরে এই যন্ত্রের আকারে বর্তমান "বেহালা" তৈরী করা হয়।
- অন্য এক মতে[তথ্যসূত্র প্রয়োজন] ১৫৬৩ খ্রিস্টাব্দে ভেনিস নগরের এক গ্রামীণ লোক, নাম লিনাবোলি টেনর ভায়োলিন নামক এক বাদ্যযন্ত্র প্রচলন করেন। তারপর ইতালির কোন এক নাম না জানা বিদ্বান এর আরো উন্নতি সাধন করে বেহালার রূপ দেন।
বিভিন্ন অংশের বর্ণনাসম্পাদনা
Sound post seen through f-hole
মাপসম্পাদনা
টিউনিংসম্পাদনা
নামসম্পাদনা
ইলেকট্রিক বেহালাসম্পাদনা
বেহালার প্রমাণীকরণসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
আরও পড়ুনসম্পাদনা
- Templeton, David, Fresh Prince: Joshua Bell on composition, hyperviolins, and the future, Strings magazine, October 2002, No. 105.
- Young, Diana. A Methodology for Investigation of Bowed String Performance Through Measurement of Violin Bowing Technique. PhD Thesis. M.I.T., 2007.
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে বেহালা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |