নড়াইল-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
নড়াইল-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নড়াইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৩নং আসন।
নড়াইল-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নড়াইল জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
← মাগুরা-২ নড়াইল-২ → |
সীমানা
সম্পাদনানড়াইল-১ আসনটি নড়াইল জেলার কালিয়া উপজেলা, কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে কবিরুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | কবিরুল হক | ৬৩,৮২৬ | ৩৯.৫ | প্র/না | ||
বিএনপি | বিশ্বাস জাহাঙ্গীর আলম | ৫০,৭৭৭ | ৩১.৪ | -৪২.৬ | ||
আওয়ামী লীগ | বিমল বিশ্বাস | ৪৩,২৯৫ | ২৬.৮ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | মো: আইয়ুব হোসেন মিনা | ৩,৮২২ | ২.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | ধীরেন্দ্র নাথ সাহা | ৬৩ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,০৪৯ | ৮.১ | −৪১.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৬১,৭৮৩ | ৮৮.৪ | +৪১.৮ | |||
বিএনপি থেকে স্বতন্ত্র অর্জন করে |
২০০১ সালের সাধারণ নির্বাচনে শেখ হাসিনা পাঁচটি আসনে দাড়ান: রংপুর-৬, নড়াইল-১, নড়াইল-২, বরগুনা-৩, এবং গোপালগঞ্জ-৩। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি গোপালগঞ্জ-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।[৭] জানুয়ারি ২০০২ সালের উপ-নির্বাচনে বিএনপির ধীরেন্দ্র নাথ সাহা নির্বাচিত হন।[৮]
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | ধীরেন্দ্র নাথ সাহা | ৬৩,৮৯৬ | ৭৪.০ | +১৯.৪ | ||
আওয়ামী লীগ | এম আজিজুল হক | ২১,৫৩০ | ২৪.৯ | -২৯.৭ | ||
জাতীয় পার্টি | একেএম কামরুজ্জামান | ৯১৭ | ১.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪২,৩৬৬ | ৪৯.১ | +৩৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ৮৬,৩৪৩ | ৪৬.৬ | −২৭.১ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শেখ হাসিনা | ৭৮,২১৬ | ৫৪.৬ | +৮.৫ | |
বিএনপি | ধীরেন্দ্র নাথ সাহা | ৬১,৪১৩ | ৪২.৯ | +১৮.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শরিফ মুনির হোসেন | ২,৭৪১ | ১.৯ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | মো: নজরুল ইসলাম | ৪০১ | ০.৩ | প্র/না | |
বিকেএ | আ: কুদ্দুস শেখ | ২৩৭ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | লুৎফর রহমান সরদার | ৭৮ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | ইশতিয়াক হোসেন শিকদার | ৩৮ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৬,৮০৩ | ১১.৭ | −১০.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৩,১২৪ | ৭৬.২ | +১.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ধীরেন্দ্র নাথ সাহা | ৫১,১৬৭ | ৪৬.১ | +০.২ | |
বিএনপি | বিশ্বাস জাহাঙ্গীর আলম | ২৬,৯৪৮ | ২৪.৩ | -০.৬ | |
জাতীয় পার্টি | গাজী আসরাফ উল আলম | ১৮,৬২২ | ১৬.৮ | +১৬.০ | |
জামায়াতে ইসলামী | এম এইচ বাহাউদ্দিন | ৭,৩৮৯ | ৬.৭ | +০.৯ | |
ইসলামী ঐক্য জোট | সিরাজ খান | ৫,০৯৪ | ৪.৬ | +০.১ | |
জাসদ | শরীফ নুরুল আম্বিয়া | ১,২২৮ | ১.১ | -০.৪ | |
গণফোরাম | তরিকুল ইসলাম | ৩৯৪ | ০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | মুন্সি রুহুল কুদ্দুস | ১৪১ | ০.১ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (আসাদ) | মো: আশিকুল আলম | ৪১ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,২১৯ | ২১.৮ | +০.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,১১,০২৪ | ৭৪.৭ | +১৯.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ধীরেন্দ্র নাথ সাহা | ৪৭,১৫৮ | ৪৫.৯ | |||
বিএনপি | গৌতম মিত্র | ২৫,৬০৪ | ২৪.৯ | |||
স্বতন্ত্র | গাজী আসরাফ উল আলম | ১৩,৫৩৩ | ১৩.২ | |||
জামায়াতে ইসলামী | এস এম ফারুক আহম্মদ | ৫,৯১৩ | ৫.৮ | |||
ইসলামী ঐক্য জোট | শাহাদাত | ৪,৬৬৪ | ৪.৫ | |||
স্বতন্ত্র | শাহদাত | ২,৩৯৮ | ২.৩ | |||
জাসদ | শরিফ নুরুল আম্বিয়া | ১,৫০৩ | ১.৫ | |||
জাতীয় পার্টি | এসএম আবু সায়ীদ | ৮২৪ | ০.৮ | |||
বাংলাদেশ হিন্দু লীগ | গোবিন্দ | ৩৮৪ | ০.৪ | |||
জাসদ (রব) | জমির হোসেন | ৩৮২ | ০.৪ | |||
জাকের পার্টি | মো: দেলোয়ার হোসেন | ২১৩ | ০.২ | |||
স্বতন্ত্র | তফিকুর রহমান | ১৮২ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২১,৫৫৪ | ২১.০ | ||||
ভোটার উপস্থিতি | ১,০২,৭৫৮ | ৫৫.২ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নড়াইল-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Statistical Report: 8th Parliament Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৮ম সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ২৪–২৫, ৩৮। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮।
- ↑ ক খ "Statistical Report: 8th Parliament Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৮ম সংসদ নির্বাচন] (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩৫৮, ৩৬৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নড়াইল-১