নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট নাটোরের বড় হরিশপুর বাইপাস এলাকার রামাইগাছিতে অবস্থিত একটি সরকারি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দিয়ে থাকে।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট
NATORE TEXTILE INSTITUTES
নাটোর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট
অবস্থান
রামাইগাছী, ঢাকা-রাজশাহী মহাসড়ক

বাংলাদেশ
তথ্য
অন্য নামটেক্সটাইল কলেজ,নাটোর
ধরনসরকারি
প্রতিষ্ঠাকাল2016
প্রতিষ্ঠাতাBangladesh Government
বিদ্যালয় বোর্ডBTEB
বিদ্যালয় জেলানাটোর
অধ্যক্ষইঞ্জিঃ মোঃ মোজাম্মেল হক
অনুষদটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
শ্রেণিডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং
লিঙ্গMale, Female
শিক্ষায়তন৫ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটwww.nti.gov.bd

ইতিহাস

সম্পাদনা

২০১০ সালে শিক্ষা প্রতিষ্ঠান টি বাংলাদেশ সরকার অনুমোদন করে। ২০১০ সালে নির্মান কাজ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হয়। তবে ২০১৬ সালে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

অবকাঠামো

সম্পাদনা

১) প্রশাসনিক ভবন/ একাডেমিক ভবন

২) বালক হোষ্টেল (৬ তলা, ১৫৬ আসন)

৩) বালিকা হোষ্টেল (৮০ আসন)

৪) ডরমিটরি ভবন

৫) জুট ভবন

৬) বৈদ্যুতিক সাব স্টেশন

৭) কার্পাস ইয়ার্ণ মেনুফ্যাকচারিং ল্যাব

৮) জামদানী ফেব্রিক মেনুফ্যাকচারিং ল্যাব

৯) বর্ণালী ওয়েট প্রসেসিং ল্যাব

১০) কেন্দ্রীয় মসজিদ

[]

একাডেমিক কার্যক্রম

সম্পাদনা

এই প্রতিষ্টান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দিয়ে থাকে।

এসএসসি পাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিপ্লোমা কোর্সে প্রতি বছর ১২০ জন ছাত্রছাত্রী পড়ার সুযোগ পেয়ে থাকে। ১২ জন শিক্ষক দিয়া বর্তমানে শিক্ষা কর্যক্রম চলমান এছাড়া রয়েছে ২১ জন কর্মকর্তা কর্মচারী।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Natore, আজকের নাটোর-Ajker। "কারিগরি শিক্ষার উন্নয়নে নাটোরে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন"Ajker Natore (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১ 
  2. "Natore Textile Institute - নাটোর সরকারী টেক্সটাইল ইনষ্টিটিউট"nti.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-০১