শেখ তন্ময়
শেখ সারহান নাসের তন্ময় (যিনি শেখ তন্ময় নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।[১]
শেখ সারহান নাসের তন্ময় | |
---|---|
বাগেরহাট-২ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – ৬ আগস্ট ২০২৪[১] | |
পূর্বসূরী | মীর শওকাত আলী বাদশা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৯ জুন ১৯৮৭ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতা | শেখ হেলাল উদ্দিন |
পেশা | রাজনীতিবিদ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাশেখ তন্ময় ১৯৮৭ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম শেখ হেলাল উদ্দীন ও মাতার নাম শেখ রুপা চৌধুরী। তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত ঢাকায় অধ্যয়নের পর ভারতে একটি আবাসিক বিদ্যালয়ে গমন করেন। তবে পরবর্তীতে পুনরায় ঢাকাতে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন। ২০০৭ সালে পুনরায় ভারত গমন করেন ও ২০১২ সালে দেশে ফিরে আসেন।[৩] পরবর্তীতে লন্ডন থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৪] সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকুরীর মাধ্যমে তন্ময় প্রথম কর্মজীবন শুরু করেন।[৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনাশেখ তন্ময় রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না। ২০০১ সালে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সাথে যুক্ত ছিলেন।[৪] ২০১৭ সালে আওয়ামী লীগের বাগেরহাট পৌর শাখার সদস্যপদ লাভের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন।[৩] ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১][৬][৭][৮]
ব্যক্তিগত ও পারিবারিক জীবন
সম্পাদনাশেখ তন্ময় ব্যক্তিগত জীবনে শেখ ইফরারের সাথে ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৪][৯] ইফরার শিক্ষকতা পেশায় যুক্ত আছেন।[৪] তন্ময়ের পিতা শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।[১০] পারিবারিকভাবে তন্ময় বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক শেখ-ওয়াজেদ পরিবারের সাথে সম্পৃক্ত। তন্ময়ের দাদা শেখ আবু নাসের যিনি শেখ মুজিবুর রহমানের ছোট ভাই। শেখ হেলাল সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই।[১১] অর্থাৎ শেখ হাসিনা তার ফুুুফু হন।তার বোন শেখ সায়রা রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থর সাথে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা রাষ্ট্রপতির"। দৈনিক কালের কন্ঠ। ২০২৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪।
- ↑ "হলফনামা"। নির্বাচন কমিশন। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ গ "ফেসবুকে তাকে নিয়ে হইচই, যা বলছেন শেখ তন্ময় | কালের কণ্ঠ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ গ ঘ "রাজনীতিতে শেখ পরিবারের 'নতুন' সদস্য তন্ময়"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "দুই লক্ষাধিক ভোটে জয়ী শেখ তন্ময়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
- ↑ "ও ভালো মানুষ, ভালো মানুষ খারাপ কাজ করে না: শেখ তন্ময়ের স্ত্রী"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "পাশাপাশি আসনে শেখ তন্ময় ও তার বাবার জয়"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Hasina's relatives pile up assets in 5 years | Dhaka Tribune"। archive.dhakatribune.com। ৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৬।