নরসিংদী গ্যাসক্ষেত্র
নরসিংদী গ্যাসক্ষেত্র বাংলাদেশ নরসিংদী জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[১] এটি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড-এর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।[২]
অবস্থান
সম্পাদনানরসিংদী গ্যাসক্ষেত্রের অবস্থান ঢাকা বিভাগের নরসিংদী জেলার শিবপুর উপজেলায়,[১] যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে।[৩]
আবিষ্কার
সম্পাদনাপেট্রোবাংলা ১৯৯০ সালে এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।[৪]
খনন ও কূপ
সম্পাদনাএখান হতে উল্লম্ব-পদ্ধতিতে খননকৃত ১১,৩২০ ফুট গভীরতার একটি এবং ১০,৭৭৮ ফুট গভীরতার আরেকটি কূপের মাধ্যমে গ্যাস উত্তোলন করা হয়, যেগুলোর গ্যাস স্তরগুলো যথাক্রমে ১০,৪০০ হতে ১০,৪৪৬ ফুট ও ১০,৪২৭ হতে ১০,৪৭০ ফুট গভীরে অবস্থিত।[৫]
মজুদ ও উত্তোলন
সম্পাদনাপেট্রোবাংলার হিসাব অনুযায়ী, এখানে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ৩৪৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) এবং ১৯৯৬ সাল হতে ২০১৯ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২০০.৮৬৯ বিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে।[৩]
বর্তমান অবস্থা
সম্পাদনাবর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ২৭ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে।[৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Bangladesh Gas Fields Company Limited"। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোং লি:, ব্রাহ্মণবাড়িয়া : এক নজরে"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ জুলাই ২০১৯। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ ক খ "বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোং লি:, ব্রাহ্মণবাড়িয়া : নরসিংদী গ্যাস ফিল্ড"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ জুলাই ২০১৯। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯।
- ↑ বদরুল ইমাম (জানুয়ারি ২০০৩)। "প্রাকৃতিক গ্যাস : গ্যাসক্ষেত্র"। সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়া। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯।
- ↑ "নরসিংদী গ্যাস ফিল্ডের কূপসমূহ" (পিডিএফ)। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৯।
- ↑ "নরসিংদীর খবর"। নরসিংদী টাইম্স। ৪ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- নরসিংদী গ্যাসক্ষেত্র ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ মে ২০২০ তারিখে - বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া'এর তথ্য বাতায়নে।