আমন

(আমন ধান থেকে পুনর্নির্দেশিত)

আমন, ধানের একটি বহুল পরিচিত প্রজাতি।[]

  • আমন ধান কে Winter rice বলা হয়।
  • রোপণের সময়: June - July.
  • কাটার সময়: October - November.
আমন চাল

বিভিন্ন দেশে আমন ধানের আবাদ

সম্পাদনা

বাংলাদেশ

সম্পাদনা

বাংলাদেশের ধানের প্রজাতির মধ্যে আমন, অঞ্চল ও উৎপাদনের পরিমাণ নির্বিশেষে শীর্ষে অবস্থান করছে। এই ধান বোনো এবং রোপা হয় ডিসেম্বর থেকে জানুয়ারিতে। বাংলাদেশে নিম্নাঞ্চলে ফলানো বেশিরভাগ আমন ধানই ভাসমান জাতের, যার স্থানীয় নাম জলিধান বা অগ্রহায়ণী ধান । বাংলাদেশে এর প্রায় ২,০০০ কালটিভার (cultivar) বা জাত রয়েছে, এবং এশিয়া জুড়ে আছে ৬,০০০-এরও বেশি জাত। সবগুলোই অত্যন্ত আলোককাল-সংবেদী।[]

বাংলাদেশে ধানের জমি ও উৎপাদনের পরিমাণ (১৯৯৭-৯৮)
ধান ফসল এলাকা
(১০ লক্ষ হেক্টর হিসেবে)
মোট এলাকা
(শতাংশ)
উৎপাদন (ছাঁটা চাল)
(১০ লক্ষ মেট্রিকটন হিসাবে)
মোট উৎপাদনের শতাংশ গড় উৎপাদন
(হেক্টরপ্রতি মেট্রিকটন)
আমন ৫.৮১ ৫৬.৬৩ ৮.৮৫ ৪৬.৯২ ১.৫২
(উচ্চ ফলনশীল আমন) (২.৫৫) (২৪.৮৬) (৫.২১) (২৭.৬২) (২.০৪)
বার্ষিক প্রাপ্তব্য মোট ধান: ১৫২.৮ লক্ষ মেট্রিকটন; তথ্য-উৎস: BBS Monthly Statistical Bulletin, July 1998.[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ধান, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বাংলাপিডিয়া, ঢাকা থেকে প্রকাশিত। সংগ্রহের তারিখ: মে ২৪, ২০১৩ খ্রিস্টাব্দ।