ভেনিস
ভেনিস (ইতালীয়: Venezia, ভেনিসীয়ান: Venesia) উত্তর-পূর্ব ইতালির ভেনেতো অঞ্চলের একটি প্রধান শহর, যার জনসংখ্যা ২৭১,০০৯[১] (আদমশুমারি ০৯ সেপ্টেম্বর ২০০৯) জন। এক মিলেনিয়ামের চেয়েও বেশি সময় ধরে এটি ভেনিস প্রজাতন্ত্রের রাজধানী ছিল এবং "প্রশান্ত" অথবা "শাষক" হিসাবে এটি পরিচিত ছিল[২]। ভেনিস সারা বছরই পর্যটকের ভিড়ে মুখরিত থাকে। প্রতিদিন প্রায় ৫০,০০০ পর্যটক ভেনিস এর সৌন্দর্য উপভোগ করতে আসে।[৩]
ভেনিস Venezia (ভেনেজিয়া) | |
---|---|
শহর | |
ভেনিস শহর | |
![]() ভেনিস শহরের দৃশ্য | |
![]() ভেনিস শহর | |
ভেনিস শহর | |
স্থানাঙ্ক: ৪৫°২৬′১৫″ উত্তর ১২°২০′৯″ পূর্ব / ৪৫.৪৩৭৫০° উত্তর ১২.৩৩৫৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
অঞ্চল | ভেনেতো |
প্রদেশ | ভেনিস (VE) |
সরকার | |
• মেয়র পার্টি | গণতন্ত্রী পার্টি |
• মেয়র | luigi brunaro |
আয়তন | |
• মোট | ৪১৪.৫৭ বর্গকিমি (১৬০.০৭ বর্গমাইল) |
• স্থলভাগ | ১৫৬.৮৪ বর্গকিমি (৬০.৫৬ বর্গমাইল) |
• জলভাগ | ২৫৭.৭৩ বর্গকিমি (৯৯.৫১ বর্গমাইল) |
উচ্চতা | ২ মিটার (৭ ফুট) |
জনসংখ্যা (২০০৯-০৯-০৯) | |
• মোট | ২,৭১,০০৯ |
• জনঘনত্ব | ৬৫৩.৭১/বর্গকিমি (১,৬৯৩.১/বর্গমাইল) |
সময় অঞ্চল | মান সময় (ইউটিসি+১) |
পোষ্ট কোড | ৩০১০০, ৩০১২১-৩০১৭৬ |
এলাকা কোড | ০৪১ |
ওয়েবসাইট | ভেনিস শহরের সরকারি ওয়েবসাইট |
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
![]() | |
মানদণ্ড | সাংস্কৃতিক: i, ii, iii, iv, v, vi |
সূত্র | 394 |
তালিকাভুক্তকরণ | ১৯৮৭ (১১তম সভা) |
ইতিহাসসম্পাদনা
ভেনিস নগরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি। ইতিহাস থেকে জানা যায়- জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল। পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি। [৩]
যোগাযোগসম্পাদনা
ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙি নৌকা। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা। বাড়ির ঘাটেই বাঁধা থাকে নিজস্ব নৌকা অথবা স্পিড বোট। মাকড়শার জালের মত পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল। এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল। খালের দুই পাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু। সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হিসেবে খ্যাতি পেয়েছে রিয়ালটো ব্রিজ, যা গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত।[৩]
উল্লেখযোগ্য ব্যক্তিসম্পাদনা
- কার্লো গোলদোনি (২৫ ফেব্রুয়ারি ১৭০৭ – ৬ ফেব্রুয়ারি ১৭৯৩) ছিলেন ইতালীয় নাট্যকার এবং রিপাবলিক অব ভেনিসের একজন সদস্য। ইতালির জনপ্রিয় নাটকগুলোর মধ্য তার লেখা অন্যতম।
- মার্কো পোলো (১৫ই সেপ্টেম্বর, ১২৫৪-৮ই জানুয়ারি, ১৩২৪) একজন ভেনিসিয় পর্যটক এবং বণিক। পশ্চিমাদের মধ্যে সর্বপ্রথম সিল্ক রোড পাড়ি দিয়ে চীন দেশে এসে পৌঁছানো লোকজনের মধ্যে অন্যতম। তার বই “লিভ্রে দেস মারভেলেস দ্যু মন্ডে” (অর্থঃ বিস্বয়কর পৃথিবীর বর্ণনা) সমগ্র ইউরোপের কাছে এশিয়া এবং চায়নার সাথে পরিচয় করিয়ে দেয়।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ভেনিস শহরের পুরসভা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ এপ্রিল ২০০৯ তারিখে, আদমশুমারি ০৯ সেপ্টেম্বর ২০০৯।
- ↑ এই নামগুলো জেনোয়া প্রজাতন্ত্রের নাবিকরা "গর্ব" অথবা "সাগরের শাষক" হিসেবে বিরোধিতা করা হয়েছিল, ভেনিসের প্রধান প্রতিযোগী এবং বিপক্ষ দল।
- ↑ ক খ গ "ভেনিস | Venice the City of Romance"।