মোহাম্মদ ফজলী হোসেন

বাংলাদেশী শিক্ষাবিদ

মোহাম্মদ ফজলী হোসেন (অজানা - ১০ সেপ্টেম্বর ২০১৭) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির ১১তম উপাচার্য। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন।[১]

অধ্যাপক
মোহাম্মদ ফজলী হোসেন
অধ্যাপক মোহাম্মদ ফজলী হোসেন
১১তম উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
১৪ ফেব্রুয়ারি ২০০১ – ২ ফেব্রুয়ারি ২০০২
পূর্বসূরীআবদুল মান্নান
উত্তরসূরীএ জে এম নূরুদ্দীন চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মহোসেনপুর, চাটখিল, নোয়াখালী
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০১৭
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন সম্পাদনা

হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন ছাত্র। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

ফজলী হোসেন ১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে অধ্যাপনা পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, গণিত বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ভাষা সৈনিক মোহাম্মদ ফজলী হোসেন ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০০২ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]

সদস্যপদ সম্পাদনা

ফজলী হোসেন বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সেকশন-৩ এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ছিলেন।[৫]

মৃত্যু সম্পাদনা

তিনি ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চবির সাবেক উপাচার্য ফজলী হোসেনের ইন্তেকাল"সমকাল। ১২ সেপ্টেম্বর ২০১৭। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  2. "চবির সাবেক উপাচার্য ফজলী হোসেন আর নেই"জাগোনিউজ২৪.কম। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  3. "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফজলী হোসেনের ইন্তেকাল"প্রথম আলো। ১২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  4. "চবির সাবেক উপাচার্য অধ্যাপক ফজলী হোসেন মারা গেছেন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "চবি'র সাবেক ভিসি ফজলী হোসেন আর নেই"মানবজমিন। ১২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  6. "চবির সাবেক উপাচার্য প্রফেসর ফজলী হোসেনের ইন্তেকাল"পরিবর্তন। ১১ সেপ্টেম্বর ২০১৭। ১৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১