বাংলাদেশ গণিত সমিতি

বাংলাদেশি পেশাদার সংগঠন

বাংলাদেশ গণিত সমিতি বাংলাদেশের গণিতবিদদের একটি পেশাদার সংগঠন।[১][২] বাংলাদেশে গণিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান, সম্প্রসারণ ও মানোন্নয়ন, গণিতবিদদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ, দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ রক্ষা, সমন্বয় সাধন ও আন্তঃক্রিয়া বৃদ্ধি করা; প্রবন্ধ, প্রতিবেদন, সাময়িকী, জার্নাল প্রভৃতি প্রকাশের মাধ্যমে গণিত শাস্ত্রের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া; জাতীয় ও পেশাজীবীদের বিভিন্ন গণিত বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৭২ সালে সমিতিটি প্রতিষ্ঠিত হয়।[৩]

বাংলাদেশ গণিত সমিতি
গঠিত১৯৭২; ৫২ বছর আগে (1972)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bdmathsociety.org

ইতিহাস সম্পাদনা

বাংলাদেশ গণিত সমিতি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সাল থেকে সমিতিটি বার্ষিক জাতীয় গণিত সম্মেলনের আয়োজন শুরু করে। এটি নিয়মিত জ্যানিট: জার্নাল অফ বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি নামে গবেষণাপত্র প্রকাশ করে। ১৯৮০-এর দশকে সমিতিটি স্বেচ্ছায় জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাথে বাংলাদেশে গণিতের পাঠ্যপুস্তক পুনরায় লেখার জন্য কাজ করে।[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. এস.এম আজিজুল হক ছিলেন সমিতিটির প্রথম সভাপতি।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "11th nat'l undergrad math olympiad concludes"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 
  2. "Three-day math conference at Dhaka University concludes"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 
  3. মাসুদ হাসান চৌধুরী (২০১২)। "বাংলাদেশ গণিত সমিতি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "About BMS"bdmathsociety.org। Bangladesh Mathematical Society। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা