তিসি
তিসি (ইংরেজি:Linseed, বৈজ্ঞানিক নামঃ linum usitatissimum) তেল ও আঁশ উৎপাদনকারী গুল্ম। মিশরে লিনেন জাতীয় বস্ত্র তৈরীতে এর ব্যবহার শুরু হয়। বর্তমানে তেল বীজ ও আঁশ হিসেবে ব্যবহৃত হয়।
তিসি Flax | |
---|---|
The flax plant | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
বিভাগ: | Magnoliophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Malpighiales |
পরিবার: | Linaceae |
গণ: | Linum |
প্রজাতি: | L. usitatissimum |
দ্বিপদী নাম | |
Linum usitatissimum Linnaeus. |
বর্ণনা
সম্পাদনাএটি ৩০ থেকে ৮০ সেঃ মিঃ উঁচু হয়। ফুল নীল, সাদা বা হালকা গোলাপী হয়। প্রতিটা ফুলে পাঁচটি করে পাপড়ি থাকে। ভোর বেলা ফুল ফোটে এবং বিকালে ঝড়ে যায়। কাণ্ডের বাকল বা ছাল থেকে আঁশ তৈরি হয়। আশ সংগ্রহের জন্য উদ্ভিদের কাণ্ড জলের নিচে ৭-২১ দিন রেখে আঁশ সংগ্রহ করা হয়। জাগ দেওয়া ও আঁশ সংগ্রহ পাট হতে আঁশ সংগ্রহের মতো।
পুষ্টিমূল্য/উপাদান
সম্পাদনাপ্রতি ১০০ গ্রাম (৩.৫ আউন্স)-এ পুষ্টিমান | |
---|---|
শক্তি | ২,২৩৪ কিজু (৫৩৪ kcal) |
২৮.৮৮ g | |
চিনি | ১.৫৫ g |
খাদ্য আঁশ | ২৭.৩ g |
৪২.১৬ g | |
সুসিক্ত স্নেহ পদার্থ | ৩.৬৬৩ g |
এককঅসুসিক্ত | ৭.৫২৭ g |
বহুঅসুসিক্ত | ২৮.৭৩০ g ২২.৮ g ৫.৯ g |
১৮.২৯ g | |
ভিটামিন | পরিমাণ দৈপ%† |
থায়ামিন (বি১) | ১৪৩% ১.৬৪৪ মিগ্রা |
রিবোফ্লাভিন (বি২) | ১৩% ০.১৬১ মিগ্রা |
নায়াসিন (বি৩) | ২১% ৩.০৮ মিগ্রা |
প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) | ২০% ০.৯৮৫ মিগ্রা |
ভিটামিন বি৬ | ৩৬% ০.৪৭৩ মিগ্রা |
ফোলেট (বি৯) | ২২% ৮৭ μg |
ভিটামিন সি | ১% ০.৬ মিগ্রা |
খনিজ | পরিমাণ দৈপ%† |
ক্যালসিয়াম | ২৬% ২৫৫ মিগ্রা |
লৌহ | ৪৪% ৫.৭৩ মিগ্রা |
ম্যাগনেসিয়াম | ১১০% ৩৯২ মিগ্রা |
ফসফরাস | ৯২% ৬৪২ মিগ্রা |
পটাশিয়াম | ১৭% ৮১৩ মিগ্রা |
জিংক | ৪৬% ৪.৩৪ মিগ্রা |
| |
†প্রাপ্তবয়স্কদের জন্য মার্কিন সুপারিশ ব্যবহার করে শতাংশ অনুমান করা হয়েছে। উৎস: ইউএসডিএ ফুডডাটা সেন্ট্রাল |
ফসল
সম্পাদনাতিসি বীজ দু ধরনের হয়, বাদামী অথবা হলুদ রঙের। হলুদ রঙের বীজগুলিকে golden linseeds ও বলে।[১] তিসি ফাল্গুন-চৈত্র মাসে পাকে। পাকলে গাছ এবং ফল সোনালী বা কিছুটা তামাটে রং ধারণ করে। ফল ভালভাবে পাকার পরই ফসল কেটে বা উপড়িয়ে নেয়ার পর গাছগুলো ছোট ছোট আঁটি বেঁধে বাড়ির আঙ্গিনায় স্তুপ করে রাখা যায়। জীবনকাল ১০০-১১৫ দিন।
চিত্রশালা
সম্পাদনা-
Breaking flax
-
Scutching flax
-
Heckling flax
-
Flax fiber in different forms, before and after processing
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Grant, Amanda (২০০৭-০৩-০৬)। "Superfoods"। The Guardian। London। ২০১৬-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।