শেখ-ওয়াজেদ পরিবার

বাংলাদেশে রাজনৈতিক পরিবার

শেখ-ওয়াজেদ পরিবার হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার।[][] প্রাথমিকভাবে শেখ মুজিবুর রহমান এবং তার বংশধরদের নিয়ে এটি গঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ঐতিহ্যগতভাবেই অনেকটাই তাদের ঘিরে আবর্তিত হয়।[][]

শেখ-ওয়াজেদ পরিবার
টুঙ্গিপাড়ার শেখ পরিবারের বাসস্থান (শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এর পাশে)
বর্তমান অঞ্চলগোপালগঞ্জ
উৎপত্তির স্থানটুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ
সদস্য
বৈশিষ্ট্যরাজনৈতিক প্রাধান্য
ঐতিহ্যইসলাম

পারিবারিক উৎপত্তি

সম্পাদনা
 
শেখ পরিবারের একটি পুরনো বাড়ি

টুঙ্গিপাড়ার শেখ পরিবারে প্রথম ব্যক্তি যিনি বাংলায় আসেন, তিনি হলেন শেখ আবদুল আওয়াল দরবেশ। শেখ আবদুল আওয়াল ইরাকের রাজধানী বাগদাদের একটি উপকণ্ঠে জন্মগ্রহণ করেন।[] ১৮শ শতকের প্রারম্ভে, শেখ আবদুল আওয়াল ব্যবসা করার জন্য চট্টগ্রামে এসে বাঙালি অঞ্চলে ইসলাম প্রচার করতে শুরু করেন, যা বাংলার অন্যান্য শেখ পরিবারের প্রতিষ্ঠাতাদের মতো ছিল। শেখ আবদুল আওয়াল চট্টগ্রামে অনেক বছর ধর্মপ্রচার করেন, তারপর তিনি ব্যবসার উদ্দেশ্যে সোনারগাঁও যান এবং সেখানে ধর্মপ্রচার শুরু করেন। তিনি ফরিদপুরের কান্দিরপাড়ের খন্দকার পরিবারে বিয়ে করেন এবং পরবর্তীতে তাঁর পুত্র শেখ জাহিরুদ্দিনও এই পরিবারে বিয়ে করেন। বহু বছর পর, শেখ জাহিরুদ্দিন তাঁর পুত্র শেখ জান মাহমুদের সাথে কলকাতা চলে আসেন, কারণ তাঁদের পাইকারি ব্যবসা সেখানে ভিত্তিক ছিল। শেখ জান মাহমুদ-এর পুত্র শেখ বোরহানুদ্দিন সেই পাইকারি ব্যবসা চালিয়ে যান এবং শেষে পূর্ববঙ্গে ফিরে যান।

তিনি টুঙ্গিপাড়ার কাজী পরিবারে এক মেয়েকে বিয়ে করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। টুঙ্গিপাড়া শেখ পরিবার কলকাতার একটি শেখ পরিবার, যার একজন সদস্য ছিলেন শেখ আসিমুদ্দিন, কান্দিরপাড়ের শেখ পরিবার এবং সোনারগাঁওয়ের একটি শেখ পরিবারের সাথে সম্পর্কিত, এই স্থানান্তরের ফলে।[][] শেখ বোরহানুদ্দিনের একটি পুত্র ছিল, যার নাম শেখ একরামুল্লাহ, এবং তার দুই পুত্র ছিল: শেখ ওসিমুদ্দিন এবং শেখ মোহাম্মদ জাকির। শেখ মোহাম্মদ জাকিরের তিনটি পুত্র ছিল: শেখ আবদুল মজিদ, শেখ আবদুল হামিদ এবং শেখ আবদুল রশিদ। শেখ আবদুল হামিদ ছিলেন শেখ লুৎফর রহমানের পিতা, এবং তাঁর স্ত্রী, সায়েরা খাতুন, ছিলেন তাঁর পিতার ভাই শেখ আবদুল মজিদের মেয়ে। তাঁদের পুত্র ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি তাঁর তৃতীয় চাচাতো বোন শেখ ফজিলাতুননেসা মুজিবকে বিয়ে করেন, যিনি শেখ ওসিমুদ্দিনের প্রপৌত্রি (তার প্রপিতামহ শেখ জাকিরের ভাই)। শেখ মুজিব এবং বেগম মুজিবের মেয়ে, শেখ হাসিনা, ১৯৬৮ সালে এম. এ. ওয়াজেদকে বিয়ে করেন।[]

পারিবারিক শাখা

সম্পাদনা

প্রথম দিকে

সম্পাদনা
শেখ আওয়াল
শেখ জহিরুদ্দিন
শেখ জান মাহমুদ
শেখ বোরহানউদ্দিন
শেখ তাজ মাহমুদশেখ কুদরতউল্লাহশেখ এহরাম হোসাইন
শেখ আব্দুল হামিদশেখ আব্দুল রশিদশেখ আবদুল মজিদ
নিচে দেখুন[]
  1. শেখ আবদুল হামিদের পুত্রের সঙ্গে শেখ আবদুল মজিদের মেয়ের বিয়ে হয়।

  • শেখ বোরহানউদ্দিন, তিনি শেখ-ওয়াজেদ পরিবারের প্রাচীনতম রেকর্ডকৃত পূর্বপুরুষ এবং ১৪ তম শতাব্দীতে গড়াই-মধুমতি নদীর ডান তীরে অবস্থিত ফরিদপুর অঞ্চলে বসতি স্থাপন করেন।[]
    • শেখ কুদরতউল্লাহ, বোরহানুদ্দিনের একজন সরাসরি বংশধর
    • শেখ একরামউল্লাহ, বোরহানুদ্দিনের একজন সরাসরি বংশধর
      • শেখ আছিমউদ্দীন, কুদরতউল্লাহর একজন সরাসরি বংশধর

আধুনিক রেকর্ড

সম্পাদনা

অন্যান্য আত্মীয়

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Derichs, Claudia; Thompson, Mark R. (২০১৩)। Dynasties and Female Political Leaders in Asia: Gender, Power and Pedigree (ইংরেজি ভাষায়)। LIT Verlag Münster। পৃষ্ঠা 115–। আইএসবিএন 978-3-643-90320-4 
  2. "Bangladesh shaken by war of the dynasties"The Independent (ইংরেজি ভাষায়)। Dhaka। ২০০৭-০২-১২। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৪ 
  3. Amundsen, Inge (নভেম্বর ২০১৩)। "Dynasty or Democracy? Party politics in Bangladesh" (পিডিএফ)CMI Brief (ইংরেজি ভাষায়)। খণ্ড 12 নং 6। Bergen: Chr. Michelsen Institute। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৬ 
  4. "In Bangladesh, Sheikh Hasina settles scores"The Economist (ইংরেজি ভাষায়)। ২০১০-০১-২২। সংগ্রহের তারিখ ২০১৭-০১-২৪ 
  5. Okada, T.; Warabi, H.; Shiokawa, Y.; Takagi, T.; Suda, K. (১৯৭৫-০৪-১০)। "[Arthralgia and respiratory insufficiency (with A-V block): polyarteritis nodosa and malignant rheumatoid arthritis]"Nihon Rinsho. Japanese Journal of Clinical Medicine। Spec No: 752–753, 1088–1091। আইএসএসএন 0047-1852পিএমআইডি 2795। ২০২৪-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. Milton, Dr Abul Hasnat (২০২৩-১০-১৭)। Sheikh Hasina: The Making of an Extraordinary South Asian Leader (ইংরেজি ভাষায়)। Balboa Press। আইএসবিএন 978-1-9822-9828-9 
  7. Haque Khoka, Mominul (১৯৯৮)। অস্তরাগের স্মৃতি সমুজ্জ্বল : বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও আমি। Dhaka: Shahitya Prakash। পৃষ্ঠা 24। ২১ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১ 
  8. রহমান, শেখ মুজিবুর (২০১২)। অসমাপ্ত আত্মজীবনী। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। পৃষ্ঠা ৩১। আইএসবিএন 9789845060592