সরকারি তিতুমীর কলেজ

ঢাকার মহাখালীতে অবস্থিত সরকারি কলেজ

সরকারি তিতুমীর কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।[] সে সময় কলেজটি জিন্নাহ কলেজ নামে পরিচিত ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কলেজটির নাম পরিবর্তন করে তিতুমীর কলেজ রাখা হয়। কলেজটি ঢাকা শহরের বনানী থানার অন্তর্ভুক্ত মহাখালী এলাকায় অবস্থিত। যার আয়তন ১১ একর।

সরকারি তিতুমীর কলেজ
প্রাক্তন নামসমূহ
জিন্নাহ কলেজ
নীতিবাক্যজ্ঞানই শক্তি
ধরনসরকারি
স্থাপিত১৯৬৮
ইআইআইএন১০৮০৩৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
অধ্যক্ষড. ছদরুদ্দীন আহমদ
ডিন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২২৫+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২৫০+
শিক্ষার্থী৩৫০০০+
স্নাতকবিএ, বিবিএ, বিএসএস, বিএসসি
স্নাতকোত্তরএমএ, এমবিএ, এমএসএস, এমএসসি
অবস্থান
বীর উত্তম এ.কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা- ১২১৩

২৩°৪৬′৫৪″ উত্তর ৯০°২৪′১৩″ পূর্ব / ২৩.৭৮১৫৯৬° উত্তর ৯০.৪০৩৬৮৬° পূর্ব / 23.781596; 90.403686
শিক্ষাঙ্গননগর, ৪.৫ hectare (১১ একর)
সংক্ষিপ্ত নামজিটিসি
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, টেবিল টেনিস
ওয়েবসাইটwww.titumircollege.gov.bd
মানচিত্র

বর্তমানে এই কলেজে তিনটি অনুষদে (কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ) মোট ২২ টি বিভাগে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।[]

ইতিহাস

সম্পাদনা
 
সরকারি তিতুমীর কলেজের পুরাতন মনোগ্রাম

'জিন্নাহ কলেজ' নামে ১৯৬৮ সালে সরকারি তিতুমীর কলেজ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল।[] তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান সাবেক জগন্নাথ কলেজের (বর্তমান- জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্র আন্দোলন নির্মূল করার জন্য মহাখালীতে অবস্থিত ডিআইটি খাদ্যগুদাম হিসেবে পরিচিত ভবনে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখা স্থানান্তর করেন এবং এর নামকরণ করা হয় জিন্নাহ কলেজ।[] ১৯৬৮ সালে প্রতিষ্ঠার সময় কলেজটি ডিগ্রি কলেজ হিসাবে শুরু করলেও ১৯৭০ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতেও ক্লাস নেওয়া শুরু হয়।[] অবশ্য পরে সেটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান রেডিও-টেলিভিশনে এক ভাষণে জাতীয় পরিষদ স্থগিত ঘোষণা করার সঙ্গে সঙ্গে জিন্নাহ কলেজ শাখার ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি (ভিপি) সিরাজউদ্দৌলার নেতৃত্বে টিপু মুনশি ও শাহাবুদ্দিনসহ তৎকালীন কতিপয় ছাত্রনেতা প্রতিক্রিয়া হিসেবে জিন্নাহ্ কলেজের সাইনবোর্ড ভেঙে ফেলেন। তখন আনিসুজ্জামান খোকন (জিন্নাহ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক) জিন্নাহ কলেজের নাম 'তিতুমীর কলেজ' প্রস্তাব করেন। ২ মার্চ ছাত্রলীগের কর্মীরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জড়ো হলে সেখানে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রবের মধ্যস্থতায় জিন্নাহ্ কলেজের নাম 'তিতুমীর কলেজ' হিসেবে চূড়ান্ত হয়। ঐ রাতেই 'তিতুমীর কলেজ' নামকরণের সাইনবোর্ড লেখা হয় এবং দেয়ালে টাঙিয়ে দেয়া হয়। এলাকার কিছু যুবক "তিতুমীর"নামকরণের ব্যাপারে সার্বিক সহযোগিতা করেন।

২০১৭ সালে এই কলেজ কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে এই অধিভুক্ত বাতিল করা হয়।[][]

বিভাগ ও অনুষদসমূহ

সম্পাদনা

সরকারি তিতুমীর কলেজে শুরুর দিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত চালু থাকলেও পরবর্তীতে উচ্চ শিক্ষার কথা বিবেচনা করে এবং চাহিদা অনুসারে এখন শুধু স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিসমূহ চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ এই কলেজে চালু ছিল। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার সময়ও আগের বিভাগগুলোর সকল কার্যক্রম চালু ছিল। বর্তমানে এখানে যেসকল বিভাগ চালু রয়েছে:

বিজ্ঞান অনুষদ
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • গণিত
  • প্রাণিবিজ্ঞান[]
  • উদ্ভিদবিজ্ঞান
  • মনোবিজ্ঞান
  • পরিসংখ্যান
  • ভূগোল ও পরিবেশ
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
বাণিজ্য অনুষদ
  • হিসাব বিজ্ঞান
  • ব্যবস্থাপনা
  • মার্কেটিং
  • ফিন্যান্স ও ব্যাংকিং
কলা ও সমাজবিজ্ঞান অনুষদ
  • বাংলা
  • ইংরেজি
  • ইতিহাস
  • দর্শন
  • সমাজবিজ্ঞান
  • ইসলাম শিক্ষা
  • সমাজকর্ম
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • অর্থনীতি
  • রাষ্ট্রবিজ্ঞান

গ্রন্থাগার

সম্পাদনা

প্রতিটি বিভাগের রয়েছে নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার। কলেজটিতে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে। যেখানে ২০,০০০ এর অধিক বই সংগ্রহে রয়েছে।

আবাসিক হল

সম্পাদনা

কলেজটির ছাত্র-ছাত্রীর জন্য ৫টি আবাসিক হল রয়েছে; এগুলো হলো:

  • আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাস।
  • সুফিয়া কামাল ছাত্রী নিবাস।
  • সিরাজ ছাত্রী নিবাস।
  • শহীদ মামুন ছাত্রাবাস
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

পরিবহন ব্যবস্থা

সম্পাদনা

ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে ৯টি বাস।

  • বিআরটিসি লাল বাস
  • সম্পর্ক
  • অগ্নিবীণা
  • সোনার তরী
  • সাদা বাস
  • চলন্তিকা
  • সৌহার্দ্য
  • মতিউর রহমান
  • অনিন্দ্য

উল্লেখযোগ্য ছাত্র সংগঠন ও বিষয়বস্তু

সম্পাদনা
ছাত্র সংগঠন রাজনৈতিক
সহ-শিক্ষা এবং সাংস্কৃতিক সংগঠন
তিতুমীর কলেজে প্রায় ২২ টিরও অধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে৷ এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো :
  • বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) সরকারি তিতুমীর কলেজ ইউনিট
  • সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব
  • সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি
  • তিতুমীর নাট্যদল, সরকারি তিতুমীর কলেজ
  • তিতুমীর কলেজ সাইকোলজি সোসাইটি
  • সরকারি তিতুমীর কলেজ ফুটবল ক্লাব
  • সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব (জিটিসি ডিসি)
  • তিতুমীর আর্ট ক্লাব
  • শুদ্ধস্বর কবিতা মঞ্চ
  • সরকারি তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব
  • তিতুমীর ক্রিকেট ক্লাব
  • তিতুমীর ব্যাডমিন্টন ক্লাব
  • তিতুমীর ট্রাভেল এন্ড ট্যুরিজম ক্লাব
  • সরকারি তিতুমীর কলেজ ক্যারিয়ার ক্লাব
  • আদিবাসী ছাত্র সংগঠন, সরকারি তিতুমীর কলেজ
  • তিতুমীর ইসলামিক কালচারাল ক্লাব

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র

সম্পাদনা

সমালোচনা

সম্পাদনা

১৮ নভেম্বর ২০২৪ তারিখে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে মহাখালী রেল লাইন এবং আশেপাশের সড়ক অবরোধ করে।[][১০] বিক্ষোভের ফলে ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। বিক্ষোভ চলাকালে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।[১১] অবরোধ চলাকালে শিক্ষার্থীরা আন্তঃনগর ট্রেন উপকুল এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেসে ইট-পাথর ছুড়ে যার কারণে জানালার কাঁচ ভেঙে বেশ কয়েকজন যাত্রী আহত হন।[১২] হামলায় কয়েকজন শিশুও আহত হয়েছিল।[১৩][১৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Government Titumir College. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ ডিসেম্বর ২০১৩ তারিখে Explore Dhaka. Retrieved 8 August 2012.
  2. "৫৬ বছরে পা রাখল সরকারি তিতুমীর কলেজ"ঢাকা পোস্ট। ৭ মে ২০২৩। 
  3. "প্রতিষ্ঠার ৫৬ বছরে সরকারি তিতুমীর কলেজ"thedailycampus.com। ৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫ 
  4. "সরকারি তিতুমীর কলেজে ছাত্র সংসদ নেই দুই দশক"দৈনিক সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০২ 
  5. "WELCOME TO GOVERNMENT TITUMIR COLLEGE – Govt. Titumir College, Dhaka"titumircollege.gov.bd (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫ 
  6. "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ"দৈনিক প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০২৫। 
  7. "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না ৭ কলেজ"দৈনিক সমকাল। ২৭ জানুয়ারি ২০২৫। 
  8. প্রাণিবিদ্যা বিভাগ
  9. "ফের সড়ক অবরোধ করে আন্দোলনে তিতুমীরের শিক্ষার্থীরা"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫ 
  10. "৫ ঘণ্টা পর মহাখালীর সড়ক ও রেলপথ ছাড়লেন শিক্ষার্থীরা"বাংলা ট্রিবিউন। ১৮ নভেম্বর ২০২৪। 
  11. "মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ, আটকে আছে ২ ট্রেন"ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫ 
  12. "তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে ট্রেনে পাথর নিক্ষেপ নিয়ে সমালোচনা"BBC News বাংলা। ১৯ নভেম্বর ২০২৪। 
  13. "তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনে ঢিল, আহত শিশু-নারী"দেশ রূপান্তর। ১৮ নভেম্বর ২০২৪। 
  14. "চলন্ত ট্রেনে হামলার ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মেধা নিয়ে প্রশ্ন, চলছে ট্রলের বন্যা"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা