বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট


বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত একটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে থাকে। এছাড়া প্রতিষ্ঠান টি তাতীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকে।[১] এখানে ফেশন ডিজাইন ইনস্টিটিউট রয়েছে।

বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
ধরনসরকারি
স্থাপিত১৯৮০
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষমোঃ মাহবুবুল হক
অবস্থান
ওয়েবসাইট[১]
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৮০ সালে হস্তচালিত তাত শিল্প ও সরঞ্জমাদি উন্নয়ন কেন্দ্র নামে চালু হয়। প্রতিষ্ঠান টি ২০০৯ বর্তমান নাম ধারণ করে। ২০০৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোক) কোর্স চালু হয়, ২০১০ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয় এবং পরবর্তীতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে।।[১]

অবস্থান সম্পাদনা

নরসিংদী জেলা হতে ৫ কিলোমিটার দূরে সাহেপ্রতাপ নামক স্থানে অবস্থিত।

অবকাঠামো সম্পাদনা

প্রায় ১৮ বিঘা জমির উপর প্রতিষ্ঠান টি অবস্থিত যেখানে রয়েছে প্রশাসনিক ভবন, তিনটি আবাসিক ভবন, দুইটি পুরুষ ও একটি নারীদের জন্য আলাদা হোস্টেল, একাডেমিক ভবন রয়েছে

প্রশিক্ষনের কোর্স সমুহ সম্পাদনা

  1. বয়ন ও বাজারজাতকরণ
  2. সুতা রং করণ
  3. জ্যাকার্ড ডিজাইন
  4. ব্যয় নিরম্নপন ও বাজারজাতকরণ
  5. সেমি অটোমেটিক তাতে বয়ন
  6. ট্রাই এন্ড ডাই
  7. স্কীন প্রিন্টিং
  8. ব্লক এন্ড বাটিক প্রিন্টিং

অনুষদ ও বিভাগ সম্পাদনা

ডিপ্লোমা পর্যায় সম্পাদনা

  1. ওয়েট প্রসেসিং (আসন সংখ্যা ৫০)
  2. ফেব্রিক মেনুফ্রেকচারিং (আসন সংখ্যা ৫০)
  3. ইয়ান মেনুফ্রেকচার ( আসন সংখ্যা ৫০)
  4. ফেশন ডিজাইন (আসন সংখ্যা ৫০)

বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পর্যায় সম্পাদনা

  1. ওয়েট প্রোসেসিং টেকনোলজি (আসন সংখ্যা ৪০)
  2. এপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (আসন সংখ্যা ৪০)

আরও দেখুন সম্পাদনা

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://bheti.portal.gov.bd/site/page/7258bb5b-6e27-41f6-8ef5-e4fbab002a4d/-#  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);