ব্রাহ্মণবাড়িয়া-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ব্রাহ্মণবাড়িয়া-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৪৫নং আসন।

ব্রাহ্মণবাড়িয়া-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৬,২১,৫৮৬ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ৩,২৫,২০৪
  • নারী ভোটার: ২,৯৬,৩৮২
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাবিজয়নগর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ হুমায়ূন কবির জাতীয় পার্টি[]
১৯৮৮ হুমায়ূন কবির জাতীয় পার্টি[]
১৯৯১ হারুন আল রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
ফেব্রুয়ারি ১৯৯৬ হারুন আল রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৯৬ হারুন আল রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
২০০১ হারুন আল রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
২০০৮ লুৎফুল হাই সাচ্চু বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০১১ উপ-নির্বাচন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০১৪ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[১০]
২০১৮ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[১১]
২০২৪ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০৩০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়া-২
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ
বিএনপি
জাতীয় পার্টি
ইসলামী আন্দোলন
ইসলামী ঐক্য জোট
জাকের পার্টি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
গণফোরাম
খেলাফত মজলিস
সংখ্যাগরিষ্ঠতা
ভোটার উপস্থিতি
থেকে অর্জন করে

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: ব্রাহ্মণবাড়িয়া-৩[১২][১৩]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ২,৬৮,০২৯ ৯৫.০
জাতীয় পার্টি মোহাম্মদ ফরিদ আহমেদ ৬,৭৮৬ ২.৪
বিএনএফ জহিরুল হক ভূঁইয়া ৪,৬২২ ১.৬
ইসলামী ফ্রন্ট সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ ২,৫৮৫ ০.৯
সংখ্যাগরিষ্ঠতা ২,৬১,২৪৩ ৯২.৬
ভোটার উপস্থিতি ২,৮২,০২২ ৬৩.৪
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

লুৎফুল হাই সাচ্চু নভেম্বর ২০১০ সালে মারা যান।[১৪] জানুয়ারি ২০১১ সালের উপনির্বাচনে বিএনপির খালেদ মাহবুবকে হারিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হন।[১৫]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ব্রাহ্মণবাড়িয়া-৩[১৬][১৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ লুৎফুল হাই সাচ্চু ১,৬০,০৫২ ৬৩.৯ +২০.০
বিএনপি হারুন আল রশিদ ৮৬,৫৮৭ ৩৪.৬ -১৮.৯
ইসলামী আন্দোলন নিয়াজুল করিম ১,৬৯৩ ০.৭ প্র/না
জাকের পার্টি মো. সেলিম কবির ১,৩৬০ ০.৫ প্র/না
স্বতন্ত্র জহিরুল হক চৌধুরী ৪৫৮ ০.২ প্র/না
গণফোরাম মোহাম্মদ ফরিদ আহমেদ ১৩৭ ০.০ প্র/না
প্রগদ বোরহান উদ্দিন আহমেদ ১১০ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭৩,৪৬৫ ২৯.৩ +১৯.৭
ভোটার উপস্থিতি ২,৫০,৩৯৭ ৮৫.৯ +১৩.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ব্রাহ্মণবাড়িয়া-৩[১৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি হারুন আল রশিদ ১,৫০,০৭৪ ৫৩.৫ +১৮.৭
আওয়ামী লীগ হুমায়ূন কবির ১,২৩,১৫৮ ৪৩.৯ +১১.২
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো. রেজাউল ইসলাম ৬,৩৪৮ ২.৩ প্র/না
কেএসজেএল সেলিম মিয়া ৪৭৪ ০.২ প্র/না
ওয়ার্কার্স পার্টি শাহরিয়ার মো. ফিরোজ ৩০০ ০.১ প্র/না
জাতীয় পার্টি মো. সামাদ আলী ১৩৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৯১৬ ৯.৬ +৭.৫
ভোটার উপস্থিতি ২,৮০,৪৯১ ৭২.২ -৪.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ব্রাহ্মণবাড়িয়া-৩[১৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি হারুন আল রশিদ ৭৭,২০৪ ৩৪.৮ -০.৮
আওয়ামী লীগ লুৎফুল হাই ৭২,৫২৫ ৩২.৭ +২.৪
জাতীয় পার্টি হুমায়ূন কবির ৬৪,৩৪৭ ২৯.০ -২.৮
জামায়াতে ইসলামী রুস্তম আলী সরকার ৪,৮৪২ ২.২ প্র/না
জাকের পার্টি এম. এ. মালেক ৬৮৭ ০.৩ -০.৫
ইসলামী ঐক্য জোট আব্দুর রহিম হাজারী ৬৩৪ ০.৩ প্র/না
সম্মিলিত সংগ্রাম পরিষদ ফজলুল হক আমিনী ৩৯৫ ০.২ প্র/না
সাত দলীয় জোট (মিরপুর) সাখাওয়াত মতিন ভূঁইয়া ৩১৫ ০.১ প্র/না
বিকেএ মুজিবর রহমান হামিদী ৩০৮ ০.১ প্র/না
স্বতন্ত্র আজিজুর রহমান ১৪৫ ০.১ প্র/না
গণফোরাম শওকত আরা বেগম ১৩৭ ০.১ প্র/না
স্বতন্ত্র মো. ফরিদুল হুদা ৯৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪,৬৭৯ ২.১ -১.৭
ভোটার উপস্থিতি ২,২১,৬৩৭ ৭৭.০ +২২.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ব্রাহ্মণবাড়িয়া-৩[১৮]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি হারুন আল রশিদ ৬২,৮৪২ ৩৫.৬
জাতীয় পার্টি হুমায়ূন কবির ৫৬,১৭৮ ৩১.৮
আওয়ামী লীগ লুৎফুল হাই সাচ্চু ৫৩,৪৫৬ ৩০.৩
জাকের পার্টি আব্দুল ওহাব ১,৪৪৯ ০.৮
স্বতন্ত্র মুন্নুজান বেগম ৯৬৮ ০.৫
মুসলিম পিপলস পার্টি মুহাম্মদ জাহাঙ্গীর ৫১৫ ০.৩
কমিউনিস্ট পার্টি সোমেশ রঞ্জন রায় ৪৮২ ০.৩
স্বতন্ত্র মশিউর রহমান ২৬৯ ০.২
স্বতন্ত্র সাখাওয়াত মতিন ভূঁইয়া ২৪৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৬,৬৬৪ ৩.৮
ভোটার উপস্থিতি ১,৭৬,৪০৬ ৫৪.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ব্রাহ্মণবাড়িয়া-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  8. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  9. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৯ 
  10. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  11. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  12. "Brahmanbaria-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  13. "Electoral Area Result Statistics: Brahmanbaria-3"আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 
  14. "সাংসদ লুৎফুল হাই সাচ্চু মারা গেছেন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ নভেম্বর ২০১০। ৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  15. "হবিগঞ্জে বিএনপি, ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ জয়ী"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৭ জানুয়ারি ২০১১। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  16. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  17. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  18. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা