বরগুনা-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বরগুনা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরগুনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০৯নং আসন।
বরগুনা-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বরগুনা জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বরগুনা-২ → |
সীমানা
সম্পাদনাবরগুনা-১ আসনটি বরগুনা জেলার আমতলী উপজেলা, তালতলী উপজেলা ও বরগুনা সদর উপজেলা নিয়ে গঠিত।[২][৩]
ইতিহাস
সম্পাদনাবরগুনা-১ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়েছিল, যখন পটুয়াখালী জেলাকে ভেঙ্গে দুটি জেলায় (বরগুনা ও পটুয়াখালী) ভাগ করা হয়েছিল।
২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করে। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: বরগুনা-১[৬][৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ধীরেন্দ্র দেবনাথ শম্ভু | ৮৫,০৮০ | ৫৬.৪ | +৬.২ | |
স্বতন্ত্র | দেলোয়ার হোসেন | ৬৫,১৭৯ | ৪৩.২ | +১২.৪ | |
বিএনএফ | মো. খোলিলুর রহমান খান | ৫১২ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৯০১ | ১৩.২ | -৬.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৫০,৭৭১ | ৪১.৯ | -৪০.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: বরগুনা-১[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | ধীরেন্দ্র দেবনাথ শম্ভু[১০] | ১,৩১,৩৬৮ | ৫০.২ | +১৫.৯ | ||
স্বতন্ত্র | দেলোয়ার হোসেন | ৮০,৫৯০ | ৩০.৮ | -২৫.৯ | ||
বিএনপি | মতিয়ার রহমান তালুকদার | ২৪,৬৮৬ | ৯.৪ | +৮.৫ | ||
ইসলামী আন্দোলন | মোঃ মোশারেফ হোসেন | ২১,৩৮৪ | ৮.২ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ কামরুজ্জামান খালেক | ২,৩৫৪ | ০.৯ | প্র/না | ||
তরিকত ফেডারেশন | শাহ মোঃ আব্দুল কালাম | ৫১০ | ০.২ | প্র/না | ||
বাসদ | ফেরদৌস আহম্মদ | ৩৬৩ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | রশিদুল হাসান খান | ২২৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫০,৭৭৮ | ১৯.৪ | -২.৯ | |||
ভোটার উপস্থিতি | ২,৬১,৪৭৯ | ৮২.৩ | +১৯.৭ | |||
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: বরগুনা-১[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | দেলোয়ার হোসেন | ৮৪,৬১১ | ৫৬.৭ | প্র/না | ||
আওয়ামী লীগ | ধীরেন্দ্র দেবনাথ শম্ভু | ৫১,৩০২ | ৩৪.৩ | -১৩.৪ | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | আবদুর রশিদ | ১১,৮৮৯ | ৮.০ | প্র/না | ||
বিএনপি | মোঃ জাহাঙ্গীর হোসেন | ১,৩৭৬ | ০.৯ | -১৫.৩ | ||
জাসদ | জিয়াউল কবির দুলু | ১৭৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৩,৩০৯ | ২২.৩ | -০.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৯,৩৫৬ | ৬২.৬ | -৩.৩ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরগুনা-১[১১] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | ধীরেন্দ্র দেবনাথ শম্ভু | ৫৪,৯৫৩ | ৪৭.৭ | +৭.৩ | |
ইসলামী ঐক্য জোট | আব্দুর রশিদ | ২৮,৪৭৯ | ২৪.৭ | প্র/না | |
বিএনপি | মোঃ আবদুর রহমান | ১৮,৭০৩ | ১৬.২ | -৫.১ | |
জাতীয় পার্টি | জাফরুল হাসান ফরহাদ | ৭,৮৯০ | ৬.৮ | +৫.২ | |
জামায়াতে ইসলামী | সুলতান আহমেদ | ২,৬৫৯ | ২.৩ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ মজিবুর রহমান | ১,১৬০ | ১.০ | -০.৬ | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | গাজী মোঃ আব্দুর রশিদ | ৪৫০ | ০.৪ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | আব্দুল হালিম | ৪৪১ | ০.৪ | প্র/না | |
জাসদ (রব) | মোঃ আব্দুস সোবহান | ২৬৮ | ০.২ | -৩.১ | |
স্বতন্ত্র | মোঃ আঃ সোবহান | ২৪৩ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৪৭৪ | ২৩.০ | +৯.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,১৫,২৪৬ | ৬৫.৯ | +২০.৬ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: বরগুনা-১[১১] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | ধীরেন্দ্র দেবনাথ শম্ভু | ৪৪,৭২২ | ৪০.৪ | |||
ইসলামী ঐক্য জোট | আঃ রশিদ পীর সাহেব | ২৯,৫০৭ | ২৬.৭ | |||
বিএনপি | মোঃ ফজলুল হক সাগির | ২৩,৫৪০ | ২১.৩ | |||
জাসদ (রব) | হুমায়ুন কবির হিরু | ৩,৬৬১ | ৩.৩ | |||
স্বতন্ত্র | কবির আহসান | ২,৬৬৩ | ২.৪ | |||
জাকের পার্টি | মজিবুর রহমান | ১,৮১৭ | ১.৬ | |||
জাতীয় পার্টি | জাফরুল হাসান ফরহাদ | ১,৭৪৬ | ১.৬ | |||
স্বতন্ত্র | জালাল আহমেদ | ১,৩২০ | ১.২ | |||
স্বতন্ত্র | আঃ নাসের আজম খান | ১,১৬৯ | ১.১ | |||
ন্যাপ (মুজাফফর) | মোঃ নুরুল আলম | ৩৪০ | ০.৩ | |||
ফ্রিডম পার্টি | নাজমুল আহসান | ১২৯ | ০.১ | |||
এনডিপি | এ.কে.এ. আজিজ | ৯১ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,২১৫ | ১৩.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,১০,৭০৫ | ৪৫.৩ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বরগুনা-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Barguna-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Barguna-1"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ গেজেটে এমপির নাম ভুল!। ইত্তেফাক। ১ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বরগুনা-১