কুড়িগ্রাম-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
কুড়িগ্রাম-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৮নং আসন।
কুড়িগ্রাম-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কুড়িগ্রাম জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাকুড়িগ্রাম-৪ আসনটি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা, চর রাজিবপুর উপজেলা, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন ও নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার আলগা ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: কুড়িগ্রাম-৪[৫][৬] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | রুহুল আমিন | ৩২,৬০৭ | ৫৪.৮ | +৫৩.৩ | ||
আওয়ামী লীগ | জাকির হোসেন | ২৪,৯৩৯ | ৪১.৯ | +৪.৩ | ||
স্বতন্ত্র | মোতালিব হোসেন | ১,৯৬৮ | ৩.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৬৬৮ | ১২.৯ | +২.৬ | |||
ভোটার উপস্থিতি | ৫৯,৫১৪ | ২৯.৩ | -৫৬.৭ | |||
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: কুড়িগ্রাম-৪[৭][৮] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | জাকির হোসেন | ৭৩,৯১৩ | ৩৭.৬ | +১৯.৬ | ||
জাতীয় পার্টি | গোলাম হাবিব দুলাল | ৫৩,৬৮২ | ২৭.৩ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | নুর আলম মুকুল | ৪২,৯৬৮ | ২১.৯ | -৬.০ | ||
স্বতন্ত্র | মো: ইমান আলী | ১৭,১৮৩ | ৮.৭ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | আবুল কালাম আজাদ | ৪,৩১৯ | ২.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | মো: লুৎফর রহমান | ৩,০৩০ | ১.৫ | -৯.৯ | ||
বাসদ | মহিউদ্দিন আহমেদ | ১,০৯০ | ০.৬ | প্র/না | ||
স্বতন্ত্র | রুকুনুর দৌল্লা | ৩২৭ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২০,২৩১ | ১০.৩ | -২.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৬,৫১২ | ৮৬.০ | +১৩.৪ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: কুড়িগ্রাম-৪[৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | গোলাম হাবিব দুলাল | ৬২,৪৮৪ | ৪০.৫ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | মোঃ আব্দুল লতিফ | ৪৩,০২৫ | ২৭.৯ | +১১.৭ | ||
আওয়ামী লীগ | শওকত আলী সরকার | ২৭,৮৫৬ | ১৮.০ | -২.৪ | ||
জাতীয় পার্টি | গোলাম হোসেন | ১৭,৫৬৮ | ১১.৪ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | আবুল বাশার মঞ্জু | ৩,৪৫৮ | ২.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,৪৫৯ | ১২.৬ | -৭.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৩৯১ | ৭২.৬ | +৭.৪ | |||
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুড়িগ্রাম-৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | গোলাম হোসেন | ৪২,৭৯০ | ৪০.৫ | +১১.৩ | |
আওয়ামী লীগ | শওকত আলী সরকার | ২১,৫১৪ | ২০.৪ | +৫.৯ | |
জামায়াতে ইসলামী | মো: সিরাজুল হক | ১৭,০৬৪ | ১৬.২ | -৪.৯ | |
বিএনপি | আব্দুল বারী সরকার | ১২,৬৯৮ | ১২.০ | -১.৫ | |
স্বতন্ত্র | আজিজুর রহমান | ৭,৯৮৫ | ৭.৬ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | আবুল কালাম আজাদ | ১,৪৬৯ | ১.৪ | প্র/না | |
জাকের পার্টি | মো: নুরুল আলম | ১,২০৩ | ১.১ | +০.৩ | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | আবুল বাশার মঞ্জু | ৪৩১ | ০.৪ | প্র/না | |
শ্রমিক কৃষক সমাজবাদী দল | মো: নুরুল ইসলাম | ২৮২ | ০.৩ | -৫.০ | |
ফ্রিডম পার্টি | এবিএম ময়নুল ইসলাম | ১৮৫ | ০.২ | -০.৯ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২১,২৭৬ | ২০.১ | +১১.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,০৫,৬২১ | ৬৫.২ | +২৪.৩ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: কুড়িগ্রাম-৪[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | গোলাম হোসেন | ২১,৯৯১ | ২৯.২ | ||
জামায়াতে ইসলামী | মোঃ সিরাজুল হক | ১৫,৮৫৪ | ২১.১ | ||
আওয়ামী লীগ | মো: আজিজুল হক | ১০,৯১৫ | ১৪.৫ | ||
বিএনপি | আজিজুর রহমান | ১০,১৬৯ | ১৩.৫ | ||
স্বতন্ত্র | আবুল কাশেম | ৭,৫৫০ | ১০.০ | ||
শ্রমিক কৃষক সমাজবাদী দল | নুরুল ইসলাম সরকার | ৩,৯৯৮ | ৫.৩ | ||
স্বতন্ত্র | মো: আনোয়ার হোসেন | ২,০২৪ | ২.৭ | ||
স্বতন্ত্র | মো: সাদাকাত হোসেন | ৯১১ | ১.২ | ||
ফ্রিডম পার্টি | এবিএম ময়নুল ইসলাম | ৮০১ | ১.১ | ||
জাকের পার্টি | মো: নুরুল আলম | ৫৭৭ | ০.৮ | ||
কমিউনিস্ট পার্টি | গোলাম হায়দার | ২৬৩ | ০.৩ | ||
জাতীয় মুক্তি দল | আমজাদ হোসেন | ২১৯ | ০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,১৩৭ | ৮.২ | |||
ভোটার উপস্থিতি | ৭৫,২৭২ | ৪০.৯ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কুড়িগ্রাম-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Kurigram-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Electoral Area Result Statistics: Kurigram-4"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে কুড়িগ্রাম-৪