ব্রাহ্মণবাড়িয়া-৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ব্রাহ্মণবাড়িয়া-৪ হল বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪৬নং আসন।

ব্রাহ্মণবাড়িয়া-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৪,০২,৫৮৭ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,০৭,৮৪৬
  • নারী ভোটার: ১,৯৪,৭৩৭
  • হিজড়া ভোটার: ৪
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাআখাউড়া উপজেলা নিয়ে গঠিত।[]

ইতিহাস

সম্পাদনা

১৯৮৬ সালের পূর্বে এই আসনটি কুমিল্লা-৪ নামে ছিল যদিও তখন কসবা - আখাউড়া নিয়ে গঠিত ছিল।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ লিয়াকত আলী জাতীয় পার্টি[]
১৯৮৮ লিয়াকত আলী জাতীয় পার্টি
১৯৮৮ উপ-নির্বাচন মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান জাতীয় পার্টি[]
১৯৯১ মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ মিয়া আবদুল্লাহ ওয়াজেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ শাহ আলম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মুশফিকুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ শাহ আলম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আনিসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আনিসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আনিসুল হক বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আনিসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ব্রাহ্মণবাড়িয়া-৪[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাহ আলম ১,১৮,৬৯২ ৫৮.৩ +২২.৪
বিএনপি মুশফিকুর রহমান ৮২,৫৬৭ ৪০.৬ -৭.৭
ইসলামী আন্দোলন মুসলেহ উদ্দিন ভূঁইয়া ৯৭৮ ০.৫ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি মো. নজরুল ইসলাম ৪২৫ ০.২ প্র/না
ইসলামিক ফ্রন্ট মোহাম্মদ ইসহাক ৩৪০ ০.২ প্র/না
বিকেএ মো. তাজুল ইসলাম আকতারী ২৪৪ ০.১ প্র/না
বিকল্পধারা খন্দকার হেবজুর রহমান ১৯০ ০.১ প্র/না
জাসদ (রব) শেখ মোহাম্মদ বদরুল আলম ১০৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৬,১২৫ ১৭.৭ +৫.৩
ভোটার উপস্থিতি ২,০৩,৫৪১ ৮৫.৫ +১৭.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ব্রাহ্মণবাড়িয়া-৪[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মুশফিকুর রহমান ৮১,২২৯ ৪৮.৩ +১৯
আওয়ামী লীগ শাহ আলম ৬০,৩৪০ ৩৫.৯ +৪.৫
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো. সেলিম ২৫,৭৭৩ ১৫.৩ প্র/না
ইসলামী ফ্রন্ট দেলওয়ার হোসেন বীর প্রতীক ৩৫৫ ০.২ প্র/না
কেএসজেএল মো. এনায়েত উল্লাহ খান ২৬৫ ০.২ প্র/না
জাতীয় পার্টি খন্দকার হেবজুর রহমান ১৩৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২০,৮৮৯ ১২.৪ +১১.৯
ভোটার উপস্থিতি ১,৬৮,০৯৮ ৬৭.৮ -৮.২
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ব্রাহ্মণবাড়িয়া-৪[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাহ আলম ৪১,৬১৫ ৩১.৪ +৮.৫
জাতীয় পার্টি শহীদুল হোসেন ৪০,৯৮৯ ৩১.০ +১৮.৯
বিএনপি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ ৩৮,৮১৫ ২৯.৩ -২.৫
জামায়াতে ইসলামী কাজী নজরুল ইসলাম খাদেম ৭,৯১৩ ৬.০ -৩.৪
স্বতন্ত্র পাশা আলী ১,০৩০ ০.৮ প্র/না
ইসলামী ঐক্য জোট হুমায়ূন কবির ৭১৮ ০.৫ -০.২
জাকের পার্টি হোসেন আহমেদ ভূঁইয়া ২৯৬ ০.২ প্র/না
গণফোরাম শ্রী দিলীপ ভদ্র ২৬১ ০.২ প্র/না
স্বতন্ত্র রেজাউর রহমান ২৪৩ ০.২ প্র/না
স্বতন্ত্র মো. নুরুল হক সরকার ২৩২ ০.২ প্র/না
স্বতন্ত্র মো. ফেরদৌস আকন্দ ২১৫ ০.২ ০.০
স্বতন্ত্র জাহাঙ্গীর ওসমান ভূঁইয়া ৭৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬২৬ ০.৫ -৮.৪
ভোটার উপস্থিতি ১,৩২,৪০০ ৭৬.০ +২৫.৬
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ব্রাহ্মণবাড়িয়া-৪[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ ৩৭,৩২৮ ৩১.৮
আওয়ামী লীগ সিরাজুল হক ২৬,৮৬৭ ২২.৯
স্বতন্ত্র সাদেক আলী ১৮,৪২৯ ১৫.৭
জাতীয় পার্টি জাহাঙ্গীর ওসমান ভূঁইয়া ১৪,১৯৮ ১২.১
জামায়াতে ইসলামী কাজী নজরুল ইসলাম খাদেম ১০,৯৯৭ ৯.৪
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি সুলতান শাহরিয়ার রশিদ খান ৬,৫৫৭ ৫.৬
ইসলামী ঐক্য জোট হুমায়ূন কবির ৮২৯ ০.৭
জাকের পার্টি মো. আব্দুল মান্নান চৌধুরী ৭৬২ ০.৭
বাকশাল দিলারা বেগম ৪৮৭ ০.৪
স্বতন্ত্র শাহ আলম ৩১৯ ০.৩
স্বতন্ত্র মো. ফেরদৌস আকন্দ ২৭৮ ০.২
জাসদ (রব) আলী আরশাদ ২২৪ ০.২
স্বতন্ত্র শরীফ ইকবাল চৌধুরী ১৫৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ১০,৪৬১ ৮.৯
ভোটার উপস্থিতি ১,১৭,৪৩২ ৫০.৪
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্রাহ্মণবাড়িয়া-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা