ওয়াকিল আহমদ

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

ওয়াকিল আহমেদ (জন্ম: ৫ এপ্রিল ১৯৪১) বাংলা ভাষার একজন লেখক, যিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। তিনি সাহিত্য বিষয়ক গবেষণা ও সমালোচনার জন্য খ্যাত।

ওয়াকিল আহমেদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২১ জুলাই ২০০৫ – ২৬ ডিসেম্বর ২০০৭


পূর্বসূরীআফতাব আহমাদ
উত্তরসূরীসৈয়দ রাশিদুল হাসান
বাংলা একাডেমির সভাপতি
কাজের মেয়াদ
১২ ফেব্রুয়ারি ২০০২ – ১১ ফেব্রুয়ারি ২০০৬


পূর্বসূরীআনিসুজ্জামান
উত্তরসূরীমোহাম্মদ হারুন-উর-রশিদ
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি
কাজের মেয়াদ
১৯৯৬ – ১৯৯৭


পূর্বসূরীসিরাজুল ইসলাম
উত্তরসূরীমোহাম্মদ হারুন-উর-রশিদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-04-05) ৫ এপ্রিল ১৯৪১ (বয়স ৮৩)
আজাদনগর, সুতী থানা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত
জাতীয়তাবাংলাদেশী
পেশাবাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক
যে জন্য পরিচিতসাহিত্য বিষয়ক গবেষণা ও সমালোচক
পুরস্কার

ড. ওয়াকিল আহমদ ১৯৪১ সালের ৫ই এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতী থানায় আজাদনগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রিয়াজউদ্দীন বিশ্বাস ও মাতার নাম হাবিবা বেগম।

শিক্ষা জীবন

সম্পাদনা

ওয়াকিল আহমদ ১৯৫৬ সালে মুর্শিদাবাদের নিমতিতা গৌরসন্দুর দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। বিজ্ঞান বিভাগে তিনি ইন্টারমিডিয়েট পাস করেন ১৯৫৮ সালে মুর্শিদাবাদেরই জঙ্গীপুর কলেজ থেকে। অতঃপর সেন্ট্রাল ক্যালকাটা কলেজ থেকে ১৯৬০-এ বাংলায় স্নাতক সম্মান ডিগ্রী লাভ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এম,এম পাস করেন ১৯৬২ সালে। অবশেষে ১৯৭২ সালে তিনি পিএইচ.ডি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর পিএইচ.ডি থিসিসের শিরোনাম বাংলার লোকসাহিত্যে লোক-সংস্কৃতির উপাদান। ১৯৮০ সালে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি,লিট, লাভ করেন। এ সময় তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনার ধারা[]

কর্মজীবন

সম্পাদনা

অধ্যাপক ওয়াকিল আহমদ আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি গবেষণা ও লেখালিখি করেছেন ও প্রকাশ করেছেন। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (২০০৫-০৭) দায়িত্বও পালন করেছেন।

পারিবারিক জীবন

সম্পাদনা

তাঁর স্ত্রীর নাম শামসে আরা বেগম।

প্রকাশিত গ্রন্থ

সম্পাদনা

প্রবন্ধ-গবেষণা

সম্পাদনা
  • বাংলার লোক-সংস্কৃতি (১৯৭৪);
  • উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা (১৯৮৩);
  • বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান (১৯৭০);
  • বাংলা সাহিত্যের পুরাবৃত্ত (১ম খ- ১৯৭৫, ২য় খ- ১৯৯০);
  • সুলতান আমলে বাংলা সাহিত্য (১৯৬৮);
  • বাংলায় বিদেশী পর্যটক (১৯৬৮);
  • মধ্যযুগে বাংলা কাব্যের রূপ ও ভাষা (১৯৯৪);
  • বাংলার মুসলিম বুদ্ধিজীবী (১৯৮৫);
  • বাংলা লোকসাহিত্য : প্রবাদ ও প্রবচন (১৯৯৪);
  • ধাঁধা (১৯৯৫);
  • মন্ত্র (১৯৯৫);
  • ছড়া (১৯৯৮);
  • ভাওয়াইয়া (১৯৯৫);
  • ভাটিয়ালী গান (১৯৯৭);
  • সারিগান (১৯৯৮);
  • বাউল গান (২০০০);
  • বাংলা লোককলাতত্ত্ব ও মতবাদ (১৯৯৯);
  • বাংলা লোককলা প্রবন্ধবলি (২০০১);
  • ব্যক্তি ও ব্যক্তিত্ব (২০০১);
  • লালন গীতি সমগ্র (২০০১);
  • নজরুল : লেটো ও লোকঐতিহ্য (২০০১);
  • বিদোহী কবিতার জীবনবৃত্তান্ত (২০১৯);
  • বাংলা লৌকক জ্ঞানকোষ (২০১১);
  • লোকসংস্কৃতি (২০০৭);
  • বাংলার সুফি পির-দরবেশঃ ইতিহাস ও ঐতিহ্য (২০১৮);
  • বাংলার মুসলমানের শিকড় ও আত্মপরিচয় (২০২১);
  • গৌড়-পান্ডুয়ার আলাই পরিবার (২০২১)।
  • একরামুদ্দীন আহমদ (১৯৮৮);
  • মোহাম্মদ রওশন আলী চৌধুরী (১৯৮৯);
  • রওশন আলী খান ইউসসুফজয়ী (১৯৯০);
  • শেখ আব্দুস সোবহান (১৯৯২);
  • বাংলার রেনেসাঁ ও অন্যান্য প্রসঙ্গ (২০০৪);
  • সময়ের ভাবনা (২০০৫);
  • বাংলায় মুসলিম সভা-সমিতির ইতিহাস (২০০৫)।

সম্পাদনা

সম্পাদনা
  • দ্য ইন্ডেক্স অব দ্য মোহামেডান অবজারভার অ্যান্ড দি মুসলিম ক্রোনিকল : ১৯৪৫-১৯৫০ (১৯৮৮);
  • আধুনিক বাংলা সাহিত্য প্রতিভা : স্বাতন্ত্র্য বিচার (১৯৮৭);
  • বাঙালির চিন্তাধারা : আধুনিক যুগ (১৯৯০);
  • বাঙালির দর্শন চিন্তা (১৯৯১);
  • নজরুল জন্মশতবর্ষ (১৯৯৯)।

সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. লেখক অভিধান, বাংলা একাডেমী, ২০০৭, ঢাকা।

বহিঃসংযোগ

সম্পাদনা