দুর্গাদাস ভট্টাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

দুর্গাদাস ভট্টাচার্য (জন্ম: ১ নভেম্বর ১৯৪১) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[]

অধ্যাপক ড.
দুর্গাদাস ভট্টাচার্য
উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২১ অক্টোবর ২০০০ – ৯ সেপ্টেম্বর ২০০১
পূর্বসূরীআমিনুল ইসলাম
উত্তরসূরীআবদুল মমিন চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1941-11-01) ১ নভেম্বর ১৯৪১ (বয়স ৮৩)
যশোদল, সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলা
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীজগন্নাথ কলেজ
মস্কো স্টেট টেক্সটাইল ইনস্টিটিউট, রাশিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

দুর্গাদাস ভট্টাচার্য ১৯৪১ সালের ১ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদলে জন্মগ্রহণ করেন। তিনি আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক ও গুরুদয়াল কলেজ থেকে ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি জগন্নাথ কলেজ থেকে ১৯৬২ সালে বাণিজ্যে স্নাতক ও ১৯৬৪ সালে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাবেক সোভিয়েত রাশিয়ার মস্কো স্টেট টেক্সটাইল ইনস্টিটিউট থেকে ১৯৭৭ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

দুর্গাদাস ভট্টাচার্য ১৯৬৫ সালে জগন্নাথ কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন এবং ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি মুজিবনগর সরকারের শরণার্থী প্রত্যাবর্তন ও পুনর্বাসন প্রকল্পের প্রশাসক ও হিসাব কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

দুর্গাদাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ছিলেন।[] ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[] ২০১২ সালে তার উদ্যোগে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যানের সভা অনুষ্ঠিত"যায়যায়দিন। ৩১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  2. হাসিব, নিয়াজ আহমেদ। "অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য"আমাদের কিশোরগঞ্জ। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  3. "বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদরগণের তালিকা ও কার্যকাল"জাতীয় বিশ্ববিদ্যালয়। ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  4. "অনুমোদন পেল আরো ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৩ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  5. "আমাদের সম্পর্কে"ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  6. "কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি'র বিদায় সংবর্ধনা"মানবজমিন। ৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪