বরিশাল-১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

বরিশাল-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১৯নং আসন।

বরিশাল-১
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাবরিশাল জেলা
বিভাগবরিশাল বিভাগ
মোট ভোটার
  • ৩,০৪,৩০৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৫৩,৭৫৬
  • নারী ভোটার: ১,৫০,৫৪৮
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

বরিশাল-১ আসনটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাগৌরনদী উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

বরিশাল-১ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশ প্রথম নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ তোফায়েল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ মোশাররফ হোসেন শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ সুনিল কুমার গুপ্ত জাতীয় পার্টি[][]
১৯৯১ আবুল হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ জহির উদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আবুল হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ জহির উদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ তালুকদার মোঃ ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আবুল হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ আবুল হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আবুল হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আবুল হাসনাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: বরিশাল-১[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ তালুকদার মোঃ ইউনুস ৯৮,২৪৫ ৫৭.২ +১২.১
বিএনপি আব্দুস সোবহান ৭০,৯৬৯ ৪১.৩ -১৩.১
ইসলামী আন্দোলন গোলাম মাহমুদ ১,৫৮২ ০.৯ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি শুভাষিশ সমদ্দার ৪১৫ ০.২ প্র/না
স্বতন্ত্র অশোক গুপ্তা ৩৭১ ০.২ প্র/না
স্বতন্ত্র জহির উদ্দিন স্বপন ২০৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৭,২৭৬ ১৫.৯ +৬.৬
ভোটার উপস্থিতি ১,৭১,৭৮৫ ৮৭.০ +১০.৫
বিএনপি থেকে আ.লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: বরিশাল-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জহির উদ্দিন স্বপন ৮১,৭৯১ ৫৪.৪ +১১.২
আ.লীগ আবুল হাসনাত আবদুল্লাহ ৬৭,৭৬০ ৪৫.১ ০.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ হারুন অর রশিদ ৪৭০ ০.৩ প্র/না
স্বতন্ত্র ভাবরঞ্জন বাইদা ২৬২ ০.২ প্র/না
স্বতন্ত্র জন নিহার রঞ্জন বিশ্বাস ৬৪ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৪,০৩১ ৯.৩ +৭.৩
ভোটার উপস্থিতি ১,৫০,৩৪৭ ৭৬.৫ −০.৭
আ.লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরিশাল-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আবুল হাসনাত আবদুল্লাহ ৫২,৪১৮ ৪৫.১ -২.৫
বিএনপি কাজী গোলাম মাহবুব ৫০,১২৫ ৪৩.২ +৩.২
জাপা সুনিল কুমার গুপ্ত ৬,০৫৪ ৫.২ +৪.২
জামাত সরদার আব্দুস সালাম ৫,৩৯৫ ৪.৬ -৪.৩
ইসলামী ঐক্য জোট আব্দুর রাজ্জাক খান ১,৬১৯ ১.৪ প্র/না
স্বতন্ত্র জন নিহার রঞ্জন বিশ্বাস ৩৭৪ ০.৩ প্র/না
জাতীয় জনতা পার্টি (আসাদ) মাহবুবুর রহমান ১১১ ০.১ প্র/না
স্বতন্ত্র আব্দুল লতিফ কবিরাজ ৭৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,২৯৩ ২.০ −৫.৬
ভোটার উপস্থিতি ১,১৬,১৭৫ ৭৭.২ +১৬.৬
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বরিশাল-১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আবুল হাসনাত আবদুল্লাহ ৫৫,৬৯৭ ৪৭.৬
বিএনপি কাজী গোলাম মাহবুব ৪৬,৮৫৫ ৪০.০
জামাত সরদার আব্দুস সালাম ১০,৪৩০ ৮.৯
জাকের পার্টি একেএম ফরহাদ হোসেন ১,৫১০ ১.৩
জাপা সরওয়ার আলম ১,১৫৪ ১.০
ইউসিএল জহির উদ্দিন স্বপন ৬১৩ ০.৫
স্বতন্ত্র এসকে জামান ৫৯৭ ০.৫
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) খলিলুর রহমান ১৬৫ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৮,৮৪২ ৭.৬
ভোটার উপস্থিতি ১,১৭,০২১ ৬০.৬
জাপা থেকে আ.লীগ অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বরিশাল-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা