ঢাকা-১৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঢাকা-১৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭নং আসন।
ঢাকা-১৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
← ঢাকা-১৩ ঢাকা-১৫ → |
সীমানা
সম্পাদনাঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সম্পাদনা২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে।
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | কামাল হোসেন | বাংলাদেশ আওয়ামী লীগ | |
১৯৭৯ | এস এ খালেক | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | আসলামুল হক | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
জুন ২০২১ উপ-নির্বাচন | আগা খান মিন্টু | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০২৪ | মাইনুল হোসেন খান নিখিল | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০২১
সম্পাদনাউপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা "আগা খান মিন্টু"।
২০১৪
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আসলামুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৩]
২০০৮
সম্পাদনাসাধারণ নির্বাচন, ২০০৮: ঢাকা-১৪ | ||||
---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |
আওয়ামী লীগ | মো: আসলামুল হক | ১,৪৮,৪৪০ | ৬২.০ | |
বিএনপি | এম.এ খালেক | ৪৮,৪৪৯ | ৩৫.৫ | |
দল নাই | অন্যান্য ৫ প্রার্থী | ৫,৯৬৮ | ০২.৫% | |
সর্বমোট ভোট | ২৩৯,২৫৭ | ' |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-১৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঢাকা-১৪