পরাণ (চলচ্চিত্র)
পরাণ হল রায়হান রাফি পরিচালিত একটি ২০২২ সালের বাংলাদেশী বাংলা ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র যা মোঃ তামজিদ উল আলম তার প্রযোজনা ব্যানার লাইভ টেকনোলজিসের অধীনে প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।[৩]
পরাণ | |
---|---|
পরিচালক | রায়হান রাফি |
প্রযোজক | লাইভ টেকনোলজিস |
চিত্রনাট্যকার | শাহজাহান সৌরভ রায়হান রাফি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | নাভেদ পারভেজ |
চিত্রগ্রাহক | মিছিল সাহা |
মুক্তি | ১০ জুলাই ২০২২ |
স্থিতিকাল | ১৩৯ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳৮৩ লাখ[১] |
আয় | প্রা. ৳১২ কোটি[২] |
পটভূমি
সম্পাদনা'অনন্যা' পড়াশোনায় একেবারেই অমনোযোগী একটা মেয়ে। পরীক্ষায় নিয়মিত ফেল করা তার জন্য স্বাভাবিক ব্যাপার যেন। তাই বাবা বলে দেন, পরেরবার ফেল করলে বিয়ে দিয়ে দেবেন। অনন্যাকে বিরক্ত করে এলাকার বখাটে 'রোমান'। ডেইজি সরকারের ছত্রছায়ায় রোমান হয়ে উঠেছে এলাকার ত্রাস, পুলিশও তার গায়ে হাত দেয় না। পাশ করে মুখ দেখাতে অনন্যা বাধ্য হয় পরীক্ষায় রোমানের সাহায্য নিয়ে পাশ করতে। পরীক্ষায় পাশ করে রোমানের সাথে প্রেমে মশগুল হওয়া অনন্যার জীবনে কয়েক বছরেই ঘটে কিছু অপ্রত্যাশিত, হৃদয় বিদারক ঘটনা। সিনেমার শুরুতে আত্মহত্যার চেষ্টা করা অনন্যা একসময় পুলিশকে বলতে থাকে রোমানের সাথে জটিল এক সম্পর্কের গল্প যেখানে আছে অন্য আরেকজন, 'সিফাত'-এর উপস্থিতি।
অভিনয়ে
সম্পাদনা- বিদ্যা সিনহা সাহা মীম — অনন্যা
- শরিফুল রাজ – রোমান
- ইয়াশ রোহান – সিফাত
- শিল্পী সরকার অপু[৪]
- শহীদুজ্জামান সেলিম[৪]
- রোজী সিদ্দিকি[৪]
- লুৎফর রহমান জর্জ[৪]
- রাশেদ মামুন অপু[৪]
- মিলি বাশার[৪]
প্রযোজনা
সম্পাদনা৩ সেপ্টেম্বর, ২০১৯-এ ছবিটির চিত্রধারণ শুরু হয়। ময়মনসিংহে এর চিত্রগ্রহণের কাজ হয়েছে।[৫] ১৮ দিন পর শুটিং শেষ হয়।[৬] ৯ জুলাই, ২০২২-এ ছবিটির পরিচালক ফেসবুক লাইভে ঘোষণা করেছিলেন যে অনন্যা নামের চরিত্রটি পরিচালকের প্রাক্তন প্রেমিকার নাম থেকে নেওয়া।[৭] ইউটিউবে ছবিটির টিজার দেখার পর দর্শকরা ধরে নিয়েছিলেন যে এটি রিফাত শরীফের হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি। যদিও পরিচালক স্বীকার করেছেন যে এটি সত্য ঘটনার উপর ভিত্তি করে, তবে তিনি বলেছিলেন যে ছবিটি তার হত্যার উপর ভিত্তি করে নির্মিত নয়।[৮] এর পোস্ট প্রোডাকশন ভারতে করা হয়েছে।[৬]
প্রচারণা
সম্পাদনাচলচ্চিত্রের ট্রেলার ইউটিউবে ২ ফেব্রুয়ারী, ২০২০ এ প্রকাশিত হয়েছিল যা একটি ইতিবাচক প্রতিক্রিয়া পায়।[৯] চলচ্চিত্রটির একটি গান ২৭ জুন, ২০২২-এ প্রকাশিত হয়।[১০]
সঙ্গীত
সম্পাদনাপরাণ | |
---|---|
ইমন চৌধুরী,অয়ন চাকলাদার, আতিয়া আনিশা, এপি শুভ, জিনিয়া জাফরিন লুইপা,আরাফাতুল হাসান শান্ত কর্তৃক সাউন্ডট্র্যাক | |
মুক্তির তারিখ | ২০২২ |
শব্দধারণের সময় | ২০১৯ |
ঘরানা | চলচ্চিত্র সঙ্গীত |
ভাষা | বাংলা |
প্রযোজক | নাভেদ পারভেজ |
পরাণ সাউন্ডট্র্যাক – সঙ্গীত তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "চলো নিরালায়" | জনি হক | অয়ন চাকলাদার ও আতিয়া আনিশা | ৩:২৫ |
২. | "জ্বলেরে পরাণ" | তাহসান শুভ ও ওয়াসিক সৈকত | এপি শুভ | ৩:৪০ |
৩. | "ধীরে ধীরে" | রবিউল ইসলাম জীবন | ইমন চৌধুরী ও জিনিয়া জাফরিন লুইপা | ৪:১৫ |
৪. | "সাজিয়ে গুছিয়ে দে মোরে" | বাউল কামাল পাশা | আরাফাতুল হাসান শান্ত |
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা ছিল।[৬] তারপরে এটির মুক্তির তারিখ ২০২০-এর জুলাই মাসে নির্ধারণ করা হয়।[৯] এরপর ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়ে।[১১] সেন্সরশিপ সমস্যা ও কোভিড-১৯ মহামারীর কারণে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। ৪ জুলাই, ২০২২-এ জানা যায় যে সেন্সর বোর্ড ছবিটির মুক্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।[১২] ১০ জুলাই, ২০২২-এ ছবিটি ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সিদ্দিক, হাবিবুল্লাহ (২৭ জুলাই ২০২২)। "চার বছর পর সিনেমা হলে ফিরছে দর্শক, দেশী গল্পের জয়জয়কার!"। টিবিএসনিউজ.নেট। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২২।
- ↑ আল মামুন, শফিক (১৯ অক্টোবর ২০২২)। "সেঞ্চুরিতেও নটআউট পরাণ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২২।
- ↑ "ঈদে মুক্তি পাবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি"। প্রথম আলো। ১৭ জুন ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ চ "'পরাণ' মুক্তিতে বাধা নেই, আসছে ঈদে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ জুলাই ২০২২।
- ↑ "পরাণ শুরু করলেন বিদ্যা সিনহা মিম"। নয়া দিগন্ত। ৮ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "'পরাণ' এর শুটিং শেষ, এই বছরেই মুক্তি"। বার্তা২৪.কম। ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "রায়হান রাফির প্রাক্তনের প্রতিচ্ছবি পরাণের 'অনন্যা'"। সময় টিভি। ৯ জুলাই ২০২২।
- ↑ "'পরাণ' চলচ্চিত্রের গল্পটি কি মিন্নির ঘটনা?"। আমাদের সময়। ৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "জীবনটা পাঙাশ মাছের মতো হয়ে গেছে"। আরটিভিঅনলাইন.কম। ২৯ জুন ২০২২।
- ↑ "এখনো অনিশ্চিত ভালোবাসা দিবসের চলচ্চিত্র"। যায়যায়দিন। ৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "'পরাণ' মুক্তিতে বাধা নেই, আসছে ঈদে"। বাংলানিউজ২৪.কম। ৪ জুলাই ২০২২।
- ↑ "১১ প্রেক্ষাগৃহে মিমের 'পরাণ'"। ইত্তেফাক। ১০ জুলাই ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে পরাণ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পরাণ (ইংরেজি)