হুমায়ুন কবীর খোন্দকার
হুমায়ুন কবীর খোন্দকার একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি ইতঃপূর্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
হুমায়ুন কবীর খোন্দকার | |
---|---|
সিনিয়র সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১ নভেম্বর ২০২২ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
মন্ত্রী | হাছান মাহমুদ |
পূর্বসূরী | মোঃ মকবুল হোসেন |
সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন | |
কাজের মেয়াদ ২৬ জানুয়ারী ২০২১ – ৩১ অক্টোবর ২০২২ | |
পূর্বসূরী | মো. আলমগীর |
উত্তরসূরী | জাহাংগীর আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নোয়াখালী জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জীবিকা | সরকারি কর্মকর্তা |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাহুমায়ুন কবীর খোন্দকার নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন
সম্পাদনাহুমায়ুন কবীর খোন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স (স্নাতক) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
সম্পাদনাহুমায়ুন কবীর খোন্দকার বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও খোন্দকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব এবং নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন।[২] হুমায়ুন কবীর খোন্দকার ১ নভেম্বর ২০২২ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেন।[৩] ৯ অক্টোবর ২০২৩ সালে তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।[৪]
সম্মাননা
সম্পাদনাহুমায়ুন কবীর খোন্দকার ২০১৪ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদক এবং ২০১৬ সালে জনপ্রশাসন পদকে ভূষিত হন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়"। moi.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Pratidin, Bangladesh (২০২২-১১-০৩)। "তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের যোগদান"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।
- ↑ News, Somoy। "তথ্যসচিব হুমায়ুন কবীর খোন্দকারের যোগদান | বাংলাদেশ"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।
- ↑ "সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন হুমায়ুন কবীর খন্দকার"। দৈনিক ইনকিলাব। ২০২৩-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১০।
- ↑ "তথ্য ও সম্প্রচার সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকারের যোগদান | জাতীয়"। Noyashotabdi। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৩।