অষ্টমীরচর ইউনিয়ন

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি ইউনিয়ন

অষ্টমির চর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারীর অন্তর্গত একটি ইউনিয়ন।[]

অষ্টমির চর ইউনিয়ন
ইউনিয়ন
৫নং অষ্টমির চর ইউনিয়ন পরিষদ।
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাচিলমারী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৮.৯৪ বর্গকিমি (১১.১৭ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,৮২০
 • জনঘনত্ব৮৯০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান

সম্পাদনা

অষ্টমীর চর ইউনয়ন একটি নদীবেষ্টিত ইউনিয়ন। ব্রহ্মপুত্র নদ ইউনিয়নকে গ্রাস করে একটি দ্বীপে পরিণত করেছে। চিলমারীর নদটি একটি ঐতিহ্য হলেও এর গ্রাস চরাঞ্চলের মানুষকে ক্ষত বিক্ষত করেছে।[]

গ্রামের সংখ্যা

সম্পাদনা
  • গ্রামের সংখ্যাঃ ২৩টি।[]

প্রতিষ্ঠান

সম্পাদনা
  • সরকারী প্রাথমিক বিদ্যালয়: ১৩টি
  • পোস্ট অফিস-১টি
  • কমিউনিটি ক্লিনিক- ৩টি।[]

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ কুড়িগ্রাম জেলার, চিলমারী উপজেলায় অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ হিসাবে পরিচিত । অষ্টমীর চর ইউনিয়ন টি চিলমারী উপজেলা হইতে পূর্ব দিকে ১০ কিলোমিটার দুরে অবস্থিত। এই ইউনিয়নের চারপাশে নদী । এই ইউনিয়নটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত। অষ্টমীর চর ইউনিয়নের পশ্চিমে চিলমারী। পূর্বে ১০ কিলোমিটার দুরে রৌমারী উপজেলা। কুড়িগ্রাম জেলার, চিলমারী উপজেলাবাসষ্ট্যান্ট হইতে সোজা পূর্বে অষ্টমীর চর যাওয়ার পথে হাতেরডানে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে। কতনা সুন্দরইউনিয়ন পরিষদ ভবনটি দাড়িয়ে আছে ।[]

ধর্মীয় অবস্থা

সম্পাদনা
  • মাদ্রাসা: ৩ টি
  • মসজিদ: ৩১ টি
  • কবরস্হান: ৬০ টি।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অষ্টমির চর ইউনিয়ন"http://chilmari.kurigram.gov.bd/site/page/97b2aaaf-18fd-11e7-9461-286ed488c766/%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B9। ২৫-৭-২০২১। ২৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫-৭-২০২১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য); |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "অষ্টমীর চর ইউনিয়ন"। ২০২১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৫