শফিকুল ইসলাম শিমুল

বাংলাদেশী রাজনীতিবিদ

শফিকুল ইসলাম শিমুল (জন্ম: ০৩ জুলাই ১৯৭৬) বাংলাদেশের নাটোর-২ (নাটোর সদর উপজেলানলডাঙ্গা উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। [১]

শফিকুল ইসলাম শিমুল
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০১৪ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1976-07-03) ৩ জুলাই ১৯৭৬ (বয়স ৪৭)
নাটোর জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জন্ম ও শিক্ষাজীবন সম্পাদনা

শফিকুল ইসলাম শিমুলের পৈতৃক বাড়ি নাটোর জেলার নাটোর সদর উপজেলায়। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন সম্পাদনা

পেশায় ঠিকাদার ও সরবরাহকারী শফিকুল ইসলাম শিমুল রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন।

বিতর্ক সম্পাদনা

বিভিন্ন টিভি ও পত্রিকার সংবাদ অনুযায়ী, এমপি শিমুল নাটোর ও কানাডার বেগমপাড়ায় স্ত্রী শামীমা সুলতানা জান্নাতি'র নামে বিলাসবহুল দুটি বাড়ি করেছেন। এছাড়া কানাডাসহ দেশের বিভিন্ন ব্যাংকে স্ত্রী, আত্মীয়-স্বজন ও প্রতিনিধির নামে তিনি প্রচুর টাকা রেখেছেন।[২]

শিমুলের বিরুদ্ধে ২৯ জুলাই, ২০২১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরকার সুজিত কুমার জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।[৩]

শিমুলের ভয়ে জীবনের শঙ্কা প্রকাশ করে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগেরও পরিকল্পনা করেন সংরক্ষিত নারী সাংসদ রত্না আহমেদ[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. নাটোর-২, মো: শফিকুল ইসলাম শিমুল। "Constituency 58_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৮ 
  2. "কানাডার ৩ ব্যাংকে যত টাকা আছে এমপি শিমুলের"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০১ 
  3. "এমপি শিমুলের বিরুদ্ধে থানায় জিডি"Barta24 (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০১ 
  4. "নাটোরে শিমুলের কাছে অসহায় দুই সাংসদ" 

বহি:সংযোগ সম্পাদনা