বগুড়া-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
বগুড়া-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৭নং আসন।
বগুড়া-২ | |
---|---|
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | বগুড়া জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← বগুড়া-১ বগুড়া-৩ → |
সীমানা
সম্পাদনাবগুড়া-২ আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শরিফুল ইসলাম জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | এ কে এম হাফিজুর রহমান | ১,৩৪,৩৫৯ | ৫৯.৯ | -৩.৯ | |
জাপা | শরিফুল ইসলাম জিন্নাহ | ৮৮,৯৭৭ | ৩৯.৭ | প্র/না | |
বিকল্পধারা | মো: আনিসুর রহমান | ৯৭০ | ০.৪ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৫,৩৮২ | ২০.২ | −১৭.৫ | ||
ভোটার উপস্থিতি | ২,২৪,৩০৬ | ৯২.১ | +৭.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | রেজাউল বারী ডিনা | ১,১৬,৮০৬ | ৬৩.৮ | +১২.২ | |
আ.লীগ | মাহমুদুর রহমান মান্না | ৪৭,৮১৯ | ২৬.১ | +১২.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শরিফুল ইসলাম জিন্নাহ | ১৭,৭১৬ | ৯.৭ | প্র/না | |
জাসদ | মোঃ আব্দুল করিম মণ্ডল | ৪৩৬ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মোজাফফর হোসেন | ৩৯০ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬৮,৯৮৭ | ৩৭.৭ | +৩.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৩,১৬৭ | ৮৪.৯ | +৪.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | এ কে এম হাফিজুর রহমান | ৭৪,৩৪৫ | ৫১.৬ | +২৭.৪ | ||
জামাত | শাহাদুজ্জামান | ২৪,৫৯৩ | ১৭.১ | -১৬.৯ | ||
জাপা | শরিফুল ইসলাম জিন্নাহ | ২১,৫১৮ | ১৪.৯ | +৮.৭ | ||
আ.লীগ | মাহমুদুর রহমান মান্না | ১৯,৮৭১ | ১৩.৮ | +২.৮ | ||
গণফোরাম | মাসুদুর রহমান হেলাল | ৩,৭৯৫ | ২.৬ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৯,৭৫২ | ৩৪.৫ | +২৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৪,১২২ | ৮০.৬ | +২২.০ | |||
জামাত থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামাত | শাহাদুজ্জামান | ৩৩,৯৬৯ | ৩৪.০ | |||
বিএনপি | মো: মোতিয়ার রহমান প্রাঃ | ২৪,২১৩ | ২৪.২ | |||
স্বতন্ত্র | মো: আবুল কাশেম ফকির | ১৩,৯৬৭ | ১৪.০ | |||
আ.লীগ | মোঃ আবুল কাশেম ফকির | ১০,৯৫৮ | ১১.০ | |||
জাপা | মোজাফফর হোসেন | ৬,১৬৪ | ৬.২ | |||
ফ্রিডম পার্টি | সৈয়দ মাসকারুল আলম চৌধুরী | ৩,৭৩৫ | ৩.৭ | |||
জাসদ | আলতাব হোসেন | ২,৩৪৬ | ২.৩ | |||
জাতীয় মুক্তি দল | মাহমুদুর রহমান মান্না | ২,১৮০ | ২.২ | |||
স্বতন্ত্র | শহীদুল্লা | ১,২৬৬ | ১.৩ | |||
জাকের পার্টি | আব্দুল সামাদ | ৯১৪ | ০.৯ | |||
স্বতন্ত্র | মোঃ হাবিবুর রহমান প্রাঃ | ২৯৭ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৭৫৬ | ৯.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,০০,০০৯ | ৫৮.৬ | ||||
থেকে জামাত অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বগুড়া-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "সেই ২৩৪ এমপি প্রার্থী এখন কোথায় | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬।
- ↑ "বিএনপির ঘাঁটিতে সহিংস জামায়াত"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে বগুড়া-২
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |