চাটখিল উপজেলা
চাটখিল বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার ক্ষুদ্রতম থানা হিসেবে ১৯৭৭ সালের ২ ফেব্রুয়ারি চাটখিল থানা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে এটিকে উপজেলায় রূপান্তর করা হয়।
চাটখিল | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে চাটখিল উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯০°৫৭′২৮″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯০.৯৫৭৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
নোয়াখালী -১ | ২৬৮ নং আসন |
সরকার | |
আয়তন | |
• মোট | ১৩৩.৮৯ বর্গকিমি (৫১.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৪) | |
• মোট | ২,৯০,৮৪৬ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৯.৫০ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৭০ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ৭৫ ১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাচাটখিল উপজেলার আয়তন ১৩৩.৮৯ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে ছোট উপজেলা।[১]চাটখিল উপজেলার উত্তরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা ও কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলা, পূর্বে সোনাইমুড়ি উপজেলা, পশ্চিমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও লক্ষ্মীপুর সদর উপজেলা।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাটখিল পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়
- চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোমপাড়া উচ্চ বিদ্যালয়
- সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়
- চাটখিল পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়
- পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়
- সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
- কামালপুর মো: হাশেম উচ্চ বিদ্যালয়
- বদলকোট উচ্চ বিদ্যালয়
- হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়
- কড়িহাটি উচ্চ বিদ্যালয়
- গোমাতলী শামসুল হুদা জুনিয়র উচ্চ বিদ্যালয়
কারিগরি বিদ্যালয়
সম্পাদনা- চাটখিল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা
- খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কারিগরি শাখা
কলেজ
সম্পাদনা- চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ (চাটখিল উপজেলার একমাত্র সরকারি কলেজ)
- চাটখিল মহিলা ডিগ্রি কলেজ
- আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ
- সোমপাড়া ডিগ্রি কলেজ
- হীরাপুর মডেল কলেজ
আলিয়া মাদরাসা
সম্পাদনা- চাটখিল কামিল মাদরাসা
- দক্ষিণ দেলিয়াই হাশেমিয়া দাখিল মাদরাসা
- মল্লিকার দিঘীরপাড় ফাযিল মাদরাসা
- খোয়াজের ভিটি ফাযিল মাদরাসা
- শ্রীরায় মহিলা আলিম মাদরাসা
- হীরাপুর আলিম মাদরাসা
- কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদরাসা
- সাধুরখিল এস আই দাখিল মাদরাসা
- ফতেপুর সিরাজুম মুনীর দাখিল মাদরাসা
- মোমিনপুর দাখিল মাদরাসা
কওমী মাদরাসা
সম্পাদনা- জামেয়া ওসমানিয়া,দশানী টবগা
- জামিয়া আশরাফিয়া গোমাতলী
- জামেয়া যিন্নুরাইন
- খিলপাড়া ইসলামিয়া কওমী মাদরাসা
- দারুল মাআরিফ কওমী মাদরাসা, নাহারখিল
- জামিউল উলুম মাদরাসা, দেলিয়াই
প্রশাসনিক এলাকা
সম্পাদনাচাটখিল উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম চাটখিল থানার আওতাধীন।
ইতিহাস
সম্পাদনাএ থানার নামের উৎপত্তি সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। জনশ্রুতি আছে, অতীতে এ এলাকা একটি বিল অর্থাৎ খিল ছিল (বিল শব্দটির অর্থ বিশাল খালি জায়গা, যা অব্যবহৃত খিল পড়ে আছে)। এ বিলের চাটপোকার অবস্থানের কারণে স্থানীয় অধিবাসীরা হুমকীর সম্মুখীন হয়েছিলেন। কালক্রমে এ বিল এলাকায় জনবসতি স্থাপন হয় এবং এলাকার নাম হয় চাটখিল।[২]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনামোট জনসংখ্যা ২৯০৮৪৬; পুরুষ ১৪১০২৯, মহিলা ১৪৯৮১৭।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- অধ্যাপক কবীর চৌধুরী (জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমীর চেয়ারম্যান)
- অধ্যাপক মুনীর চৌধুরী (শহীদ বুদ্ধিজীবী)
- ফেরদৌসী মজুমদার (অভিনেত্রী ও নাট্যনির্দেশক)
- সিরাজুল ইসলাম (১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চাটখিলের প্রধান কমান্ডার)
- শিরীন শারমিন চৌধুরী (জাতীয় সংসদের স্পীকার)
- বীর মুক্তিযোদ্ধা গাজী মাসীহুর রহমান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আহবায়ক সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও ডেপুটি কমান্ডার বৃহত্তর রামগঞ্জ মুক্তিবাহিনী।
- বীর মুক্তিযোদ্ধা শহীদ এজিএম রুহুল আমিন
- মোশাররফ হোসেন (বীর প্রতীক)
- আবদুল হাকিম (বীর বিক্রম)
- এডভোকেট মাহবুবুর রহমান (সাবেক মন্ত্রী)।
- আবুল কালাম আজাদ, লেখক, কবি এবং কলামিস্ট (বাংলাদেশ সরকারের সাবেক নৌ-সচিব)
- আবুল খায়ের (রসায়নবিদ)
দর্শনীয় স্থান
সম্পাদনা- জমিদার বাড়ী, রামনারায়ণপুর
- মেঘা দীঘি, বদলকোট
- ভাওর চৌধুরী বাড়ি, মুঘল আমলের দালান
- প্রাচীন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ, চাটখিল দক্ষিণ বাজার
অর্থনীতি
সম্পাদনাজনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ২৭.৩২%, অকৃষি শ্রমিক ২.০৬%, শিল্প ০.৬৩%। মোট আয়ের উল্লেখযোগ্য একটি অংশ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হতে আসে।
যোগাযোগ
সম্পাদনাযোগাযোগ বিশেষত্ব: পাকারাস্তা ৯৬.৫৪ কিমি, কাঁচারাস্তা ৭৩২.৩৯ কিমি। বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি। বর্তমানে প্রধান বাহন মিশুক রিকশা।
জনপ্রতিনিধি
সম্পাদনাসংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৩] | সংসদ সদস্য[৪][৫][৬][৭][৮] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৬৮ নোয়াখালী-১ | চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলা (বারগাঁও, অম্বরনগর ও নাটেশ্বর ইউনিয়ন ব্যতীত) | এইচ এম ইব্রাহিম | বাংলাদেশ আওয়ামী লীগ |
উপজেলা চেয়ারম্যান
- জাহাঙ্গীর কবির
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
- ↑ ক খ "এক নজরে চাটখিল উপজেলা"। চাটখিল উপজেলা। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |