সরদার শাখাওয়াত হোসেন বকুল

বাংলাদেশী রাজনীতিবিদ

সরদার শাখাওয়াত হোসেন বকুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রখ্যাত রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা এবং নরসিংদী-৪ আসনের সাবেক সাংসদ।[১] তিনি বিএনপির হয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য।[২][৩]

সরদার শাখাওয়াত হোসেন বকুল
নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – ২০০৬
পূর্বসূরীএ এইচ এম আব্দুল হালিম
উত্তরসূরীনুরউদ্দীন খান
কাজের মেয়াদ
১৯৯১ – ২০০১
পূর্বসূরীনুরউদ্দীন খান
উত্তরসূরীনূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
ব্যক্তিগত বিবরণ
জন্মহাফিজপুর, চালাকচর ইউনিয়ন, মনোহরদী উপজেলা, নরসিংদী জেলা।
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

সরদার শাখাওয়াত হোসেন বকুল 1951 সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে,ঐতিহ্যবাহী সরদার পরিবারে জন্ম গ্রহন করেন ।পিতা সরদার আছমত আলী। তিনি চালাকচর উচ্চ বিদ্যালয়,নরসিংদী সরকারী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

সরদার শাখাওয়াত হোসেন বকুল প্রথমে ছাত্র ইউনিয়ন ও পরবর্তী সময়ে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।বর্তমানে নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মানিত সদস্য, নরসিংদী জেলার মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ও বিএনপি থেকে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।তিনি নরসিংদী-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ট ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।[৪][৫][৬],। তিনি মনোহরদী-বেলাবরের উন্নয়নের রূপকার হিসেবে জনসাধারণের নিকট ব্যাপক জনপ্রিয়তার অধিকারী।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চালাকচর ইউনিয়নের"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ নভেম্বর ২০১৯। ১১ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৯ 
  2. "সরদার শাখাওয়াত হোসেন বকুল"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১ 
  3. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"Vote Monitor Networks। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা