বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি সরকারি সংস্থা বা অধিদপ্তর। দপ্তরটির প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার ১১২, সার্কিট হাউজ রোডে অবস্থিত।[১] চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন খালেদা বেগম।[২]
সরকারি সংস্থা রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৭১ |
যার এখতিয়ারভুক্ত | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | ১১২, সার্কিট হাউজ রোড, ঢাকা -১০০০ ২৩°৪৪′২৪″ উত্তর ৯০°২৪′২৮.৩″ পূর্ব / ২৩.৭৪০০০° উত্তর ৯০.৪০৭৮৬১° পূর্ব |
কর্মী | ৩৫০ জন |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
|
সরকারি সংস্থা নির্বাহী |
|
মূল বিভাগ | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় |
ওয়েবসাইট | dfp |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতায় নির্বাসিত সরকার ১৯৭১ সালে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ প্রতিষ্ঠা করে।[৩] বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ের অধীন সৃষ্ট প্রকাশনা বিভাগ ও চলচ্চিত্র বিভাগকে একীভূত করে ১৯৭৬ সালের ২১শে জুন চলচ্চিত্র ও প্রকাশনা দপ্তর গঠন করা হয়। দপ্তরটি পরবর্তীতে অধিদপ্তর হিসেবে উন্নিত করা হয়।[৪] বর্তমানে সংস্থাটিতে ৩৫০ জন কাজ করছে।[৪]
কার্যক্রম
সম্পাদনাচলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যবলী সম্পন্ন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো চলচ্চিত্র ও প্রকাশনা বিষয়ে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা, বাংলাদেশের সংবাদপত্রসমূহের নিবন্ধন, নামের ছাড়পত্র প্রদান, অন্যান্য প্রকাশনার নিবন্ধন এবং বাংলাদেশের প্রকাশনার ইতিহাসকে সংরক্ষণ এবং আঞ্চলিক পর্যায়ে সে সম্পর্কে সচেতনতা তৈরি।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://dfp.portal.gov.bd/site/page/aafa8271-89df-48e6-9ad9-18478564bff5
- ↑ Pratidin, Bangladesh (২০২৪-১২-২৪)। "ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম | | বাংলাদেশ প্রতিদিন"। bd-pratidin.com। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪।
- ↑ "The making of Stop Genocide and disappearance of Zahir Raihan"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-১২-২৪।
- ↑ ক খ https://dfp.portal.gov.bd/sites/default/files/files/dfp.portal.gov.bd/page/98a996a0_cb88_415f_a8f2_4e80a2a4639b/Organogram%20%20list.pdf
- ↑ https://dfp.portal.gov.bd/site/page/e086dc9d-2991-47d3-9ab1-ab8569714b9c