এ. কে. এম. শাহজাহান কামাল

বাংলাদেশী রাজনীতিবিদ

এ. কে. এম. শাহজাহান কামাল (১ জানুয়ারি ১৯৫০ - ৩০ সেপ্টেম্বর ২০২৩) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী। তিনি তৎকালীন নোয়াখালী-১১লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।[][][]

এ. কে. এম. শাহজাহান কামাল
বিমান ও পর্যটন মন্ত্রী
কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০১৮ – ৬ জানুয়ারি ২০১৯
পূর্বসূরীরাশেদ খান মেনন
উত্তরসূরীমাহবুব আলী
নোয়াখালী-১১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
পূর্বসূরীপদ সৃষ্টি
উত্তরসূরীমোহাম্মদ ইসমাইল
লক্ষ্মীপুর-৩ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ৩০ সেপ্টেম্বর ২০২৩
পূর্বসূরীশহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
উত্তরসূরীগোলাম ফারুক পিংকু
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫০-০১-০১)১ জানুয়ারি ১৯৫০
আটিয়াতলী, লক্ষ্মীপুর, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)
মৃত্যু৩০ সেপ্টেম্বর ২০২৩(2023-09-30) (বয়স ৭৩)
এভারকেয়ার হাসপাতাল ঢাকা
সমাধিস্থলপারিবারিক কবরস্থান, লাহারকান্দি, লক্ষ্মীপুর
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীফেরদৌসি কামাল
সন্তান১ পুত্র ও ৩ কন্যা
পিতামাতাফরিদ আহমেদ (পিতা)
মাছুমা খাতুন (মাতা)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতি

প্রাথমিক জীবন

সম্পাদনা

এ. কে. এম. শাহজাহান কামাল ১ জানুয়ারি ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলীতে জন্মগ্রহণ করেন।[][] তার পিতার নাম ফরিদ আহমেদ এবং মাতা মাছুমা খাতুন। তার স্ত্রীর নাম ফেরদৌসি কামাল। এই দম্পতীর এক পুত্র ও তিন কন্যা।[][]

তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল[][]

শিক্ষাজীবন

সম্পাদনা

শাহজাহান কামাল ১৯৬৩ সালে তৎকালীন লক্ষ্মীপুর মডেল হাইস্কুল (বর্তমানে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়) থেকে এসএসসি, চৌমুহনী সরকারী সালেহ আহমেদ (এস.এ) কলেজ থেকে ১৯৬৫ সালে এইচএসসি পাস করেন এবং একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যায়ে এম এ শ্রেনীতে এবং আইন বিভাগেও ভর্তি হন।[]

কর্মজীবন

সম্পাদনা

শাহজাহান কামাল ২০০৯ সালে জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

শাহজাহান কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। এসময় আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।[]

১৯৭২ সালে লক্ষ্মীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।[]

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন নোয়াখালী-১১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।[][]

১৯৮৫ সালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হন।[]

২০১১ সালে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য মনোনীত হন।[][]

৩ জানুয়ারি ২০১৮ সালে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ৮ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।[][][]

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন। এই সংসদে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করন।[][১০]

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

মৃত্যু

সম্পাদনা

এ. কে. এম. শাহজাহান কামাল ৩০ সেপ্টেম্বর ২০২৩ রাত ৩.১৯ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালের মৃত্যু"দৈনিক প্রথম আলো। ৩০ সেপ্টেম্বর ২০২৩। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "সংসদ সদস্য শাহজাহান কামাল আর নেই"দৈনিক যুগান্তর। ৩০ সেপ্টেম্বর ২০২৩। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  3. আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর (৩০ সেপ্টেম্বর ২০২৩)। "লক্ষ্মীপুর-৩ আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল আর নেই"এনটিভি। ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "লক্ষ্মীপুর জেলা - জনপ্রতিনিধি : এ. কে. এম. শাহজাহান কামাল"www.lakshmipur.gov.bdমন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "Constituency 276_10th_Bn"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. একেএম শাহজাহান কামালের বর্নাঢ্য রাজনৈতিক জীবন
  8. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  9. "প্রাক্তন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণ"বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। ১৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  10. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯