জুনাইদ আহমেদ পলক

বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী

জুনাইদ আহ্‌মেদ‍ পলক[] (জন্ম: মে ১৭, ১৯৮০) একজন বাংলাদেশী আইনজীবী, রাজনীতিবিদনাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকারের সাবেক সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১১ জানুয়ারি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[]

জুনাইদ আহ্‌মেদ পলক
বাংলা উইকিপিডিয়ার ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে ২০১৫ সালে জুনাইদ আহ্‌মেদ‍ পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১৯ মে ২০১৯ – ০৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
উত্তরসূরীনাহিদ ইসলাম (উপদেষ্টা)
কাজের মেয়াদ
১২ জানুয়ারি ২০১৪ – ০৭ জানুয়ারি ২০১৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
নাটোর-৩[] আসনের
বাংলাদেশ সংসদ সদস্য
কাজের মেয়াদ
০৭ জানুয়ারি ২০০৯ – ০৬ আগস্ট ২০২৪[]
পূর্বসূরীকাজী গোলাম মোর্শেদ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
০৭ জানুয়ারি ২০১৯ – ১৯ মে ২০১৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীতারানা হালিম
উত্তরসূরীমুরাদ হাসান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1980-05-17) মে ১৭, ১৯৮০ (বয়স ৪৪)
নাটোর, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীআরিফা জেসমিন কনিকা
সন্তান
  • অপূর্ব
  • অর্জন
  • অনির্বাণ
পিতামাতাফয়েজ উদ্দিন আহমেদ (বাবা)
শিক্ষাএমএসএস, এলএলবি
প্রাক্তন শিক্ষার্থীজাতীয় বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতি
জীবিকাআইনজীবী
ওয়েবসাইটwww.palak.net.bd

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

জুনাইদ আহ্‌মেদ‍ পলক ১৯৮০ সালের ১৭ মে বাংলাদেশের নাটোর জেলার সিংডা উপজেলার সেরকোল তেলিগ্রাম এ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি ১৯৯৫ সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৭ সালে রাজশাহী ওল্ড ডিগ্রি কলেজ (বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত) থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। তার স্ত্রীর নাম আরিফা জেসমিন (কনিকা)। এ দম্পতির তিন সন্তান। তারা হলো অপূর্ণ জুনাইদ, অর্জুন জুনাইদ এবং অনির্বাণ জুনাইদ।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

বাবা মরহুম ফয়েজ উদ্দিনের পদানুসরণ করে জুনাইদ আহ্‌মেদ‍ পলক বিশ বছর বয়সে আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন। ২৮ বছর বয়সে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিনি নাটোর-৩ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।

তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকারের সাবেক সংসদ সদস্য এবং ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ১১ জানুয়ারি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

ইয়াং গ্লোবাল লিডার ২০১৬

সম্পাদনা

২০১৬ সালের মার্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহ্‌মেদ‍ পলককে ইয়াং গ্লোবাল লিডার ২০১৬' হিসেবে মনোনীত করে। ৪০ বছরের কম বয়সী তরুণদের নাম প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে তাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি Young Bangla ও CRI এর অন্যতম কান্ডারী।[] ২০১৮ তে বৈশ্বিক নীতিনির্ধারনী সংস্থা আ্যাপলিটাকল এ প্রকাশ করা হয় "ডিজিটাল গভর্নমেন্টে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন।

সমালোচনা

সম্পাদনা

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে পুরো বাংলাদেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয় এবং টানা দশ দিন বন্ধ থাকার পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।

 
'ইন্টারনেট বন্ধ করি নাই, একা একা বন্ধ হয়ে গেছে' -জুনাইদ আহমেদ পলকের বক্তব্য নিয়ে গ্রাফিতি।

ইন্টারনেট বন্ধের পর, ইন্টারনেট বন্ধ করা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দেন যা নিয়ে সমালোচনা হয়। ১৮ জুলাইয়ে তিনি বলেন, "পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।"[] ২২ জুলাই গ্রাহকদের কাছে জুনাইদ আহমেদ পলকের নামে পাঠানো এক খুদে বার্তায় বলা হয়, "সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত। মেরামত করতে সময় লাগবে।"[] ২৪ জুলাই আইসিটি ভবনে বলেন, "দুষ্কৃতকারীদের দেয়া আগুনে ক্ষতির কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়।"[] ২৭ জুলাই বলেন, "সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।"[১০] যদিও পরে জানা যায়, সরকারি নির্দেশেই ইন্টারনেট বন্ধ ছিল[] ও ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও সঠিক নয়।[১১]

২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর সরকার ফেসবুক ও টিকটক বন্ধ করে রাখে। তবে ফেসবুক, টিকটকে জুনাইদ আহমেদ পলককে সক্রিয় থাকতে দেখা যায়। যা নিয়ে "সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন" জাতীয় সমালোচনার সৃষ্টি হয়।[১২]

৬ আগস্ট ২০২৪ তারিখে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পলায়ন করার সময় আটক হন।[১৩]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Those who are new state ministers"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২৮ 
  2. "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"দৈনিক কালের কন্ঠ। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪ 
  3. "মাননীয় প্রতিমন্ত্রিগণ"। ১৫ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৮ 
  4. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  5. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  6. "ইয়াং গ্লোবাল লিডার হলেন পলক"বাংলা ট্রিবিউন। মার্চ ১৬, ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 
  8. আহমেদ, রাজীব (২৮ জুলাই ২০২৪)। "সরকারই ইন্টারনেট বন্ধ করেছিল"প্রথম আলো। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 
  9. "সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট, বন্ধ থাকছে ফেসবুক"সময় টিভি। ২৪ জুলাই ২০২৪। ২০২৪-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 
  10. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৭-২৭)। "সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে: পলক"প্রথম আলো। ২০২৪-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-৩০ 
  11. "খাজা টাওয়ারে ডাটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন"যায় যায় দিন। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 
  12. আফরিন, সুহাদা (২৮ জুলাই ২০২৪)। "ফেসবুকে কেন সক্রিয় প্রতিমন্ত্রী পলক"প্রথম আলো। ৩০ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 
  13. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৮-০৬)। "সাবেক প্রতিমন্ত্রী পলককে বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা