মীর সাব্বির

বাংলাদেশী অভিনেতা ও পরিচালক

মীর সাব্বির হচ্ছেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও উপস্থাপক।[]রাত জাগা ফুল’ ছবিতে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন।[]

মীর সাব্বির
জন্ম (1976-01-08) ৮ জানুয়ারি ১৯৭৬ (বয়স ৪৮)
শিক্ষাজগন্নাথ বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, পরিচলক, উপস্থাপক
কর্মজীবন১৯৯৯-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
নোয়াশাল
দাম্পত্য সঙ্গীফারজানা চুমকি
সন্তানদুই ছেলে
পুরস্কারশ্রেষ্ঠ টিভি অভিনেতা মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৫, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১

প্রাথমিক জীবন

সম্পাদনা

মীর সাব্বির বরিশালের বরগুনা জেলায় মীর মাহবুবুল আলম ও আখতার খানম ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বরগুনা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি থিয়েটারে যোগ দিয়েছিলেন।[] তার স্ত্রী ফারজানা চুমকি ও দুই ছেলে মীর ফারসাদ ও মীর সানদিদ।

কর্মজীবন

সম্পাদনা

সাব্বির ১৯৯৯ সালে পুত্র নামে একটি নাটক দিয়ে তার টেলিভিশন অভিনয়ের কর্মজীবন শুরু করেছিলেন।[]

সাব্বিরতার টেলিভিশন নাটকের অভিষেক বরিশাল বনাম নোয়াখালী এবং মকবুল নাটক-ধারাবাহিক পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। "নোয়াশাল" মীর সাব্বির পরিচালিত টেলিভিশন নাটক একটি জনপ্রিয় সিরিয়াল। এছাড়া তার পরিচালনা ও অভিনয়ে অনেক নাটক রয়েছে। এছাড়া তিনি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, তার মাঝে উলেখ্যযোগ্য ভালবাসা এমনই হয়, কি যাদু করিলা।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মীর সাব্বির ২০০৩ সালে ফারজানা চুমকি কে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। একজন ফারশাদ, অন্যজন সানদিদ।[]

অভিনয়

সম্পাদনা

মীর সাব্বির ১৯৯৯ সাল হতে বর্তমান কাল পর্যন্ত একাধিক ছবি নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করেন। []

  • কোরবান আলীর কোরবানি []
  • বাপবেটার কাপল ট্যুর [১০]
  • বডি স্প্রে[১১]
  • বাপ বেটা মডার্ণ[১২]
  • আবার কাইল্যা চোরা[১৩]
  • মিস্টার পারফেকসনিস্ট[১৪]
  • ভুল কারো না ভুল ধারণা[১৫]
  • গরিবের সুখ মনে মনে[১৬]
  • পোশাকে বংশের পরিচয়[১৭]
  • লাভ ইন বরিশাল
  • ঠিকানা
  • বিশ্বাসে অবিশ্বাস
  • মাইক
  • মজনুর প্রেম
  • রতনে রতন চিনে
  • এ্যাম্বুলেন্স ডাক্তার
  • বিশ্বাসে মিলায় বস্তু
  • যাবোনা অমেরিকায়
  • ইন্টারন্যাশনাল টাউন
  • খোদা বক্স দ্যা গ্রেট
  • একা
  • দেশ বিদেশ
  • রসগোল্লা
  • আর মাত্র কয়ডা দিন
  • আলাল দুলাল
  • স্বপ্নের মাশুল
  • তিনি এবার বিয়ে করবেন
  • ছবির দেশে কবিতার দেশে
  • দুপুর রৌদ ছায়া
  • ডাকাতের ভাইপো
  • ড্রেস কোড লুঙ্গি
  • বিয়ে
  • নিখোজ সংবাদ
  • কাইল্লা চোরা
  • তিন গ্যাদা
  • খুন
  • বউ যদি এমন হয়
  • অসামাজিক
  • বাপবেটা দেওয়ানা
  • সরল মানুষ
  • চিটার জামাই
  • ভন্ড লাল
  • অস্থির বানর
  • টিয়ার খাচা
  • কলা বাবা
  • ভদ্র পকেটমার
  • অনলাইন ডট কম
  • স্বপ্নের শহর
  • চোঁরা কাটা
  • ট্যাবলেট
  • বদনা চোরের নাতি
  • চাকর
  • বোম্বাই দুলাভাই
  • বারো ভোল্টের বারেক
  • সেয়ানা জামাই
  • রুপালি ভাবনা
  • ইয়েস বস
  • ঘাম বাবু
  • ঘুম বাবু
  • কেন তুমি এলে
  • জোতিস জাপর
  • রসিক সুজন
  • জামাই জদ্ব
  • ফেইসবুক বিদ্যালয়
  • ভাগের জামাই
  • আধুনিক ছেলে
  • হিরোগীরি
  • ভিমরতি বিড়ম্বনা
  • স্মার্ট বউ
  • বোকার বাক্স
  • শিল্পী পরিবার জ্ঞানী পরিবার
  • আলগা সিদ্দিক
  • অতি কথা ব্যবধান
  • ভেলা
  • উল্টা পর্টা
  • মিথোজীবী
  • আর্কষনীয় প্রেম
  • চাদের বউ
  • লোকাল ডিরেক্টর
  • পায়েল
  • থ্রি স্টুডেন্ট
  • ফটোকপি
  • গল্পবাজ
  • ডালিম কুমার
  • সবকিছু ভেঙ্গে পরে না
  • বাতাসের ঘ্রান
  • আজ কিছু হতে চলেছে
  • কত যে ভালবেসিছি তোমায়
  • কাজির বিয়ে
  • সরল সামাধান
  • মোবারকের লাভ স্টোরি
  • যাবোনা আমেরিকায়
  • পরিবার ও একটি কোম্পানি
  • তুতুলের পুতুল
  • বাগান বাড়ির রহস্য
  • শুভ বিবাহ
  • তিনি বিরাট বড় অফিসার
  • নান্টু ঘটক
  • পরিষ্কার কুদ্দুস
  • পিতলা পিরিত
  • গাড়ি পাগল
  • অধিকার
  • কমিটমেন্ট
  • ভি আই পি ড্রাইভার
  • জোসনায় ভরা মন
  • পেইন
  • অন্তরাল
  • হরেক রকম প্রেম
  • পরান যায়রে
  • হোপলেস মতি
  • অন্তরার বাবা
  • ব্যাক্কল মাল
  • বিয়ের খাচা
  • ডাবল এম এ
  • কুস্তি
  • জোড়া শালিক
  • বিষ পান করবো না
  • ঘার ত্যারা
  • আজ রাত সারারাত জেগে থাকবো
  • সোনার ময়না পাখি
  • পেচুক মানুষ
  • একুশের সকার
  • ফাকা ফায়ার
  • অভিনেতার বৌ
  • সার্থ সুখের মুল
  • রুবিরন
  • ফুলের মতো পবিত্র
  • বন্ধুর চেয়ে বেশি
  • কদম চোরা
  • অপয়া
  • দুরত্বের গুরত্ব
  • চতুর জামাই

ধারাবাহিক নাটক

সম্পাদনা
  • নোয়াশাল [১৮]
  • জুনিয়র আর্টিস্ট [১৯]
  • কমেডি ৪২০
  • বন্ধু তুমি শত্র তুমি [২০]
  • বউ শ্বাশুড়ির বাড়বাড়ি [২১]
  • কোল্ড ওয়ার [২২]
  • ভাইস সিটি [২৩]
  • মতলব [২৪]
  • বরিশাল প্রাইবেট লিঃ
  • সালিস মানি তাল গাছ আমার
  • প্রেম নগর
  • জীবন সংসার
  • ক্যাট হাউজ
  • স্বপ্নের শহর লন্ডন
  • ছক্কা পাঞ্জা
  • বাকির নাম ফাকি
  • খালি কলসি বাজে বেশি
  • জামাই আদর
  • নায়ক
  • রসগোল্লা
  • স্বপ্ন চূড়া
  • ব্রেক ফেল
  • বউ তুমি কার
  • জামাই জোট

বিজ্ঞাপন

সম্পাদনা

গ্রামীণ ফোন সহ অনেক কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। [২৫]

পরিচালনা

সম্পাদনা

তার প্রথম পরিচালনা নাটক নোয়াশাল এর পর মালেক হতে সাবধান, মকবুল সহ প্রায় শতাধিক নাটক পরিচালনা করেছেন। তার প্রথম পরিচালিত ছবি হলো রাত জাগা ফুল[২৬]

পুরস্কার

সম্পাদনা
মেরিল-প্রথম আলো পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১২ মে ২০০৬ শ্রেষ্ঠ টিভি অভিনেতা অতঃপর নূরুল হুদা মনোনীত [২৭]
বিসিআরএ অ্যাওয়ার্ড
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৭ জনপ্রিয় টিভি অভিনেতা আট কুঠুরি এক দরজা বিজয়ী [২৮]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সিনেমা বানাবেন মীর সাব্বির"আরটিভি অনলাইন। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  2. "চলচ্চিত্র পুরস্কার কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে: মীর সাব্বির"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩১ 
  3. "Mir Sabbir busy"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  4. "সাব্বিরের প্রথম অভিনয়"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  5. "On the roll with Mir Sabbir"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯ 
  6. "ব্যক্তিগত জীবন"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  7. "অভিনয়"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  8. "ছবি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  9. "কোরবান আলির কোরবাণী" 
  10. "বাপ বেটার কাপল ট্যুর" 
  11. "বডি স্প্রে" 
  12. "মর্ডান"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  13. "কাইস্যা চোরা"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  14. "মিস্টার পারফেবসনিস্ট"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  15. "ভুল কারো না"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  16. "গরিবের সুখ মনে মনে"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  17. "পোশাকে বংশের পরিচয়"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  18. "নোয়শাল"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  19. "জুনিয়র" 
  20. "বন্ধু তুমি শুত্রু তুমি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  21. "বউ শাশ্বুড়ির বাড়াবাড়ি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  22. "কোল্ড ওয়ার"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  23. "ভাইস সিটি"। ১৬ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২১ 
  24. "মতলব"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৯ 
  25. "বিজ্ঞাপন" 
  26. "রাত জাগা ফুল" 
  27. "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৬"দৈনিক প্রথম আলো। ৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮ 
  28. "BCRA awards bring together stars of film and television"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২