মিলা ইসলাম
তাসবিয়া বিনতে শহীদ মিলা (জন্ম:২৬ মার্চ, ১৯৮৮; মিলা ইসলাম নামে সবচেয়ে বেশি পরিচিত) একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী।[১][২] তিনি ফিউশন ও লোকধারার গান পরিবেশন করেন।
তাসবিয়া বিনতে শহীদ মিলা মিলা | |
---|---|
সান ফ্রান্সিসকোর বে এলাকায় এক প্রদর্শনীতে মিলা ইসলাম, মার্চ ২০১৪ | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | তাসবিয়া বিনতে শহীদ মিলা |
জন্ম | চট্টগ্রাম, বাংলাদেশ | ২৬ মার্চ ১৯৮৮
উদ্ভব | চট্টগ্রাম |
ধরন | ফিউশন, লোক |
পেশা | সঙ্গীতশিল্পী |
বাদ্যযন্ত্র | কণ্ঠ |
কার্যকাল | ২০০৬–বর্তমান |
লেবেল | জি-সিরিজ |
প্রাথমিক জীবনসম্পাদনা
মিলা তাঁর উচ্চ মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন চট্টগ্রাম গ্রামার স্কুল এন্ড কলেজ থেকে। মিলা স্থানীয় বিয়ে ও গায়ে হলুদে গান পরিবেশনার মাধ্যমে তাঁর সঙ্গীত জীবনের শুরু করেন। ওই সময় মিলা পরিবারের সাথে চট্টগ্রামে বসবাস করতেন, পরে তাঁর বাবা ঢাকায় চলে আসেন এবং মিলা তাঁর প্রথম অ্যালবামের কাজ শুরু করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবনসম্পাদনা
মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা বের হয় ২০০৬ সালে। এই অ্যালবামটি কয়েকজন সংগীত পরিচালক পরিচালনা করেন। ২০০৮ সালে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার-২ বের হয়। এই অ্যালবামটির সুরকার ও রচয়িতা সংগীত পরিচালক ফুয়াদ। ২০০৯ সালে ফুয়াদ ফিচারিং মিলা রি-ডিফাইন্ড বের হয় এবং এই অ্যালবামটিরও সুরকার ও রচয়িতা সংগীত পরিচালক ফুয়াদ।[তথ্যসূত্র প্রয়োজন]
সংগীতমালাসম্পাদনা
ফেলে আসা (২০০৬)সম্পাদনা
- নির্জন রাত
- ছেঁড়া পাল
- মেলা
- ফেলে আসা
- এই মন
- রাগ
- দরজা খুলে
- ভুল করে
- তুমি জানো না
চ্যাপ্টার ২ (অক্টোবর, ২০০৭)সম্পাদনা
- বাবুরাম সাপুড়ে
- মেঘের দল
- যাত্রাবালা
- শুকনো পাতার নূপুর
- শ্রাবণ
- চুপি চুপি
- অভিমান
রি-ডিফাইন্ড (২০০৯)সম্পাদনা
গানের তালিকা
- দোলা
- বৃষ্টি নাচে তালে তালে
- ডিস্কো বান্দর
- নীরবে
- নিশা লাগিল রে
- তুমি কি সাড়া দিবে?
- বিশ্বাস
- খোলা আকাশ
- বিশ্বাসঘাতক মীর জাফর
কনসার্টসম্পাদনা
২০০৮ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বর্তমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) একটি সরাসরি সঙ্গীতানুষ্ঠান “ফুয়াদ লাইভ” এ মিলা গান পরিবেশন করেন, এই অনুষ্ঠানের সকল গান সুরকার, গীতিকার হলেন ফুয়াদ আল মুক্তাদির।[৩]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "করোনা সচেতনতায় মিলার পালাগান"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০।
- ↑ "মিলার দাপুটে ফেরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০।
- ↑ Mainul Hassan (২০০৮-১১-২১)। "Fellow artistes perform songs of the mix-master"। The Daily Star। ২০১১-০৭-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৪।