উলিপুর উপজেলা

কুড়িগ্রাম জেলার একটি উপজেলা

উলিপুর উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি দেশের বৃহৎ উপজেলা সমূহের মধ্যে একটি।

উলিপুর
উপজেলা
মানচিত্রে উলিপুর উপজেলা
মানচিত্রে উলিপুর উপজেলা
স্থানাঙ্ক: ২৫°৩৯′৪৮″ উত্তর ৮৯°৩৮′১৪″ পূর্ব / ২৫.৬৬৩৩৩° উত্তর ৮৯.৬৩৭২২° পূর্ব / 25.66333; 89.63722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
আসনকুড়িগ্রাম-৩
সরকার
 • সংসদ সদস্যএম. এ. মতিন (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৫০৪.১৯ বর্গকিমি (১৯৪.৬৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,১০,৮৯০ [১]
সাক্ষরতার হার
 • মোট৬৮.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫৫ ৪৯ ৯৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

কুড়িগ্রাম জেলা সদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে ২৫°৩৩´ থেকে ২৫°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৮৯°৫১´ পূর্ব দ্রাঘিমাংশে উলিপুর উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে কুড়িগ্রাম সদর উপজেলারাজারহাট উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাচিলমারী উপজেলা, পূর্বে রৌমারী উপজেলাভারতের আসাম, পশ্চিমে রংপুর জেলার পীরগাছা উপজেলাগাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা

উলিপুর উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

উলিপুর উপজেলায় রয়েছে একটি পৌরসভা, ১৩টি ইউনিয়ন পরিষদ, ১৪৭টি মৌজা এবং ৩৫৮টি গ্রাম। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম উলিপুর থানাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী উলিপুর উপজেলার মোট জনসংখ্যা ৪,১০,৮৯০ জন। এর মধ্যে পুরুষ ১,৯৮,৬২৫ জন ও মহিলা ২,১২,২৬৫ জন।

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উলিপুর উপজেলার সাক্ষরতার হার ৫৫.৪০% (পুরুষ ৫৮.৪৫%, মহিলা ৫৩.৯১%)। এ উপজেলায় ৮টি কলেজ (১টি সরকারি কলেজ), ৬২টি মাধ্যমিক বিদ্যালয় (১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ২৪২টি প্রাথমিক বিদ্যালয় (১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়), ৫৫টি মাদ্রাসা (৪০টি দাখিল, ৬টি আলিম, ৮টি ফাজিল ও ১টি কামিল মাদ্রাসা) রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
কলেজ
  • উলিপুর সরকারি ডিগ্রি কলেজ (১৯৬৪)
  • উলিপুর মহিলা মহাবিদ্যালয় (১৯৮৬)
  • পাঁচপীর ডিগ্রি কলেজ, দূর্গাপুর (১৯৮৭)
  • মন্ডলেরহাট মহাবিদ্যালয় (২০০০)
  • এমএ মতিন কারিগরী ও কৃষি কলেজ (১৯৯৫)
  • উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ (১৯৯৯)
মাধ্যমিক বিদ্যালয়
  • উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় (১৮৬৮)
  • বুড়াবুড়ী উচ্চ বিদ্যালয় (১৯৬৭)
  • মন্ডলহাট উচ্চ বিদ্যালয় (১৯৬৫)
  • দুর্গাপুর উচ্চ বিদ্যালয় (১৯১৪)
  • বকশিগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয় (১৯৪৫)
  • উলিপুর সরকারি বালিকা বিদ্যালয় (১৯০৯)
প্রাথমিক বিদ্যালয়
  • উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯০৯)
  • বুড়াবুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮৮৯)
  • যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩৭)
  • দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯১৪)
মাদ্রাসা
  • সাতদরগা নেছারিয়া আলীয়া মাদ্রাসা (১৯৫২)
  • কামাল খামার দ্বিমুখী সিনিয়র মাদ্রাসা (১৯৫৪)
  • নুরেশ্বর আমীনিয়া মাদ্রাসা (১৯৫৪)

অর্থনীতি

সম্পাদনা
  • মোট আবাদী জমির পরিমাণঃ ২৮,২৫০ একর
  • অর্থকরী ফসলঃ ধান, গম, সবজি,আলু, পাঠ, আখ প্রভৃতি
  • শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাঃ মোট ৭৩০টি, কুটির শিল্প- ৭৩০টি
  • পেশাঃ প্রাধান পেশা হচ্ছে কৃষি কাজ,তাছারাও আছে চাকরিজীবী,কামার,কুমার,জেলে ইত্যাদি।
  • পাকা রাস্তাঃ ১৮০কি. মি
  • কাঁচা রাস্তাঃ ৪৪৬ কি. মি.

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • জিয়া পুকুর
  • জালার পীরের দরগাহ
  • সাত দরগাহ মাজার
  • কাজীর মসজিদ
  • ঠাঁকুরবাড়ি মন্দির
  • ব্রহ্মপুত্র নদ
  • তিস্তা নদী
  • নাওডাঙ্গার বিল
  • দাগারকুটি বধ্যভূমি স্মৃতিসৌধ
  • পাঁচপীর রেলওয়ে স্টেশন, দুর্গাপুর
  • পানের বড়জ, পান্ডুল
  • কাঁচারী পুকর
  • কাশির খামার জমে মসজিদ
  • বাহারের ঘাট
  • টি বাধ, নাগরাকুঁড়া

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা
  • এ কে এম মাইদুল ইসলাম (রাজনীতিবিদ,শিল্পপতি,সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-৩ এবং চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কাসেম গ্রুপ)
  • ভূপতি ভূষণ বর্মা (বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী)
  • আককাছ আলী সরকার (চিকিৎসক,শিল্পপতি, রাজনীতিবিদ,সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম -৩ ও প্রাইম মেডিকেল কলেজে রংপুর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চেয়ারম্যান প্রাইম গ্রুপ)
  • আব্দুল মজিদ প্রামাণিক
  • আয়নাল হক প্রামাণিক
  • মাহমুদুল হাসান আকাশ প্রামাণিক

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "একনজরে উলিপুর উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা