কবিরুল হক
বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য
মো: কবিরুল হক মুক্তি (জন্ম: ৩০ জুন, ১৯৭১) বাংলাদেশের নড়াইল-১ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [১]
মো: কবিরুল হক মুক্তি | |
---|---|
জাতীয় সংসদ | |
কাজের মেয়াদ ২০১৪ – বর্তমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নড়াইল জেলা, বাংলাদেশ | ৩০ জুন ১৯৭১
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | এখলাস উদ্দিন আহমদ |
জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা
কবিরুল হকের পৈতৃক বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে। তিনি স্নাতকোত্তর পাশ করেছেন। তার পিতা এখলাস উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন যশোর-১২ আসনের সংসদ সদস্য ছিলেন।
কর্মজীবন সম্পাদনা
পেশায় ব্যবসায়ী কবিরুল হক রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি দুই দুই বার কালিয়া পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান (১৯৯৯-২০০৮) ও কালিয়া উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ নড়াইল-১, মো: কবিরুল হক মুক্তি। "Constituency 93_10th_Bn"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৬।