মীর সাব্বির

বাংলাদেশী অভিনেতা ও পরিচালক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যশিল্পী মীর সাব্বির মাহমুদ হচ্ছেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও উপস্থাপক। বিনোদন জগতে তার পদচারণা শুরু হয় বরগুনা থিয়েটারে যোগদানের মাধ্যমে (১৯৮৮-৯৯)। []রাত জাগা ফুল’ ছবিতে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন।[]

মীর সাব্বির
জন্ম (1976-10-01) ১ অক্টোবর ১৯৭৬ (বয়স ৪৮)
বাগানবাড়ি, বরগুনা, বরিশাল
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামমীর সাব্বির মাহমুদ
নাগরিকত্ব বাংলাদেশ
শিক্ষাএকম (ম্যানেজমেন্ট)
মাতৃশিক্ষায়তন
পেশা
কর্মজীবন১৯৯৯ - বর্তমান
দাম্পত্য সঙ্গীফারজানা চুমকি
পিতা-মাতা
  • মীর মাহবুবুল আলম (পিতা)
  • আখতারা খানম (মাতা)
পরিবার
  • ফারশাদ (ছেলে)
  • সানদিদ (ছেলে)
পুরস্কার
  • মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৫),
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২১),
  • TRUB পুরস্কার (২০০৬, ২০০৭),
  • BCRA পুরস্কার (২০০৬, ২০০৮),
  • ইনডেক্স মিডিয়া পারফরম্যান্স পুরস্কার (২০০৮),
  • নন্দন কলা কেন্দ্র পুরস্কার (২০১০),
  • টেনাসিস পুরস্কার (২০১৩),
  • আরটিভি স্টার পুরস্কার (২০১৪),
  • DCRU পুরস্কার (২০১৪-১৫),
  • CJFB পুরস্কার (২০২১),
  • BABISAS পুরস্কার (২০২১),
  • achievement award - Los Angeles,USA (২০২২),
  • NRB পুরস্কার (২০২৩)

পরিচিতি

সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা মীর সাব্বির বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যশিল্পী হিসাবে তালিকাভুক্ত হন (১৯৯৬)। এরপর থেকে বিজ্ঞাপন, অসংখ্য টিভি নাটকে অভিনয় করে দর্শকদের সব সময় ভালো কাজ উপহার দেয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন।

মীর সাব্বির'র পৈতৃক নিবাস বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামে ১৯৭৬ সালের ১ই অক্টোবর জন্মগ্রহণ করেন। বাবা মীর মাহবুবুল আলম এবং মা আখতারা খানম

শিক্ষাজীবন

সম্পাদনা

বরগুনা জিলা স্কুল থেকে এস এস সি (১৯৯১), বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি (১৯৯৩), আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন (১৯৯৬),[] এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রি অর্জন করেন (১৯৯৮-৯৯)।

কর্মজীবন

সম্পাদনা

নিজের ইচ্ছেতেই মূলতঃ অভিনয় শুরু করেন। পুত্র নামে একটি নাটক দিয়ে তার টেলিভিশন অভিনয়ের কর্মজীবন শুরু করেছিলেন (১৯৯৯)।[]

তার টেলিভিশন নাটকের অভিষেক বরিশাল বনাম নোয়াখালী এবং মকবুল নাটক-ধারাবাহিক পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। "নোয়াশাল" মীর সাব্বির পরিচালিত টেলিভিশন নাটক একটি জনপ্রিয় সিরিয়াল। এছাড়া তার পরিচালনা ও অভিনয়ে অনেক নাটক রয়েছে। এছাড়া তিনি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, তার মাঝে উলেখ্যযোগ্য ভালবাসা এমনই হয়, কি যাদু করিলা।[] বেশ কিছু বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তিনি। তার মাঝে উলেখ্যযোগ্য

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মীর সাব্বির ফারজানা চুমকি কে বিয়ে করেন(২০০৩)। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। একজন ফারশাদ, অন্যজন সানদিদ।[]

অভিনয়

সম্পাদনা

মীর সাব্বির ১৯৯৯ সাল হতে এ পর্যন্ত একাধিক ছবি নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। []

  • অন্তরাল (২০১৫)
  • লাভ ইন বরিশাল (২০১৬)
  • তিন গ্যাদা (২০১৬)
  • পরিষ্কার কুদ্দুস (২০১৬)
  • স্বপ্নের শহর (২০১৬)
  • কেন তুমি এলে (২০১৭)
  • ভিমরতি বিড়ম্বনা (২০১৭)
  • ভেলা (২০১৭)
  • গল্পবাজ (২০১৭)
  • রসগোল্লা (২০১৭)
  • সেয়ানা জামাই (২০১৭)
  • ড্রেস কোড লুঙ্গি (২০১৭)
  • নিখোজ সংবাদ (২০১৭)
  • কাইল্লা চোরা (২০১৭)
  • স্বপ্নের মাশুল (২০১৭)
  • ডালিম কুমার (২০১৭)
  • হরেক রকম প্রেম (২০১৭)
  • রতনে রতন চিনে (২০১৭)
  • মোবারকের লাভ স্টোরি (২০১৭)
  • সরল সামাধান (২০১৭)
  • কুস্তি (২০১৭)
  • পেচুক মানুষ (২০১৭)
  • বন্ধুর চেয়ে বেশি (২০১৭)
  • সার্থ সুখের মুল (২০১৭)
  • জোড়া শালিক (২০১৭)
  • ভি আই পি ড্রাইভার (২০১৭)
  • নান্টু ঘটক (২০১৭)
  • অভিনেতার বৌ (২০১৭)
  • কোরবান আলীর কোরবানি (২০১৭) []
  • বডি স্প্রে (২০১৭) [১০]
  • কোরবান আলীর কোরবানি (২০১৭) [১১]
  • আবার কাইল্যা চোরা (২০১৭) [১২]
  • বাপ বেটা মডার্ণ (২০১৮) [১৩]
  • গাড়ি পাগল (২০১৮)
  • আজ রাত সারারাত জেগে থাকবো (২০১৮)
  • টিয়ার খাঁচা (২০১৮)
  • কলা বাবা (২০১৮)
  • অনলাইন ডট কম (২০১৮)
  • কাজির বিয়ে (২০১৮)
  • আজ কিছু হতে চলেছে (২০১৮)
  • ডাবল এম এ (২০১৮)
  • মজনুর প্রেম (২০১৮)
  • অপয়া (২০১৮)
  • পরিবার ও একটি কোম্পানি (২০১৮)
  • কদম চোরা (২০১৮)
  • ফাকা ফায়ার (২০১৮)
  • বিশ্বাসে অবিশ্বাস (২০১৮)
  • তিনি বিরাট বড় অফিসার (২০১৮)
  • বউ যদি এমন হয় (২০১৮)
  • রুপালি ভাবনা (২০১৮)
  • ফটোকপি (২০১৮)
  • ঘাম বাবু (২০১৮)
  • রসিক সুজন (২০১৮)
  • বিশ্বাসে মিলায় বস্তু (২০১৮)
  • ডাকাতের ভাইপো (২০১৮)
  • মিথোজীবী (২০১৮)
  • আর্কষনীয় প্রেম (২০১৮)
  • জুনিয়র আর্টিস্ট (২০১৯)
  • বাপবেটা কাপল টিকিট (২০১৯)
  • চতুর জামাই (২০১৯)
  • বোম্বাই দুলাভাই (২০১৯)
  • খোদা বক্স দ্যা গ্রেট (২০১৯)
  • হোপলেস মতি (২০১৯)
  • সোনার ময়না পাখি (২০১৯)
  • এ্যাম্বুলেন্স ডাক্তার (২০১৯)
  • আর মাত্র কয়ডা দিন (২০১৯)
  • তিনি এবার বিয়ে করবেন (২০১৯)
  • ছবির দেশে কবিতার দেশে (২০১৯)
  • জোতিস জাপর (২০১৯)
  • চোঁরা কাটা (২০১৯)
  • পিতলা পিরিত (২০১৯)
  • শুভ বিবাহ (২০১৯)
  • আক্কেল আলীর স্মাট বউ (২০১৯)
  • চাদের বউ (২০১৯)
  • লোকাল ডিরেক্টর (২০১৯)
  • শিল্পী পরিবার জ্ঞানী পরিবার (২০১৯)
  • আলগা সিদ্দিক (২০১৯)
  • বোকার বাক্স (২০১৯)
  • ফুলের মতো পবিত্র (২০২০)
  • বাগান বাড়ির রহস্য (২০২০)
  • ঘার ত্যারা (২০২০)
  • বিষ পান করবো না (২০২০)
  • বিয়ের খাচা (২০২০)
  • মাইক (২০২০)
  • পেইন (২০২০)
  • ইন্টারন্যাশনাল টাউন (২০২০)
  • জামাই জদ্ব (২০২০)
  • ভাগের জামাই (২০২০)
  • চাকর (২০২০)
  • দাদো (২০২০)
  • মামা-ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে (২০২০)
  • এ আমার কি হলোরে (২০২১)
  • শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি (২০২১)
  • দূরত্বের গুরুত্ব (২০২১)
  • আলাল দুলাল (২০২১)
  • আধুনিক ছেলে (২০২১)
  • ধন্য জনের অন্য মন (২০২২)
  • বিদেশি ছেলে (২০২২)
  • কমিটমেন্ট (২০২২)
  • উল্টাপাল্টা (২০২২)
  • আলাদিন (২০২৩)
  • বাড়িঘর আপন পর (২০২৩)
  • অন্তরার বাবা (২০২৩)
  • সোনার মানুষ (২০২৩)
  • যাবোনা অমেরিকায় (২০২৪)
  • অতি কথা (২০২৪)
  • ভুয়া ভন্ড বাবা (২০২৪)
  • মিলন হবে কতদিনে (২০২৪)
  • মিস্টার পারফেকসনিস্ট[১৪]
  • ভুল কারো না ভুল ধারণা[১৫]
  • গরিবের সুখ মনে মনে[১৬]
  • পোশাকে বংশের পরিচয়[১৭]
  • ঠিকানা
  • একা
  • দেশ বিদেশ
  • দুপুর রৌদ্র ছায়া
  • বিয়ে
  • খুন
  • অসামাজিক
  • বাপবেটা দেওয়ানা
  • সরল মানুষ
  • চিটার জামাই
  • ভন্ড লাল
  • অস্থির বানর
  • ভদ্র পকেটমার
  • ট্যাবলেট
  • বদনা চোরের নাতি
  • বারো ভোল্টের বারেক
  • ইয়েস বস
  • ঘুম বাবু
  • ফেইসবুক বিদ্যালয়
  • হিরোগীরি
  • পায়েল
  • থ্রি স্টুডেন্ট
  • সবকিছু ভেঙ্গে পরে না
  • বাতাসের ঘ্রান
  • কত যে ভালোবেসেছি তোমায়
  • তুতুলের পুতুল
  • অধিকার
  • জোসনায় ভরা মন
  • পরান যায়রে
  • ব্যাক্কল মাল
  • একুশের সকার
  • রুবিরন

ধারাবাহিক নাটক

সম্পাদনা
  • নোয়াশাল [১৮]
  • জুনিয়র আর্টিস্ট [১৯]
  • কমেডি ৪২০
  • বন্ধু তুমি শত্র তুমি [২০]
  • বউ শ্বাশুড়ির বাড়বাড়ি [২১]
  • কোল্ড ওয়ার [২২]
  • ভাইস সিটি [২৩]
  • মতলব [২৪]
  • বরিশাল প্রাইবেট লিঃ
  • সালিস মানি তাল গাছ আমার
  • প্রেম নগর
  • জীবন সংসার
  • ক্যাট হাউজ
  • স্বপ্নের শহর লন্ডন
  • ছক্কা পাঞ্জা
  • বাকির নাম ফাকি
  • খালি কলসি বাজে বেশি
  • জামাই আদর
  • নায়ক
  • রসগোল্লা
  • স্বপ্ন চূড়া
  • ব্রেক ফেল
  • বউ তুমি কার
  • জামাই জোট

বিজ্ঞাপন

সম্পাদনা

গ্রামীণ ফোন সহ অনেক কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। [২৫]

পরিচালনা

সম্পাদনা

তার প্রথম পরিচালনা নাটক নোয়াশাল এর পর মালেক হতে সাবধান, মকবুল সহ প্রায় শতাধিক নাটক পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালিত ছবি হলো রাত জাগা ফুল[২৬]

পুরস্কার

সম্পাদনা
মেরিল-প্রথম আলো পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১২ মে ২০০৬ শ্রেষ্ঠ টিভি অভিনেতা অতঃপর নূরুল হুদা মনোনীত [২৭]
বিসিআরএ অ্যাওয়ার্ড
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৭ জনপ্রিয় টিভি অভিনেতা আট কুঠুরি এক দরজা বিজয়ী [২৮]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সিনেমা বানাবেন মীর সাব্বির"আরটিভি অনলাইন। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  2. "চলচ্চিত্র পুরস্কার কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে: মীর সাব্বির"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩১ 
  3. "Mir Sabbir busy"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  4. "সাব্বিরের প্রথম অভিনয়"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  5. "On the roll with Mir Sabbir"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  6. "ব্যক্তিগত জীবন"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  7. "অভিনয়"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  8. "ছবি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  9. "কোরবান আলির কোরবাণী" 
  10. "বাপ বেটার কাপল ট্যুর" 
  11. "বডি স্প্রে" 
  12. "কাইস্যা চোরা"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  13. "মর্ডান"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  14. "মিস্টার পারফেবসনিস্ট"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  15. "ভুল কারো না"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  16. "গরিবের সুখ মনে মনে"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  17. "পোশাকে বংশের পরিচয়"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  18. "নোয়শাল"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  19. "জুনিয়র" 
  20. "বন্ধু তুমি শুত্রু তুমি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  21. "বউ শাশ্বুড়ির বাড়াবাড়ি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  22. "কোল্ড ওয়ার"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  23. "ভাইস সিটি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  24. "মতলব"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  25. "বিজ্ঞাপন" 
  26. "রাত জাগা ফুল" 
  27. "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৬"দৈনিক প্রথম আলো। ৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮ 
  28. "BCRA awards bring together stars of film and television"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২