নোয়াখালী-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
নোয়াখালী-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭১নং আসন।
নোয়াখালী-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নোয়াখালী জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
বর্তমান সাংসদ | শূন্য |
সীমানা
সম্পাদনানোয়াখালী-৪ আসনটি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: নোয়াখালী-৪[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | একরামুল করিম চৌধুরী | ১,৩১,৭০৬ | ৪৬.০ | +৪.৪ | ||
বিএনপি | মোঃ শাহজাহান | ১,১৮,৯৫৬ | ৪১.৬ | -১৩.৯ | ||
বিকল্পধারা | আব্দুল মান্নান | ৩১,৪৯৬ | ১১.০ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | আব্দুল হান্নান | ১,৩৫৬ | ০.৫ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | গোলাম আকবর | ১,০১০ | ০.৪ | প্র/না | ||
বাসদ | মোঃ দলিলের রহমান | ৮৬০ | ০.৩ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ ইক্তিয়ার উদ্দিন | ৪২৫ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | খলিদুল আমিন | ৩৩৬ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৭৫০ | ৪.৫ | -৯.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,৮৬,১৪৫ | ৮৪.৩ | +২৫.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: নোয়াখালী-৪[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মোঃ শাহজাহান | ১,১২,০৯৫ | ৫৫.৫ | +৯.৬ | |
আওয়ামী লীগ | গোলাম মহিউদ্দিন লাতু | ৮৩,৯৯৮ | ৪১.৬ | +১.৮ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী | ৪,৫৬৫ | ২.৩ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মোঃ দলিলের রহমান | ৬২৭ | ০.৩ | প্র/না | |
বিকেএ | হোসেন আহাম্মদ | ৪৬১ | ০.২ | +০.১ | |
জাতীয় পার্টি | মোঃ মোসাদ্দেকুর রহমান | ১৪৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৮.০৯৭ | ১৩.৯ | +৭.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,০১,৮৯১ | ৫৯.২ | ০.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নোয়াখালী-৪[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | মোঃ শাহজাহান | ৬১,৬৩২ | ৪৫.৯ | +৯.৭ | |
আওয়ামী লীগ | খায়রুল আনম সেলিম | ৫৩,৪১৩ | ৩৯.৮ | +৮.০ | |
জামায়াতে ইসলামী | বোরহান উদ্দিন | ১০,৯৭২ | ৮.২ | -৯.৪ | |
জাতীয় পার্টি | ফজলে এলাহী | ৬,৮২৩ | ৫.১ | -৭.৭ | |
ইসলামী ঐক্য জোট | মোহাম্মদ আব্দুল বাসেত | ৩৬৮ | ০.৩ | প্র/না | |
গণফোরাম | সালাউদ্দিন মাহমুদ | ৩০৫ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মতিন উদ্দিন আহমেদ | ২৬৪ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | ইকতিয়ার উদ্দিন ফারুক | ২৩৩ | ০.২ | প্র/না | |
বিকেএ | হোসেন আহমেদ উকিল | ১৭২ | ০.১ | -০.৫ | |
জাসদ (রব) | আতাউর করিম ফারুক | ১১৩ | ০.১ | প্র/না | |
তাহরীকে উলামায়ে-বাংলাদেশ | মোঃ মোস্তফা বিন হোসেন | ২৯ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮,২১৯ | ৬.১ | +১.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৪,৩২৪ | ৫৯.২ | +২৫.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: নোয়াখালী-৪[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | মোঃ শাহজাহান | ৩৩,৩৩৯ | ৩৬.২ | |||
আওয়ামী লীগ | গোলাম মহিউদ্দিন লাটু | ২৯,২৬১ | ৩১.৮ | |||
জামায়াতে ইসলামী | বোরহান উদ্দিন | ১৬,২১৬ | ১৭.৬ | |||
জাতীয় পার্টি | ফজলে এলাহি | ১১,৭৯১ | ১২.৮ | |||
বিকেএ | হোসেন আহাম্মদ | ৫৪৩ | ০.৬ | |||
ওয়ার্কার্স পার্টি | আমান উল্লাহ মাঝি | ২৬৩ | ০.৩ | |||
বাকশাল | সারওয়ার-এ-দ্বীন | ২০৫ | ০.২ | |||
স্বতন্ত্র | গোলাম মোস্তফা | ১৬৪ | ০.২ | |||
বাংলাদেশ ইসলামী প্রজাতান্ত্রিক পার্টি | হাবিব উল্লাহ চৌধুরী | ১৩৮ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মোঃ আব্দুল মোমেন | ১২৭ | ০.১ | |||
ন্যাপ (ভাসানী) | মোসলে উদ্দিন | ৫২ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,০৭৮ | ৪.৪ | ||||
ভোটার উপস্থিতি | ৯২,০৯৯ | ৩৩.৩ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নোয়াখালী-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নোয়াখালী-৪