জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক কলেজিয়েট বিশ্ববিদ্যালয়, যা ১৯৯২ সালে সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি সারা দেশের অধিভুক্ত কলেজ ও পেশাগত প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করে। বর্তমানে এর অধীনে ২,২৫৭টি কলেজ রয়েছে,[৫] যার মধ্যে ৫৫৫টি সরকারি এবং ৮৮১টি কলেজে অনার্স কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ঢাকার উপকণ্ঠে গাজীপুরে এর প্রধান কার্যালয় অবস্থিত।[৬] প্রতিষ্ঠার পর এটি ডিগ্রি প্রদানকারী অনেক কলেজকে অধিভুক্ত করেছে, যেগুলো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
নীতিবাক্য | সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী |
---|---|
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২১ অক্টোবর ১৯৯২ |
অধিভুক্তি | বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
বাজেট | ৳২০৯৭.৩১৪ কোটি (২০২৪-২৫) [১] |
ইআইআইএন | ১৩৬৫৯০ |
আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
উপাচার্য | এ এস এম আমানুল্লাহ[২][৩] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১,৫৯,৩৭৫ (অধিভুক্ত কলেজসহ) |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১০৫১ |
শিক্ষার্থী | ৩৪,২৫,৮৩২ [৪] |
স্নাতক | ১,৭৫৫,২৫৬ |
স্নাতকোত্তর | ৩৩৪,৬৫৩ |
১৮৪ | |
অন্যান্য শিক্ষার্থী | ৭,০৪৮ |
ঠিকানা | দত্তপাড়া , , ৮৬৪১ , |
শিক্ষাঙ্গন | সারাদেশে অধিভুক্ত কলেজসমূহ |
ভাষা | বাংলা, ইংরেজি |
সংক্ষিপ্ত নাম | জাবি (এনইউ) |
ওয়েবসাইট | nu |
ইতিহাস
সম্পাদনাজাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে বাংলাদেশের সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল সারা দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা প্রদান করা। প্রতিষ্ঠার পর এটি ডিগ্রি প্রদানকারী কলেজগুলিকে অধিভুক্ত করা শুরু করে, যেগুলোর বেশিরভাগই আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এই উদ্যোগের ফলে দেশের উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে প্রসারিত হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২,২৫৭টি কলেজ রয়েছে, যার মধ্যে ৫৫৫টি সরকারি কলেজ। এর মধ্যে ৮৮১টি কলেজ অনার্স কোর্স পরিচালনা করে।[৭][৮][৯]
২০১৭ সালের ১৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।[১০]
বিকেন্দ্রীকরণ
সম্পাদনা২০১৪ সালের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় স্নাতক (সম্মান) পড়ানো হয় এমন সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন। এ বিষয়ে ইউজিসি পদক্ষেপ গ্রহণ করেছে এবং সম্প্রতি এক সভায় উপাচার্যরাও এর পক্ষে মত দেন। যার ফলশ্রুতিতে ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার সাত সরকারি কলেজকে "জাতীয় বিশ্ববিদ্যালয়" হতে বের করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
অনুষদ ও বিভাগসমূহ
সম্পাদনা- কলা অনুষদ[১১]
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- আরবি বিভাগ
- সংস্কৃত বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামি অধ্যয়ন বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- দর্শন বিভাগ
- সামাজিক বিজ্ঞান অনুষদ[১২]
- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- সমাজবিজ্ঞান বিভাগ
- সমাজকর্ম বিভাগ
- নৃবিজ্ঞান বিভাগ
- গার্হস্থ্য অর্থনীতি বিভাগ
- গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগ
- বিজ্ঞান অনুষদ[১৩]
- রসায়ন বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
- গণিত বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান বিভাগ
- প্রাণরসায়ন বিভাগ
- প্রাণীবিদ্যা বিভাগ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
- মৃত্তিকাবিজ্ঞান বিভাগ
- ভূগোল ও পরিবেশ বিভাগ
- পরিবেশ বিজ্ঞান বিভাগ
- ব্যবসায় শিক্ষা অনুষদ
- ব্যবসায় প্রশাসনে স্নাতক (প্রফেশনাল)
- পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় বিবিএ (প্রফেশনাল)
- এভিয়েশন ব্যবস্থাপনায় বিবিএ (প্রফেশনাল)
- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
- হিসাববিজ্ঞান বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
- যন্ত্রপাতি ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- অ্যারোনটিকাল প্রকৌশল অনুষদ
- অ্যারোনটিকাল এন্ড এভিয়েশন সাইন্স
- ফ্যাশন ডিজাইন অনুষদ
- এ্যাপারেল ম্যানুফেকচার এন্ড টেকনোলোজি
- ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগ
- নিট পোশাক প্রস্তুত ও প্রযুক্তি বিভাগ
- আইন অনুষদ
- আইন বিভাগ
- শিক্ষা অনুষদ
- শিক্ষায় স্নাতক
- চারুকলা অনুষদ
- ব্যাচলর অব ফাইন আর্টস
- মিডিয়া অধ্যয়ন অনুষদ
- থিয়েটার ও গণমাধ্যম অধ্যয়ন
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাবর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ (২০১৩-১৪) নতুন সিলেবাসের মাধ্যমে চার (৪) বছর মেয়াদী স্নাতক অনার্স (সম্মান) ও এক (১) বছর মেয়াদী স্নাতকোত্তর বা মাস্টার্স কোর্স চালু করেছে। এছাড়াও তিন (৩) বছর মেয়াদী স্নাতক ডিগ্রি (পাস) কোর্স ও দুই (২) বছর প্রিলিমিনারি টু মাস্টার্স এবং চার (৪) বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিল. ডিলিট ডিগ্ৰি এর ব্যবস্থাও আছে।
উপাচার্যগণ
সম্পাদনানিম্নোক্ত ব্যক্তিবর্গ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:[১৪]
নং | নাম | কার্যকাল |
---|---|---|
১ | মুহাম্মদ আবদুল বারী | ১৯৯২-১৯৯৬ |
২ | আমিনুল ইসলাম | ১৯৯৬-২০০০ |
৩ | দুর্গাদাস ভট্টাচার্য | ২০০০-২০০১ |
৪ | আবদুল মমিন চৌধুরী | ২০০১-২০০৩ |
৫ | আফতাব আহমাদ | ২০০৩-২০০৫ |
৬ | ওয়াকিল আহমদ | ২০০৫-২০০৭ |
৭ | সৈয়দ রাশিদুল হাসান (ভারপ্রাপ্ত) | ২০০৭-২০০৮ |
৮ | এম মোফাখখারুল ইসলাম | ২০০৮-২০০৯ |
৯ | কাজী শহীদুল্লাহ | ২০০৯-২০১৩ |
১০ | হারুন-অর-রশিদ | ২০১৩-২০২১ |
১১ | মশিউর রহমান | ২০২১-২০২৪ |
১২ | এ এস এম আমানুল্লাহ | ২০২৪-অদ্যাবধি |
গবেষণা এবং প্রকাশনা
সম্পাদনা- জাতীয় বিশ্ববিদ্যালয়ের জার্নাল
- প্রকাশনা "৭ দফার ১০০ বছর"
- নিউজলেটার
- সমাচার
অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি মিলে ১৯২১টি স্নাতক পাস (ডিগ্রি), ৮৮১টি স্নাতক, ১৭৬টি স্নাতকোত্তর, ৩১৭টি পেশাদার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যাতে ৩৪,২৫,৮৩২ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[১৫]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সংবাদদাতা, নিজস্ব; গাজীপুর (২০২৪-০৭-১৩)। "জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০৯৭ কোটি টাকার বাজেট"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১০।
- ↑ "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ"। দি ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৭ আগষ্ট ২০২৪।
- ↑ "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য"। ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ২৭ আগষ্ট ২০২৪।
- ↑ "CMES"। cmes.nu.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১২।
- ↑ "Brief History - National University"। nu.edu.bd। ২৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "অবহেলার নাম জাতীয় বিশ্ববিদ্যালয়"। প্রতিদিনের সংবাদ। ৩১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] এডুকেশন নিউজ টুয়েন্টিফোর ডট নেট
- ↑ "১৷ সংক্ষিপ্ত শিরোনামা, প্রবর্তন ও প্রয়োগ"। minlaw.gov.bd।
- ↑ "Brief History - National University"। nu.edu.bd। ২৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "অনুষ্ঠিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন"। দৈনিক ইনকিলাব। ২৩ জানুয়ারি ২০১৭। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১।
- ↑ "Faculty of Arts" [কলা অনুষদ]। জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Faculty of social science" [সামাজিক বিজ্ঞান অনুষদ]। জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Faculty of Science" [বিজ্ঞান অনুষদ]। জাতীয় বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদরগণের তালিকা ও কার্যকাল"। জাতীয় বিশ্ববিদ্যালয়। ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "CMES"। cmes.nu.ac.bd। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১৮।