ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ
(ডাকসু থেকে পুনর্নির্দেশিত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (সংক্ষেপে: ডাকসু হিসেবে পরিচিত)[ক] হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। এটি ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ' নামে প্রতিষ্ঠিত হয়।[১][২] পরবর্তীতে ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্বনাম পরিবর্তন করে বর্তমান নাম 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ' গ্রহণ করা হয়। ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়।[৩][৪] বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার হল এই ছাত্র সংসদ। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বাংলাদেশের সামগ্রিক ইতিহাসে গৌরবময় ভূমিকা রাখে এই ছাত্র সংসদ।[৫] ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে ৬২'র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে রক্তক্ষয়ী জাতীয় মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিপরীতে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহায্য করেছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ।[৫][৬]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যালয়, ২০১৫
সংক্ষেপেডাকসু
গঠিত
  • ১৯২৩-২৪ শিক্ষাবর্ষ (ডুসু হিসেবে)
  • ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষ (ডাকসু হিসেবে)
সদরদপ্তরডাকসু ভবন
অবস্থান
সদস্যপদ
৩৮৪৯৩ (সর্বশেষ, জানুয়ারি ২০১৯ এর হিসেব মতে)
দাপ্তরিক ভাষা
বাংলা
সহ-সভাপতি
নুরুল হক নুর
সাধারণ সম্পাদক
গোলাম রাব্বানী
ওয়েবসাইটডাকসু (দাপ্তরিক ওয়েবসাইট)

প্রতিষ্ঠা ও ইতিহাস সম্পাদনা

প্রতিষ্ঠা থেকে ১৯৯০

১৯২২ সালের ১লা ডিসেম্বর কার্জন হলে অনুষ্ঠিত শিক্ষকদের একটি সভায় ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ' নামে একটি ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয়।[১] ১৯২৩ সালের ১৯শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী পরিষদ পূর্বোল্লিখিত শিক্ষক সভার সিদ্ধান্তকে অনুমোদন দেয়।[১] ১৯২৫ সালের ৩০ অক্টোবর সংসদের সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ অনুমোদন করলে তা কার্যকর হয়। প্রথমবার ১৯২৪-২৫ সালে সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত, পরের বছর অবনীভূষণ রুদ্র। ১৯২৯-৩০ সালে সম্পাদক নির্বাচিত হন আতাউর রহমান খান।[৭]

পরবর্তীতে ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে পূর্বনাম পরিবর্তন করে বর্তমান নাম 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ' গ্রহণ করা হয়।[৭] বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ডাকসুর সহসভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুবুর জামান।[৮] সর্বশেষ ১৯৯০-৯১ সেশনের জন্য সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে নির্বাচিত হন ছাত্রদলের আমানউল্লাহ আমানখায়রুল কবির খোকন[৯] ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ১৯৯০ পর্যন্ত ৩৬ বার নির্বাচন হয়েছে।

১৯৯০ থেকে বর্তমান

ডাকসুতে ক্ষমতাসীন দল বিরোধী ছাত্রসংগঠন জয়ী হতে পারে—এই আশঙ্কা থেকে ৯০ পরবর্তী সরকারগুলো এ নির্বাচন অনুষ্ঠানে অনীহ ছিল।[১০] উপাচার্য একে আজাদ চৌধুরী ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও নানা মহলের চাপ ও বাধায় শেষ পর্যন্ত নির্বাচন আর হয়নি।[৬] নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ও সুযোগ না থাকায় ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলোর বড় নেতাদেরও অনাগ্রহ ছিল।[১০] ক্যাম্পাসে নিয়ন্ত্রিত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে নির্বাচন অনুষ্ঠানের অর্থবহ কোনো উদ্যোগ নেয়নি সরকার–ঘনিষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রশাসনও। ফলে বিশ্ববিদ্যালয় ও হলগুলোয় ক্রমে ক্রমে প্রতিষ্ঠিত হয়েছে সরকারি দলের ছাত্রসংগঠনের একক আধিপত্য।[১০] ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, 'ছাত্র সংসদ না থাকায় মাস্তানতন্ত্র প্রতিষ্ঠা পেয়ে যায়।[১১]

গঠনতন্ত্র সম্পাদনা

উপাচার্যকে সভাপতি এবং ১৬ জন ছাত্র প্রতিনিধি থেকে ১০ জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা হয়, কোষাধাক্ষের দায়িত্ব পালন করেন একজন শিক্ষক। ২০১৯ সালে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে ডাকসুর সভাপতি উপাচার্যসহ এর নির্বাহী কমিটি হবে ২৫ সদস্যবিশিষ্ট।[১২] ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ডাকসুর কথা বলা হয়েছে৷[১৩] আর ডাকসুর গঠনতন্ত্রে বলা হয়েছে, প্রতি বছর ডাকসু নির্বাচন হবে৷[১৩] কীভাবে হবে, কাদেরকে নিয়ে হবে, সেগুলো বিস্তারিত বলা আছে গঠনতন্ত্রে৷ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র সংসদ আছে৷ সেখানেও সরাসরি ভোটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে৷[১৩]

জাতীয় রাজনীতিতে ভূমিকা সম্পাদনা

৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে রক্তক্ষয়ী জাতীয় মুক্তি সংগ্রাম এবং পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহায্য করেছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ।[৫][৬][১৪] ডাকসুর নেতৃবৃন্দের সাহসী ও বলিষ্ঠ উদ্যোগে ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।[১৫]

ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ২০১৯ সম্পাদনা

প্রেক্ষাপট সম্পাদনা

২০১২ সালের ১১ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ডাকসু নির্বাচনের দাবিতে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।[১৬] ২০১৭ সালের ৪ঠা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ডাকসু নির্বাচন অত্যাবশ্যক, 'তা না হলে ভবিষ্যৎ নেতৃত্বশূন্য হয়ে যাবে।’[১৭] ২০১৭ সালে ২৫শে নভেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত ডাকসু নির্বাচনের দাবিতে অনশন করেন সমাজকল্যাণ অনুষদের সান্ধ্যকালীন মাস্টার্সের ছাত্র ওয়ালিদ আশরাফ।[১৮] ২০১২ সালের ১১ই মার্চ দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৭ই জানুয়ারি বাংলাদেশের উচ্চ আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকসু নির্বাচনের নির্দেশ দেয়।[১৯] উচ্চ আদালতের আদেশের সাত মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো আয়োজন দৃশ্যমান না হওয়ায় ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।[২০] জবাব না পেয়ে ১২ সেপ্টেম্বর উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন তিনি।[২০] উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে ২০১৮'র ১৬ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ঘোষণা দেয় যে ২০১৯ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ডাকসুর নির্বাচন।[২১]

নির্বাচনকেন্দ্রিক প্রশাসনিক কর্মকাণ্ড সম্পাদনা

২০১৯ সালের ২৩শে জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তারিখ ১১ই মার্চ ২০১৯ নির্ধারণ করেন।[২২][২৩][২৪][২৫] ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক এস এম মাহফুজুর রহমানকে প্রধান নির্বাচন তত্ত্বাবধায়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।[১২][২৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান ১৭ জানুয়ারি ২০১৯ তারিখে ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।[১২][২৬] প্রধান নির্বাচন তত্ত্বাবধায়ন কর্মকর্তাকে সহায়তা করার জন্য আরো পাঁচ জন নির্বাচন তত্ত্বাবধায়ন কর্মকর্তা নিয়োগ করা হয়।[১২][২৭] ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরীন আহমাদকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট ‘আচরণবিধি প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে।[১২][২৮] ১১ই ফেব্রুয়ারি প্রধান তত্ত্বাবধায়ন কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।[২৯] ১৯ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকসুর ২৫টি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হয়।[৩০]

ফলাফল সম্পাদনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়েছে। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেলের নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।[৩১] এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত প্রার্থী সাদ্দাম হোসেন ডাকসুর ইতিহাসের সর্বোচ্চ ভোট (১৫,৩০১) পেয়ে নির্বাচিত হন। এছাড়াও একমাত্র ভিপি এবং সমাজসেবা বিষয়ক সম্পাদকের পদ ছাড়া মোট ২৫ টি পদের মধ্যে ২৩ টি পদেই বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত প্রার্থীগণ বিজয়ী হন।

২০১৯-এ নির্বাচিত ডাকসুর কার্যনির্বাহী সংসদ সম্পাদনা

২০১৯ সালের ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট এবং স্বতন্ত্র জোট ২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এক্ষেত্রে দল মত নির্বিশেষে ডাকসু কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ সংক্রান্ত ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী সবচেয়ে যোগ্য তাদেরকেই মনোনয়ন দেয়া হয়। নির্বাচনে মোট ২৫ টি পদের মধ্যে ২৩টি পদেই নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। অন্যদিকে ভিপি এবং সমাজসেবা বিষয়ক সম্পাদকের পদে জয়ী হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মনোনীত প্রার্থীরা।

ডাকসুর কার্যনির্বাহী সংসদ-২০১৯[৩২]
ক্রমিক নির্বাচিত প্রার্থী পদ ছাত্র সংগঠন
নুরুল হক নুর সহ-সভাপতি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
সাদ্দাম হোসেন সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
সাদ বিন কাদের চৌধুরী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
আরিফ ইবনে আলী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
লিপি আক্তার কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
শাহরিমা তানজিনা অর্নি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
মাজহারুল কবির শয়ন সাহিত্য সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
আসিফ তালুকদার সংস্কৃতি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
১০ শাকিল আহমেদ তানভীর ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
১১ শামস ই নোমান ছাত্র পরিবহন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ
১২ আখতার হোসেন সমাজসেবা সম্পাদক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
১৩ যোশীয় সাংমা চিবল সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
১৪ রকিবুল ইসলাম ঐতিহ্য সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
১৫ তানভীর হাসান সৈকত সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
১৬ তিলোত্তমা শিকদার সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
১৭ নিপু ইসলাম তন্বী সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
১৮ রাইসা নাসের সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
১৯ সাবরিনা ইতি সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
২০ রাকিবুল হাসান রাকিব সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
২১ নজরুল ইসলাম সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
২২ ফরিদা পারভীন সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
২৩ মাহমুদুল হাসান সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
২৪ সাইফুল ইসলাম রাসেল সদস্য বাংলাদেশ ছাত্রলীগ
২৫ রফিকুল ইসলাম সবুজ সদস্য বাংলাদেশ ছাত্রলীগ

কার্যনির্বাহী সংসদ (২০১৯) এর কর্মকাণ্ড সম্পাদনা

২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর দীর্ঘ ২৮ বছর পর কর্মচঞ্চলতা ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সম্পাদকগণ নিজ নিজ পদ সংশ্লিষ্ট বিষয়গুলোতে নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা তথা সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ শুরু করেন। এই সংসদের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে-

  • ১৮টি হলে মুক্তিযুদ্ধের আর্কাইভ তৈরি, হলগুলোতে 'বঙ্গবন্ধু কর্নার'[৩৩] স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একশ’ অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি ইত্যাদি।
  • সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে একাধিক ওয়ার্কশপ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার, আউটসোর্সিং এ আগ্রহী শিক্ষার্থীদের জন্য একাধিক টেকনোলজি কনফারেন্স, প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে ডাকসু টেকক্রাঞ্চ, সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড[৩৪], টিএসসিতে উচ্চ গতির ইন্টারনেট সেবা[৩৫], বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশন প্রোগ্রামের আওতায় অনলাইনের মাধ্যমে মার্কশীট ও সার্টিফিকেট[৩৬] উত্তোলনের আবেদন এবং ফি প্রদানের সুযোগ, শিক্ষার্থীদের জন্য স্কিল ভিত্তিক বিভিন্ন ওয়ার্কশপ ইত্যাদির আয়োজন করেছেন।
  • ৭টি প্রকাশনা বঙ্গবন্ধু বইমেলা[৩৭] এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা[৩৮] নামের দুটি মেলার আয়োজন, দিবস ভিত্তিক কর্মসূচি পালন, সিরিজ বক্তৃতার আয়োজন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা প্রকাশের জন্য একটি ওয়েবসাইট তৈরির কাজ শুরু করেছিলেন।
  • মুজিববর্ষ উপলক্ষ্যে ডাকসু মুজিববর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব[৩৩] সহ বিভিন্ন দিবস উপলক্ষ্যেও তিনি ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করেছেন। প্রতিযোগীতায় তিনি ক্রিকেট ফুটবলের মতো বহু প্রচলিত খেলার পাশাপাশি হাডুডুর মতো দেশীয় খেলাও অন্তর্ভুক্ত করেন।
  • ডিইউ থিংকস নামক একটি প্রোগ্রাম চালু করেন যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা থিসিস প্রেজেন্ট করেন।
  • বিশ্ববিদ্যালয়ে মোবাইল এপ ভিত্তিক সাইকেল সেবা 'জোবাইক' চালু[৩৯]
  • ডাকসুর ক্যাফেরিয়ার খাবারের মান উন্নয়ন, হলের খাবারের মূল্য নির্ধারণ, কার্জন হল এবং মোকাররম ভবনে ক্যান্টিন স্থাপনের উদ্যোগ গ্রহণ, কলাভবনে ছাত্রী কমনরুমের সংস্কার।
  • মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, ফার্স্ট এইড প্রোগ্রাম।
  • ছাত্রী হল ও একাডেমিক ভবন গুলোতে নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন[৪০], নারী শিক্ষার্থীদের জন্য বাই-সাইকেল ট্রেনিং আয়োজন ইত্যাদি।

কার্যনির্বাহী সংসদের মেয়াদ উত্তীর্ণ সম্পাদনা

ডাকসুর গঠনতন্ত্রের ৬ (গ) ধারায় অনুযায়ী "নির্বাচিত কার্যনির্বাহী পদাধিকারীরা ৩৬৫ দিনের জন্য কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী নির্বাচন না হলে তারা অতিরিক্ত ৯০ দিন দায়িত্বে থাকবেন। ওই ৯০ দিনের আগে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন কার্যনির্বাহী পদাধিকারীরা। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ডাকসুর আগের কমিটি স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে।" গঠনতন্ত্র অনুযায়ী অতিরিক্ত ৯০ দিনেও নির্বাচন অনুষ্ঠিত না হলে কমিটি স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যাবে। ২০১৯ সালের ২৩ মার্চ দায়িত্ব নেন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। সেই হিসাবে গত ২২ মার্চ, ২০২০ নির্ধারিত ৩৬৫ দিনের মেয়াদ পূর্ণ করেছে ডাকসুর বর্তমান কমিটি। পরবর্তীতে, অতিরিক্ত ৯০ দিন দায়িত্ব পালন শেষে ২২ জুন ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ। ফলে, ২৩ জুন ২০২০ থেকে এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে এই কমিটির সহ-সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার অভিপ্রায় ব্যক্ত করে। তাদের যুক্তি করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তারা পুরোপুরি দায়িত্ব পালন থেকে বঞ্চিত হয়েছেন। সর্বশেষ, গত ২২ জুন রাতে মেয়াদ শেষ হলেই পদ ছাড়ে দেবেন বলে জানান সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কিন্তু সহ-সভাপতি নুরুল হক নুর জানান, উপাচার্যের সিদ্ধান্তের পর পদ ছাড়বেন তিনি। তবে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে চান তারা দুজনই।[৪১] অন্যদিকে, এই কমিটির সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মনে করেন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও পদে বহাল থাকা অগণতান্ত্রিক, গঠনতন্ত্রবিরোধী ও অনৈতিক। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, ‘ডাকসুর গঠনতন্ত্র ও বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন অনুসরণ করেই সবকিছু করা হবে।[৪২] গত ২২ জুন ২০২০ সালে বর্তমান ছাত্র সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন বা এই সংসদের সদস্যদের দায়িত্ব পালন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোন সিদ্ধান্তের কথা জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে, মেয়াদ শেষ হলেও কোন সদস্যদের দায়িত্ব থেকে অব্বহতি বা পদত্যাগের খবর পাওয়া যায়নি।[৪৩]

ডাকসু নেতৃবৃন্দের তালিকা সম্পাদনা

ক্রমিক সাল সহসভাপতি ছাত্র সংগঠন সাধারণ সম্পাদক ছাত্র সংগঠন
মমতাজ উদ্দিন আহমেদ যোগেন্দ্রনাথ সেনগুপ্ত
১৯২৮-২৯ এ এম আজহারুল ইসলাম এস চক্রবর্তী
১৯২৯-৩২ রমণী কান্ত ভট্টাচার্য কাজী রহমত আলী ও আতাউর রহমান
১৯৪৭-৪৮ অরবিন্দ বোস গোলাম আযম
১৯৫৩-৫৪ এস. এ. বারী জুলমত আলী খান ও ফরিদ আহমেদ
১৯৫৪-৫৫ নিরোদ বিহারী নাগ আব্দুর রব চৌধুরী
একরামুল হক শাহ আলী হোসেন
বদরুল আলম মো. ফজলী হোসেন
আবুল হোসেন এটিএম মেহেদী
১০ ১৯৫৭-৫৮ আমিনুল ইসলাম তুলা আশরাফ উদ্দিন মকবুল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
১১ বেগম জাহানারা আখতার অমূল্য কুমার
১২ এস এম রফিকুল হক এনায়েতুর রহমান
১৩ ১৯৬২-৬৩ শ্যামা প্রসাদ ঘোষ কে এম ওবায়েদুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ
১৪ ১৯৬৩-৬৪ রাশেদ খান মেনন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মতিয়া চৌধুরী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
১৫ ১৯৬৪-৬৬ বোরহান উদ্দিন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আসাফুদ্দৌলা( আশরাফ উদ দৌলা পাহলোয়ান)
১৬ ফেরদৌস আহমেদ কোরেশী বাংলাদেশ ছাত্রলীগ শফি আহমেদ
১৭ মাহফুজা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মোরশেদ আলী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
১৮ তোফায়েল আহমেদ বাংলাদেশ ছাত্রলীগ নাজিম কামরান চৌধুরী
১৯ আ স ম আব্দুর রব বাংলাদেশ ছাত্রলীগ আব্দুল কুদ্দুস মাখন বাংলাদেশ ছাত্রলীগ
২০ ১৯৭২-৭৩ মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মাহবুবুর জামান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
২১ ১৯৭৯ মাহমুদুর রহমান মান্না জাসদ-ছাত্রলীগ আখতারুজ্জামান জাসদ-ছাত্রলীগ
২২ ১৯৮০ মাহমুদুর রহমান মান্না বাসদ-ছাত্রলীগ (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট) আখতারুজ্জামান বাসদ-ছাত্রলীগ (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট)
২৩ ১৯৮২ আখতারুজ্জামান বাসদ-ছাত্রলীগ (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট) জিয়াউদ্দিন আহমেদ বাবলু বাসদ-ছাত্রলীগ (সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট)
২৪ ১৯৮৯-৯০ সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বাংলাদেশ ছাত্রলীগ মুশতাক হোসেন[৫]
২৫ ১৯৯০-৯১ আমান উল্লাহ আমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খায়রুল কবির খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
২৬ ২০১৯-২০ নুরুল হক নুর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগ

ডাকসু সংগ্রহশালা সম্পাদনা

 
ডাকসু সংগ্রহশালার প্রদর্শনী কক্ষ ও দর্শনার্থী

ডাকসুর একটি সংগ্রহশালা রয়েছে। ডাকসুর সমস্ত স্মৃতিচিহ্ন এবং এ দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষিত রয়েছে ডাকসু সংগ্রহশালায়। ১৮৮৩ সাল থেকে এ দেশের মুদ্রা, দুর্লভ আলোকচিত্র, পুস্তক, কোলাজ পদ্ধতির পোস্টার, পত্রিকা কাটিং, ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি ইতিহাসের উপাদান সংরক্ষিত আছে এখানে। এটিকে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'মিনি জাদুঘর' হিসেবে অভিহিত করে। ১৯৯২ সালের ৭ জানুয়ারি ডাকসু ভবনের নিচতলায় একটি কক্ষে যাত্রা শুরু করে এটি। এখানে প্রবেশের আগে চোখে পড়ে ভবনের দেয়ালে অাঁকা ভাষা শহীদদের ম্যুরাল 'চেতনায় একুশ'। ভেতরে আছে বিভিন্ন সময়ের ছাত্র নেতা, রাজনীতিবিদ, শহীদ, শিক্ষাবিদ, দার্শনিকদের ছবি। সংগ্রহশালার এক কোনায় রয়েছে ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আমতলার আমগাছের ধ্বংসাবশেষ। কক্ষের ভেতরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। এখানে রয়েছে ৩৫ জন ভাষাসৈনিকের মুদ্রিত সাক্ষাৎকার, ভাষা আন্দোলনকেন্দ্রিক ২৯টি পোস্টার, ভাষাসৈনিকদের ১৫টি আলোকচিত্র, মুক্তিযুদ্ধের তথ্যসংবলিত ছবি, বিশ্ববিদ্যালয়ের যাত্রা থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের আলোকচিত্র, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্রচারপত্র, স্মারকলিপি ইত্যাদি।[৪৪]

টীকা সম্পাদনা

  1. ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ইংরেজি নাম 'ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন' (Dhaka University Central Students' Union)-এর সংক্ষিপ্তরূপ ডাকসু (DUCSU)।

তথ্যসূত্র সম্পাদনা

  1. মকসুদ, সৈয়দ আবুল (২০১৭)। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা (২য় সংস্করণ)। ঢাকা: প্রথমা। পৃষ্ঠা ৩৪৮–৩৪৯। আইএসবিএন 978 984 91763 0 5 
  2. "স্মৃতির কঙ্কাল ডাকসু"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  3. "সম্পাদকীয়: ডাকসুর তফসিল"প্রথম আলো। ২০১৯-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  4. "DUCSU election is desirable but subservient party politics must end"দ্য ডেইলি নেশন। ২০১৮-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  5. "'ডাকসু' ও 'ডাকসু সংগ্রহশালা': ইতিহাস আর প্রজন্মস্মৃতির ধারক"প্রিয়.কম। ২০১৯-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  6. "ডাকসু কি শুধুই অতীত?"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  7. "ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সংসদ হলো"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  8. "ডাকসু নির্বাচন সবাই চায়, তবুও হচ্ছে না"বিডিনিউজ২৪ডটকম। ২০১৮-০৬-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  9. "ডাকসু নির্বাচন: আঁতুড়ঘরে আলো আসুক"বাংলানিউজ২৪ডটকম। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  10. "কেন ডাকসু নির্বাচন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩১ 
  11. "'ছাত্র সংসদ না থাকায় মাস্তানতন্ত্র প্রতিষ্ঠা পেয়ে যায়'"ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  12. "ডাকসু নির্বাচনে বয়স ৩০, ভোটকেন্দ্র হলেই"প্রথম আলো। ২০১৯-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  13. "কেন ছাত্র সংসদ নির্বাচন হয় না"ডয়চে ভেলে। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  14. "The DUCSU conundrum"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৯ 
  15. "২ মার্চ 'পতাকা উত্তোলন' রাষ্ট্রের অহংকার"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  16. "ডাকসু নির্বাচন করতে হবে ৬ মাসের মধ্যে"bangla.bdnews24.com। ২০১৮-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  17. "ডাকসু ইলেকশন ইজ মাস্ট: রাষ্ট্রপতি"বাংলা ট্রিবিউন। ২০১৯-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  18. "উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ"প্রথম আলো। ২০১৯-০২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  19. "আশ্বাসেই ২৮ বছর পার ডাকসু নির্বাচন"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  20. "ডাকসু নির্বাচন: আপিলের আবেদন ঢাবি কর্তৃপক্ষের"bangla.bdnews24.com। ২০১৮-০৯-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  21. "১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন"বিবিসি। ২০১৯-০১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  22. "Make Ducsu centre of all campus activities"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৯ 
  23. "Dhaka University announces election to its Central Students Union after three decades"বিডিনিউজ২৪ডটকম। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৯ 
  24. "১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন"বিবিসি বাংলা। ২০১৯-০১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৯ 
  25. "আলাপন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন"ভয়েস অব আমেরিকা বাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২৯ 
  26. "ডাকসু নির্বাচন পরিচালনার লক্ষ্যে অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চীফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ"ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৯-০১-১৭। ২০১৯-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  27. "ডাকসু নির্বাচন পরিচালনায় চীফ রিটার্নিং অফিসারকে সহায়তার জন্য ৫জন রিটার্নিং অফিসার নিয়োগ"ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৯-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  28. "ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রো-উপাচার্য (শিক্ষা)-এর নেতৃত্বে ৭-সদস্য বিশিষ্ট আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন"ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৯-০১-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-৩০ 
  29. "১১ মার্চই ডাকসু নির্বাচন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২০ 
  30. "ডাকসু নির্বাচনে প্রার্থীদের কোনো মার্কা নেই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৩ 
  31. "ডাকসুতে ছাত্রলীগের শোভন পরাজিত, নুরুল ভিপি" (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১২। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৫ 
  32. "ডাকসু নির্বাচনে বিজয়ী যাঁরা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২২ 
  33. "ঢাবির হলগুলোতে 'বঙ্গবন্ধু কর্নার', উদ্বোধন ২৩ জানুয়ারি"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪ 
  34. "ডাকসু বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াড-২০২০ অনুষ্ঠিত | শিক্ষাঙ্গন"ittefaq। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪ 
  35. "ডাকসুর উদ্যোগে ঢাবিতে দ্রুত গতির ইন্টারনেট চালু"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪ 
  36. https://www.jagonews24.com/campus/news/543478
  37. রিপোর্টার, বিশ^বিধ্যালয়। "ডাকসু সাহিত্য মঞ্চের 'বঙ্গবন্ধু বইমেলা' আয়োজন"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪ 
  38. "ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা শুরু আজ"RisingBD Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪ 
  39. "ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হলো জোবাইক"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৪ 
  40. "ঢাবিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের উদ্বোধন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  41. "পদ ছাড়বেন রাব্বানী, উপাচার্যের অপেক্ষায় ভিপি নুর | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  42. "বহাল থাকতে চান নুরুল-রাব্বানী, 'অনৈতিক' বলছেন সাদ্দাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  43. "ডাকসুর মেয়াদ শেষ, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  44. ডাকসু সংগ্রহশালা, বাংলাদেশ প্রতিদিন, ২৭ ফেব্রুয়ারি ২০১৪