বেলাল খান

বাংলাদেশী গায়ক

বেলাল খান একজন বাংলাদেশী সুরকার, গায়ক ও সংগীতায়োজক।[] তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান।[][] তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল গান তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিতে থাকেন।[]

বেলাল খান
জন্ম
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসুরকার, গায়ক ও সংগীতায়োজক
প্রতিষ্ঠানপ্রাচীর
পরিচিতির কারণগায়ক
আদি নিবাসটাঙ্গাইল
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার, (২০১৪)

প্রাথমিক ও শিক্ষাজীবন

সম্পাদনা

বেলাল খানের জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামে। তার পিতার নাম লুৎফর রহমান খান ও মাতার নাম বেদেনা রহমান। দুই ভাই এক বোনের মধ্যে বেলাল সবার বড়। ২০০১ সালে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন।[] তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন।[] বুলবুল ললিতকলা একাডেমী থেকে নজরুল সঙ্গীতের উপর চার বছর মেয়াদী কোর্স শেষ করেন।[]

সঙ্গীত জীবন

সম্পাদনা

বেলাল ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে সঙ্গীত শুরু করেন। শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেন। এসময় স্টেজ পারফরমেন্স করতেন।[] ২০০৯ সালে তিনি মনির খানবেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। শিল্পী কিরণের পাগল তোর জন্য রে গানটি ২০১১ সালে চলচ্চিত্রে ন্যান্সির সঙ্গে দ্বৈত সঙ্গীতে ব্যাপক পরিচিতি পান।[][] নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। গানটি মাসুদ পথিকের লেখা এবং মমতাজ বেগমের সুর করা।[]

২০১২ সালে বেলাল খানের প্রথম একক আলাপন প্রকাশিত হয়।[] তিনি চলচ্চিত্রের প্রায় ২৫টি গানে সুর করেছেন। তার সুরে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, ন্যান্সি, রূপরেখা ব্যানার্জি, ইমরান, লিজা, পড়শীসহ অনেকে। তার সুরে প্রকাশিত হয়েছে জাগো বাংলাদেশ শিরোনামের একটি গান। এছাড়া তিনি অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডে-তে মোহাম্মদ রেজা হেদায়েতির সাথে ফারসি ভাষায় ‘চে কোনাম’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন।[]

অ্যালবাম

সম্পাদনা

একক অ্যালবাম

সম্পাদনা
  1. আলাপন - ২০১২ [][]
  2. আর একটিবার []
  3. যাবো বাড়ি [১০][১১]
  4. অচিনপুর []
  5. সাঁই []

মিশ্র অ্যালবাম

সম্পাদনা
  1. আড়াল ভালবাসা[]
  2. একলা প্রহর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Zahid Akbar (মার্চ ৫, ২০১৬)। "A Chat With Belal Khan"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৬ 
  2. "অনন্তর ছবিতে ফারসি ভাষায় গাইলেন বেলাল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  3. "29 artistes get Nat'l Film Award 2014"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২৫, ২০১৬। সংগ্রহের তারিখ মার্চ ১, ২০১৬ 
  4. "গান এবং বেলাল খান | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  5. "বেলালের গানের জীবন..."banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  6. "বেলাল খান -Deshebideshe"www.deshebideshe.com। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  7. "বেলাল খানের 'অচিনপুর'"Risingbd.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  8. "বেলাল খানের 'আর একটিবার'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  9. "এবার বেলাল খানের একক অ্যালবাম"www.prothom-alo.com। ২০১২-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  10. "বেলাল খানের তৃতীয় একক"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬ 
  11. "টাঙ্গাইলের সন্তান বেলাল খানের তৃতীয় একক 'যাবো বাড়ি' | সত্য অন্বেষণে অর্নিবাণ"www.tangailtimes24.com। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৬