কুমিল্লা-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

কুমিল্লা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫১নং আসন।

কুমিল্লা-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাকুমিল্লা জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৪,৬০,৯৭৯ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ২,৩৭,৫৫০
  • নারী ভোটার: ২,২৩,৪৩৬
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলস্বতন্ত্র
বর্তমান সাংসদজাহাঙ্গীর আলম

সীমানা সম্পাদনা

কুমিল্লা-৩ আসনটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ সম্পাদনা

নির্বাচন সদস্য দল
১৯৭৩ আলী আজম বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৭৯ হারুন-অর-রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪]
সীমানা পরিবর্তন
১৯৮৬ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জাতীয় পার্টি[৫][৬]
১৯৯১ রফিকুল ইসলাম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ ইউসুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ জাহাঙ্গীর আলম স্বতন্ত্র

নির্বাচন সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০১৪: কুমিল্লা-৩[৭]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র ইউসুফ আবদুল্লাহ হারুন ৭৮,৬৪৭ ৫৭.৭ প্র/না
স্বতন্ত্র আহসানুল আলম কিশোর ৫৬,৩৩৬ ৪১.৪ প্র/না
জাতীয় পার্টি মোঃ আক্তার হোসেন ১,২১৪ ০.৯ +০.৮
সংখ্যাগরিষ্ঠতা ২২,৩১১ ১৬.৪ +১০.৩
ভোটার উপস্থিতি ১,৩৬,১৯৭ ৪০.৯ -৪৩.৬
বিএনপি থেকে স্বতন্ত্র অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন ২০০৮: কুমিল্লা-৩[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১,২৪,৩৮৬ ৫২.৩ -১.৭
আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম ১,০৯,৮২৩ ৪৬.২ +৪.৪
বিকল্পধারা কামরুল হাসান ১,৪৮৮ ০.৬ প্র/না
ইসলামী আন্দোলন মজিবুর রহমান ১,৪৪৩ ০.৬ প্র/না
গণফ্রন্ট কামালুদ্দিন ভূইয়া ২৭৫ ০.১ প্র/না
জাসদ (রব) নুরে আলম ২৪৯ ০.১ প্র/না
জাতীয় পার্টি মোর্শেদ হায়দার ১৭৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৫৬৩ ৬.১ -৬.১
ভোটার উপস্থিতি ২,৩৭,৮৩৭ ৮৪.৫ +১৯.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: কুমিল্লা-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১,০৭,৫১১ ৫৪.০ +২৩.৭
আওয়ামী লীগ ইউসুফ আব্দুল্লাহ হারুন ৮৩,৩০১ ৪১.৮ +১০.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট গোলাম কিবরিয়া সরকার ২,৯০৬ ১.৫ প্র/না
স্বতন্ত্র রফিকুল ইসলাম মিয়া ১,৬৪০ ০.৮ প্র/না
স্বতন্ত্র আব্দুল হক ১,০৪৭ ০.৫ প্র/না
ন্যাপ সাইফুল আলম মামুন ৬৯৮ ০.৪ প্র/না
স্বতন্ত্র সহিদুল্লাহ সরকার ২৬৪ ০.১ প্র/না
স্বতন্ত্র আব্দুল ওয়াহাব ২২২ ০.১ প্র/না
স্বতন্ত্র ইদ্রিস আলী সরকার ২১৭ ০.১ প্র/না
স্বতন্ত্র মিলন সরকার ১৭৯ ০.১ প্র/না
স্বতন্ত্র কাজী মোস্তাকিম আহাম্মেদ ১২৩ ০.১ প্র/না
বিকেএ আঃ আজিজ খোমিনি হুজুর ১১২ ০.১ প্র/না
স্বতন্ত্র কাজী শাহ আরেফিন ১০৫ ০.১ প্র/না
স্বতন্ত্র কাজী জুন্নান বসরি ৯২ ০.০ প্র/না
স্বতন্ত্র কামরুল হাসান মিকাইল ৮৪ ০.০ প্র/না
ভাশানী ফ্রন্ট এনায়েত করিম ৭৬ ০.০ প্র/না
স্বতন্ত্র এইচ এম রফিকুল ইসলাম ৭৫ ০.০ প্র/না
স্বতন্ত্র আলী আকবর রানা ৬৯ ০.০ প্র/না
বাংলাদেশ ভাসানী আদর্শ বাস্তবায়ন পরিষদ গোলাম ফারুক সরকার ৫৮ ০.০ প্র/না
স্বতন্ত্র চৌধুরী রফিকুল হক ৫২ ০.০ প্র/না
স্বতন্ত্র জালাল উদ্দিন ৫০ ০.০ প্র/না
স্বতন্ত্র কামাল উদ্দিন ৪৭ ০.০ প্র/না
স্বতন্ত্র সৈয়দ আহমদ হোসেন আওয়াল ৩৯ ০.০ প্র/না
স্বতন্ত্র সৈয়দ মোস্তাক আহমেদ ৩৫ ০.০ প্র/না
স্বতন্ত্র নাজমুল হোসেন ৩২ ০.০ প্র/না
স্বতন্ত্র মোহাম্মদ শাহ আলম সরকার ৩০ ০.০ প্র/না
স্বতন্ত্র খলিলুর রহমান ২৯ ০.০ প্র/না
কেএসজেএল আমজাদ হোসেন ভূইয়া ২৮ ০.০ প্র/না
স্বতন্ত্র একেএম ইকবাল করিম ২২ ০.০ প্র/না
স্বতন্ত্র আইনুল হক ১২ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,২১০ ১২.২ +৯.৮
ভোটার উপস্থিতি ১,৯৯,১৫৫ ৬৫.০ -১০.৬
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন সম্পাদনা

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুমিল্লা-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৫৩,৮৯২ ৩৪.২ প্র/না
আওয়ামী লীগ ইউসুফ আব্দুল্লাহ হারুন ৫০,০৬৩ ৩১.৮ -২.৪
বিএনপি রফিকুল ইসলাম মিয়া ৪৭,৭৬৩ ৩০.৩ -৫.১
জামায়াতে ইসলামী জসিম উদ্দিন সরকার ৩,৫৭৯ ২.৩ প্র/না
স্বতন্ত্র মোঃ রফিকুল ইসলাম ৪৪৯ ০.৩ প্র/না
জাকের পার্টি মোঃ সহিদ উল্লাহ ৩৮৬ ০.২ প্র/না
স্বতন্ত্র আবু তাহের মোল্লা ৩৩৬ ০.২ প্র/না
ইসলামী ঐক্য জোট ইসমাইল জাহেদি ২৬৪ ০.২ প্র/না
স্বতন্ত্র কাজী সিদ্দিকুর রহমান ২৫৯ ০.২ প্র/না
গণফোরাম নজরুল ইসলাম ১৭৪ ০.১ প্র/না
বাংলাদেশ মেহনতি ফ্রন্ট এম এ সামাদ ১৭৩ ০.১ প্র/না
স্বতন্ত্র শেখ কুতুব উদ্দিন ৮৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,৮২৯ ২.৪ +১.২
ভোটার উপস্থিতি ১,৫৭,৪২৩ ৭৫.৬ +২৭.৭
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: কুমিল্লা-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ রফিকুল ইসলাম ৪৬,৩৮০ ৩৫.৪
আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম ৪৪,৭৯৭ ৩৪.২
স্বতন্ত্র কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৩৪,৯৬৩ ২৬.৭
বাংলাদেশ জনতা পার্টি কাজী জাহাঙ্গীর আলম ২,১৮৬ ১.৭
স্বতন্ত্র মোঃ হাবিবুল হক ১,৬৪১ ১.৩
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) সলিমুল্লাহ ৫০৭ ০.৪
স্বতন্ত্র আহমেদ মির্জা খবির ৩৭৯ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ১,৫৮৩ ১.২
ভোটার উপস্থিতি ১,৩০,৮৫৩ ৪৭.৯
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুমিল্লা-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Comilla-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা