শেখ লুৎফুর রহমান

শেখ মুজিবুর রহমানের পিতা

শেখ লুৎফুর রহমান (জন্ম: অজানা - মৃত্যু: ৩০ মার্চ, ১৯৭৫) ছিলেন একজন সেরেস্তাদার, ব্রিটিশ ভারতের গোপালগঞ্জ দেওয়ানী আদালতের নথি সংগ্রহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা।[১] তার পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন। লুৎফুরের বাবা শেখ আবদুল হামিদ, ছিলেন শেখ বোরহানউদ্দিন ও শেখ কুদরোতুল্লাহর বংশধর। তিনি সায়েরা খাতুনকে বিয়ে করেন। লুৎফর ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম[২] তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতামহ।[৩][৪]

শেখ লুৎফুর রহমান

প্রাথমিক জীবন সম্পাদনা

রহমানের জন্ম শেখ আবদুল হামিদের ঘরে। তিনি তার চাচাতো বোন সায়েরা খাতুনকে বিয়ে করেন। তিনি চাকরির খোঁজে বাড়ি ছেড়ে যান। বর্তমান গোপালগঞ্জ দেওয়ানি আদালতে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন।[৫]

মৃত্যু এবং উত্তরাধিকার সম্পাদনা

শেখ লুৎফুর রহমান ৩০ মার্চ ১৯৭৫ সালে মারা যান।[৬] তাকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দাফন করা হয়।[৭]

সম্মাননা ও স্বীকৃতি সম্পাদনা

মধুমতি নদীর উপর গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের সংযোগকারী সেতুটি তার নামে নামকরণ করা হয় শেখ লুৎফর রহমান সেতু, যা ২০০০ সালের ২৩ ডিসেম্বর তার নাতনী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৮] ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলবাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার সেতুটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে এটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৫ সালের জানুয়ারিতে শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করেন।[৮] এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সরকারি কলেজটি তার নামে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ রাখা হয়।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ত্রিপাঠি, সালিল (২০১৬)। The Colonel Who Would Not Repent: The Bangladesh War and Its Unquiet Legacy। ইয়েল বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৫৯। আইএসবিএন 978-0-300-21818-3 
  2. Rahman, Sheikh Mujibur (২০১২-০৬-০১)। Sheikh Mujibur Rahman: The Unfinished Memoirs (ইংরেজি ভাষায়)। Penguin UK। আইএসবিএন 9788184757033 
  3. "Bangabandhu's father remembered"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৭ 
  4. "42nd death anniv of Sheikh Lutfur Rahman today"www.observerbd.com। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৭ 
  5. "Early life of Bangabandhu Sheikh Mujibur Rahman"The Independent। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৭ 
  6. "বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী আজ"একুশে টিভি। ৩০ মার্চ ২০১৯। 
  7. "Bangabandhu Sheikh Mujibur Rahman"The Asian Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৭ 
  8. "গোপালগঞ্জে শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"banglanews24.com। ২৪ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১ 
  9. স্বপন কুমার গাইন (২০১২)। "কোটালিপাড়া উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743