তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (বাংলাদেশ)

বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়।[] বাংলাদেশ সরকারের অন্যতম এ সংস্থাটি দেশের তথ্যসম্পদ উন্নয়ন, তথ্য সংরক্ষণ, তথ্যের নিরাপদ সঞ্চালন, তথ্য অধিকার সংরক্ষণ, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণসহ তথ্যসংশ্লিষ্ট বিবিধ আইন, বিধি-বিধান, প্রবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে। এছাড়াও একটি বড় অংশজুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কার্যাবলি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
সংস্থার রূপরেখা
যার এখতিয়ারভুক্তবাংলাদেশ সরকার
সদর দপ্তরবাংলাদেশ সচিবালয়, ঢাকা[]
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা
সংস্থা নির্বাহী
ওয়েবসাইটmoi.gov.bd

মন্ত্রণালয়ের নামের ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশের স্বাধীনতার পর এই মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। পরবর্তীতে মন্ত্রণালয়ের নাম থেকে ‘সম্প্রচার’ শব্দটি অপসারণ করে নাম রাখা হয় ‘তথ্য মন্ত্রণালয়’। তবে ২০২১ সালের মার্চে মন্ত্রণালয়ের নামে পুনরায় ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করা হয়। কেননা দেশের সম্প্রচার বিষয়ক কার্যক্রম পরিচালনা এ মন্ত্রণালয়েরই কাজ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে নামের মিল থাকার কারণেও মন্ত্রণালয়ের নাম পরিবর্তের প্রয়োজন দেখে দেয়।[]

আওতাধীন অধিদপ্তর ও প্রতিষ্ঠানসমূহ

সম্পাদনা

যে সকল অধিদপ্তর ও প্রতিষ্ঠান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন রয়েছে:[]

বিভাগ সংক্ষেপে স্থাপিত দাপ্তরিক ওয়েবসাইট
তথ্য অধিদফতর পিআইডি pressinform.portal.gov.bd
বাংলাদেশ বেতার ১৯৩৯ www.betar.gov.bd
বাংলাদেশ টেলিভিশন বিটিভি ১৯৬৪ www.btv.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর www.dfp.gov.bd
গণযোগাযোগ অধিদপ্তর masscommunication.portal.gov.bd
বাংলাদেশ প্রেস কাউন্সিল ১৯৭৯ presscouncil.portal.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন www.fdc.gov.bd
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিএফএ ১৯৭৮ www.bfa.gov.bd
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি ১৯৭৬ pib.portal.gov.bd
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস www.bssnews.net
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট জাগই ১৯৮০ nimc.portal.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিএফসিবি www.bfcb.gov.bd
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ১০ সেপ্টেম্বর ২০১৪ bcti.portal.gov.bd
তথ্য কমিশন www.infocom.gov.bd

মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের তালিকা

সম্পাদনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা:

  1. শেখ আবদুল আজিজ
  2. শামসুল হুদা চৌধুরী
  3. শামসুল হুদা চৌধুরী
  4. নাজমুল হুদা
  5. এম শামসুল ইসলাম
  6. আবু সাইয়িদ
  7. এম শামসুল ইসলাম
  8. আবুল কালাম আজাদ
  9. হাসানুল হক ইনু
  10. মোহাম্মদ হাছান মাহমুদ
  11. মুরাদ হাসান
  12. মোহাম্মদ আলী আরাফাত

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.cabinet.gov.bd/site/page/55bcf4d6-dd85-45c1-94b6-bcb06e4b1b12
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪ 
  3. "তথ্য মন্ত্রণালয়ের নতুন নাম 'তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়'"দৈনিক কালের কণ্ঠ। ১৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  4. "মন্ত্রণালয় ও বিভাগসমূহ"bangladesh.gov.bd। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ অক্টোবর ১৩, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা